শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ | ৬ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

গল্প

নবীনা নীশিথ

-ও আম্মা, দেখেন কে আইছে।

আসমতের মা এ পুরোনো বাড়ির পঁচিশ বছরের পুরোনো বুয়া। টিনশেড একতলা বিল্ডিং এখন প্রায়ই উঠে গেছে। কিন্তু এটা এখনো আছে। এর বাউন্ডারী দেয়ালের বাইরের রাস্তায় মানুষ ও রিকশা চলাচলের শব্দ এ বাড়ির ভেতর থেকে শোনা যায় তবে সেগুলো দেখতে হলে নীল রংয়ের লোহার গেটের ওপরের ঝাঝড়ির ফাঁক দিয়ে তাকাতে হয়। একটু আগে যখন একটা সিএনজি গেটের বাইরে এসে থামলো আসমতের মার গাছে পানি দেবার জন্য ওখানটায় দাঁড়িয়ে ছিল। কিশোর থেকে বড় হয়ে ওঠা এ বাড়ির একজনকে এই সন্ধ্যার প্রায় অন্ধকারেও চিনতে আসমতের মা’র ভুল হয়নি। আম্মা, মানে মিসেস তাহেরুন্নেছা দ্রুত গেটের কাছে এসে দাঁড়ালেন। একে ঈদের দিন তাতে নিঃসঙ্গ পরিবার, তাই কেউ এলে তার ও তার স্বামীর ভালোই লাগে। আজ নামাজের পর থেকে মানুষ জন বেড়াতে এসেছিলো ভালোই। এখন যখন সিকিউরিটি গার্ড ও ফ্ল্যাট মালিকের অ্যাপায়ন্টমেন্ট ছাড়া প্রায় কোন গৃহেই প্রবেশ করা যায় না সেখানে দরজায় নক করে এ বাড়িতে আশেপাশের অনেকেই ঢুকতে পারে। এ সহজলভ্যতার জন্য তিনি পাড়ার শিশুদের কমন নানী এবং এবং তার স্বামী ইব্রাহীম সাহেব কমন নানা হিসেবে বেশ প্রিয়ভাজন। তাহেরার বয়স ষাট আর ইব্রাহীমের উনসত্তর।


-কে আসমতের মা?
-সাইজা ভাই আর ভাবী।
তাহেরা আশুতুন্নেছা হাই স্কুলে বিজ্ঞান পড়াতেন। অবসর নিয়েছেন সময় হবার আগেই। তাকে আশেপাশের মানুষ সজ্জনশীলা বলে জানে। তবে সেজো পুত্র ও পুত্রবধু তাকে সালাম করার এই সময়টিতে তার মনে হয় আজ অধৈর্য্য হয়ে পড়েছিলাম। তা বিশ্বের কেউ না জানুক আমি জানি। পরপরই মিলা শাশুড়িতে সালাম করে। ও জিজ্ঞেস করে,
‘‘আম্মা কেমন আছেন। ঈদের শাড়ি পরেননি? তাহেরা বলেন ‘‘বিকেল পর্যন্ত পরাই ছিল। আসর নামাজের সময় খুলে রেখেছি।’ এটা ড্রইংরুম। খলিল বলে,
-আম্মা, আব্বা কোথায়?

-উনি তো আসনের একটু আগেই মসজিদে যান। তোমরা ঢুকার দু মিনিট আগেই মসজিদে গেছেন। মাগরিব পড়েই বাসায় ফিরবেন। চল তোমরা ভেতরে চল। নামাজটা পড়ে তোমাদের সাথে কথা বলি। পাঞ্জাবিটা খুলতে খুলতে খলিল বলে, ‘‘আম্মা আমিও নামাজ পড়বো।’ ঈদের দিনে সাধারণত কেউ কোন বাসায় হাতে ব্যাগ নিয়ে আসে না। মিলার হাতে দুটো ব্যাগ আছে। ও ওগুলো নিয়ে শাশুড়ির পেছন পেছন বাড়ির ভেতর ঢুকে। অন্দর মহলে যেতে ডান দিকে উঠান পড়ে। ষেখানে আসমত দাঁড়িয়ে। ও খলিল ও মিলাকে বলে, ‘‘ঈদ মুবারক। মামা-মামী কেমন আছেন? কখন আইলেন?’ ওর বয়স সতের বছর। এ বাড়ির কেয়ারটেকার। এ বাড়ির দেয়ালের বাইরে ছোট আর একটা প্লট আছে। সেখানে দুটো ঘর করে দিয়েছেন ইব্রাহীম। আসমত, ওর মা ও এক ছোট বোন সেখানেই থাকে। অজু করবার আগে তাহেরা আসমতকে আস্তে করে বলেন, ‘‘মসজিদে যা। নানাকে বল গিয়ে----------।’’

