ডিএনসিসির এক পরিচ্ছন্নতা পরিদর্শক সাময়িক বরখাস্ত

দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ ও অদক্ষতার দায়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা পরিদর্শক মোঃ রিজবী জামানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শুক্রবার (২৪ ডিসেম্বর) ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩ ডিসেম্বরের ৪৬.১০.০০০০.০০৫.৪৫.১৩১.২১.৫২৩ নম্বর অফিস আদেশ মোতাবেক ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, অঞ্চল-২ এর আওতাধীন ৬ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্ন পরিদর্শক মোঃ রিজবী জামানকে ডিএনসিসি কর্মচারী চাকরি বিধিমালা-২০১৯ এর ৪৯ (ক), (খ) ও (ঘ) উপবিধি মোতাবেক দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ ও অদক্ষতার দায়ে একই বিধিমালার ৫৫ এর (১) উপবিধি মোতাবেক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। উক্ত অফিস আদেশ অনুযায়ী সাময়িক বরখাস্তকালীন তিনি শুধুমাত্র বিধি মোতাবেক খোরাকী ভাতা প্রাপ্য হবেন।
ডিএনসিসির মেয়র মোঃ আতিকুল ইসলাম সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সকল ক্ষেত্রে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আরইউ/এসআইএইচ
