নিষেধাজ্ঞা নিয়ে আলাপ করতেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনের ফোন
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে ফোন করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এ সময় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে বাংলাদেশকে শুভেচ্ছা জানান তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, র্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে দুই পররাষ্ট্রমন্ত্রীর কথা হয়। আজ বুধবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় ফোন করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা করেন দুই পররাষ্ট্রমন্ত্রী।
র্যাবের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন প্রশাসনের নিষেধাজ্ঞার পরপরই মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রনালয়ে ডেকে পাঠানো হয়। এর দুদিনের মধ্যেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন ফোন করলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এখন মালয়েশিয়া সফরে আছেন। বাংলাদেশের উদ্বেগের কথা জানার পর পরই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে তার বৈদেশিক সফর চলাকালীন সময়ের মধ্যেই ফোন করলেন।
ফোনে তিনি বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন এবং আগামী বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের কেউ বাংলাদেশ সফর করবেন বলে জানিয়েছেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি মার্কিন প্রশাসনের পক্ষ থেকে র্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে মার্কিন প্রশাসনের নিষেধাজ্ঞার বিষয়টি উঠালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, এ বিষয়ে বেশকিছু বিষয় অমীমাংসিত আছে এবং আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান করতে চায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে আরও আলোচনা ও যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে কাজ করতে চায় বলেও জানিয়েছেন তিনি।
ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সৌজন্য সাক্ষাৎ ও নৈশভোজে যোগ দিতে বঙ্গভবনে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। সেখান থেকেই ফোনটি রিসিভ করেন তিনি।
আরইউ/এসআইএইচ/এমএমএ/