বাংলাদেশে কানাডার নতুন হাইকমিশনার লিলি নিকলস

বাংলাদেশে কানাডার নতুন হাইকমিশনার হিসেবে লিলি নিকলস এর নাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৪ ডিসেম্বর) দেশটির সরকারি ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
জানা যায়, লিলি নিকলস বর্তমানে ভারতের ব্যাঙ্গালুরুতে অবস্থিত কানাডীয় মিশনের কনস্যুলেট জেনারেলের দায়িত্ব পালন করছেন। কূটনীতিক লিলি নিকলস বর্তমান হাইকমিশনার বেনেট প্রফন্টে’র স্থলাভিষিক্ত হবেন।
লিলি নিকলস ১৯৯৮ সালে লন্ডন স্কুল অব ইকোনমি এন্ড পলিটিকেল সায়েন্স থেকে আর্ন্তজাতিক সম্পর্ক বিষয়ে পিএইচডি ডিগ্রী লাভ করেন। তার আগে তিনি ১৯৮৯ সালে ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে আর্ন্তজাতিক রাজনৈতিক অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রী এবং ১৯৮৭ সালে কার্লটন বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন।
জাতিসংঘের অর্থনীতিবিদ হিসেবে সেন্ট্রাল আমেরিকা এবং নিউইয়র্কে দায়িত্ব পালন করেছেন লিলি। তিনি ১৯৯৯ সালে জেষ্ঠ্য অর্থনীতিবিদ হিসেবে কানাডার আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থায় (সিডা) যোগ দেন। ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত তিনি সিডা’র সিনিয়র এনালিস্ট পদে, ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত কানাডার পক্ষে কিউবায় প্রধান উন্নয়ন কর্মকর্তার পদে, ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত আফগানিস্তান-পাকিস্তান টাস্কফোর্সের পরিকল্পনা পরিচালক পদে এবং ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ার পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন।