নামাজের পর পছন্দ মত কাউকে পেয়ে গেলে বুড়ো হয়তো এক ঘণ্টা গল্প করে তবে ফিরবেন নইলে এশার নামাজও পড়ে আসতে পারেন।

আসমত উঠোনোর পেছনের দরজা দিয়ে বের হয়ে যায়। খলিল বারান্দায় অজু করে নামাজে দাঁড়ায়। মীলা ও শাশুড়ি আর এক রুমে। নামাজ শেষ হলে মখমলের সবুজ রংয়ের জায়নামাজটা যত্ন করে ভাঁজ করে কাঠের আলমারীল নীচের র‌্যাকটাতে রেখে দেয়। দু বছর আগে ওদের বিয়ের পর ওরা এই রুমটাতেই কিছু দিন ছিল। পুরোনো সেগুন কাঠের খাট। তাতে নতুন একটা লাল ও বেগুণী চাদর বেড কভার ও একই কাপড়ের তৈরি দুটো বালিশ পাতা। ঈদের দিনে তাহেরা এ বাসার প্রত্যেকের বিছানায় নতুন বেড কভার পাতবেই। নতুন মানে, নতুন কেনা নয়। দশ বছর আগে এগুলো কেনা। দামী। বছরে দু’দিন বের করা হয় বলে চক্চকে ঝক্ঝকে রয়েছে। এবার ও বাবা মা’র বেডরুমে যায়। ওখানে কেউ নেই। একটুখানি পরা একটা নতুন আদা সিল্ক এর শাড়ি খাটের ওপর ঝুলিয়ে রাখা। খলিল বুঝতে পারে, তাহেরা আজ বোধ হয় একবার পড়ে ছিলেন। কে দিলো। আম্মা তো শপে গিয়ে এটা কিনতে পারার কথা নয়। আর আম্মা? তিনি তার এই চোখ দিয়ে এমন একটা শাড়ি কিনতে পারবেন না। বড় আপা ও দুলাভাই দিয়ে গেছে? লজ্জায় খলিল আজ তাদের কথা একবারও মা’কে জিজ্ঞেস করেনি যদিও সকালে তাদের সাথে ওর কথা হয়েছিল। পাশে নতুন সাদা ঝক্ঝকে একটা পাজামাও ঝুলে আছে। বোঝাই যাচ্ছে বাবা সকালে এটা পড়েছিলেন।

তাহের ও আসমতের গলা একসাথে এসময় শোনা যায়। নীলা ও শ্বাশুড়ির সাথে কথা বলছিলো। খলিল ও নীলা দ্রুত ইব্রাহীমের দিকে ছুটে যায়। ওরা তাঁকে সালাম করে। তিনি বলেন, ‘‘তোমরা কখন এলে? কেমন আছ?’’ তার চোখ দেখেও বোঝা যায় তিনি আশা ছেড়ে দিয়ে ছিলেন। সারা দিন গেছে, সন্ধ্যাও পার হয়ে গেছে। আশা হারানোই তো স্বাভাবিক। তাহেরাও এসে বিছানায় বসেন। ব্যাখ্যা দেবার ভঙ্গীতে খলিল ও নীলা বলে সকালে নামাজ শেষে ওদের বস এর বাসায় কলঅন’ এ যেতে হয়েছিলো। তারপর এলো ওদের অফিসের কেউ কেউ। স্কুলের ও ইউনিভারসিটির বন্ধু। নীলা বলে, আপনাদের ছেলে এরপর গেল নারিন্দা গোরস্তানে। এ কথায় তাহেরার মুখে একটু আনন্দ ফুটে ওঠে। ওখানে ওর আম্মা ও আব্বার কবর। নীলার বাবার বাড়ি ওয়ারী। ওখানেও শ্বাশুড়িকে সালাম করে বাসায় ফিরতে ফিরতে দুপুর পার হয়ে গেল। তাই ওরা বিকেলে আসার সিদ্ধান্ত নেয়। তাছাড়া এখন রাস্তার অবস্থা আগের মত নেই। ঈদের দিনেও বেশ যট। ওদের আজিমপুর কোয়ার্টার থেকে মীরপুর ১০ নম্বরের এই বাসায় আসতে এক ঘণ্টার বেশি লেগে গেছে এই ছুটির দিনেও। তাহেরা বলেন, ‘তো স্নিগ্ধার বাসায় যাস নি?’ স্নিগ্ধা খলিলের বড় বোন। খলিল বলে, আপু তো দাওয়াত দিয়েছে কাল দুপুরে। তোমরাও তো যাবে শুনলাম। তাহেরা আসমতের মা’কে বলেন, ডাইনিং টেবিলে জর্দ্দা, ফিন্নি ও সেমাই দিতে। নীলা বলে, ‘না আম্মা থাক। খাবো না।’ তাহেরার মনে আগের হতাশাটা আবার ফিরে আসতে থাকে। একি, এসেছে সারাদিন শেষে নানা জায়গায় বেড়িয়ে, এখন বলছে খাবে না।’ ইব্রাহীমের কানেও কথাটা ভালো লাগে না। বিয়ের পর এরা এ বাসায় ছিল মাত্র তিন সপ্তাহ। তারপরই চলে গেছিল সরকারি কোয়ার্টারে। কোয়ার্টারটা আবার পুত্রবধুর নামে। ও এগ্রিকালচার এক্সটেনশন ডিপারটমেন্ট এর বীজতত্ববিদ। খলিল বাংলা একাডেমিতে সহকারী পরিচালক। এরা বসে আছে ড্রইং রুমে। নীলা শ্বাশুড়ীর বাহু ধরে বলে, আম্মা আপনারা বসেন। আমি আসছি। ও ভেতরে শ্বশুড় শ্বাশুড়ির বেড রুম এ যায়। সঙ্গে আনা প্যাকেট দুটো নিয়ে ফিরে। হালকা নীল ও সাদা মিশ্রনের টাঙ্গাইল সিল্ক এর শাড়ি আর মিশ্র সিল্ক এর পাঞ্জাবীটা বের করে ও শ্বশুড় শ্বাশুড়ীর হাতে দেয়। বুড়ো বুড়ির মন থেকে একটু আগের নাবোধক অনুভুতিটা কমে যায়। তা দামী কিছু পাওয়া জনিত নয় ভালবাসা প্রাপ্তি জনিত। তাহেরা কিছু বলেন না। নেড়ে চেড়ে দেখে সোফার ----- টেবিলের ওপর রেখেছেন।

খলিল বলেন, খুব সুন্দর। কতগুলো টাকা খরচ করেছ। এখন কোথায়ই বা যাই এ সব পরে। আসমতের মা মেঝেতে বসে দৃশ্যপট দেখছিলো। এ বাড়ির তিন ছেলে মেয়েরই বিয়েতে সে খুব খেটেছে। এবং তার দুটিই হয়েছিলো এ বাড়ির ভেতরেই শামিয়ানা টাংগিয়ে। ও বলে, এগুলি পইরা আপনারা খলিল ভাইজানের বাসায় বেড়াইতে যাইবেন। যাওনের জায়গার কি অভাব আছে আপনাগো?’ সে এসব কথা বলার অধিকার রাখে। নীলা ওর হাত ব্যাগ থেকে পাচশ টাকার একটা নোট বের করে আসমতের মা’র হাতে দেয়। ও তা হাসিমুখে আপত্তি করে শেষে নেয়। তাহেরা ঠিক বুঝতে পারছেন না এরা এরপর কি করবে। কিছু মেলে না। উপঢৌকন বিনিময়ও শেষ। তাহলে? নীলা এবার হাসি মুখে বলে, আম্মা চলেন তো দেখি রান্নাঘরে। আজ আপনি এই সময়ের মধ্যে কি কি রান্না করলেন? আসমতের মা, তুমিও চল মাংস, পোলাও তো গরম করতে হবে।’ তাহেরা ভালো বোধ করা শুরু করেন।

আসমতের মাকে সঙ্গে নিয়ে নীলা হাড়ি পাতিলের ঢাকনা খুলে খুলে দেখে আর একে একে চুলোয় দেয়। পোলাও, মুরগির সাদা কোমরা, গুরুর রেজালা আর খাসীর ভুনা চুলার তাপে চড় চড় করে শব্দ করতে থাকে। দুজনে দু’চুলোয় সেগুলো খুন্তী দিয়ে নাড়তে থাকে। হাট বাজার, লঞ্চ ঘাট, স্কুলের মাঠ বা এয়ারপোর্টের একটা নিজস্ব কলরব থাকে। ঈদের দিনেরও তেমনি একটা নিজস্ব আমেজ থাকে। ইব্রাহীম এশার নামাজের অজু করছেন। খলিল উঠানে হেঁটে হেঁটে সেই আমেজটা উপবোগ করতে থাকে। সাত কাটা জমির বাড়ির উঠানের বেশ খানিকটা জায়গায় তাহেরা বেগুন, কাচা মরিচ, নারিকেল এবং ফুলের গাছ লাগিয়েছেন। রান্নাঘর থেকে ঘি এর আর বাগান থেকে ফুলের গন্ধে ইব্রাহীমের খুব ভালো লাগে। কিছুদিন হলো রান্নাঘরেও টাইলস লাগানো হয়েছে। প্রাক্তন সরকারি কর্মচারী ইব্রাহীমের অর্থের প্রাচুর্য না থাকলেও বাইরে থেকে তা আসারও প্রয়োজন নেই। তবু তার বড় ছেলে মাল্টা থেকে বছরে একবার অন্ততঃ চার লাখ টাকা পাঠায়। সে ওখানে এনভায়রনমেন্টলিষ্ট। সেই টাকার সামান্য অংশ দিয়ে টাইলস এর কাজটা হয়েছে। সেদিকে তাকিয়ে নীলার মনে হয় সাদা শিফন জর্জেটের ওপর কেউ কালো পাড় এর সূচি কাজ করেছে। খাবার গরম হতে হতে ইব্রাহীমের নামাজ হয়ে গেছে। তাহেরা খেয়াল করেন যে নীলা কাপড় বদলে একটা সুতি ম্যাক্সি পড়ে নিয়েছে এর মধ্যে। ওদিকে গরম পাতিলে গ্লাস প্লেট ধুয়ে টেবিলে দিচ্ছে আসমতের মা। নীলা হাত মুখ ধুয়ে নেয়। ও বলে, আম্মা, আব্বা, ইব্রাহীম সবাই আস, টেবিলে বস। শ্বশুড়কে ও বলে কষ্ট করে ঈদের এতগুলো বাজার করেছেন। তিনি বলেন, না কষ্ট কই, বাজার তো কাছেই। লুঙ্গি পরেই যাই। সঙ্গে আসমত যায়। বের হলে একটু ভালোও লাগে।


-আম্মা, দামী মাংস পোলাও কি করবো? ঠাণ্ডা করে ফ্রিজে রাখবো না টেবিলে খোলা রেখে দেব? কাল সকালে খেতে যা মজা লাগবে। তাহেরা বলেন, যে গরম, খোলা রাখা বোধ হয় ঠিক হবে না। জুড়াক। আমি ফ্রিজে রাখবো নি।
পিতা পুত্র টেলিভিশনের এক ঈদ প্রোগ্রাম দেখতে মগ্ন। রাত এখন সাড়ে নটা। নীলা আর তাহেরা উঠানে। নীলা শ্বাশুড়িকে আস্তে করে বলে,

-আম্মা, আজ কিন্তু থাকবো আমরা।’
-পাগল মেয়ে কি বলে? এটা কি একটা জানানোর কথা হলো?
আসমতের মা বলে, ‘হ ভাবী থাকেন। ভালো হইব। কতদিন আপনাগো দেখি না।’
ওদিকে লুঙ্গি ও গেঞ্জি পরা পুত্রর ভাবসাব দেখে ইব্রাহীমও বুঝতে পারছেন না এরা আজ যাবে কি না। এতবড় বাসা থাকার পরও বৌ এর ছোট্ট কোয়ার্টারে গিয়ে ঢুকেছে বিয়ের পর পরই। উনি বা তাহেরা অভিমান করে এ নিয়ে কিছু বলেন নি।

রাত এখন এগারটা। অন্যান্য রাতে বুড়ো বুড়ি এসময়ের আগেই ঘুমিয়ে পড়েন।


তারা বেডরুমের দরজা খোলা রেখেই ঘুমান বাইরের বারান্দার দরজাটি বন্ধ করে। নীলা ও খলিল যে রুমে শুয়েছে তার পাশেই দম্পতির রুম। এ বাড়িতে অনেকদিন পর রাত্রিযাপন তাই পানির জগ গ্লাস আনতে ভুল হয়েছিল। শ্বশুড় শ্বাশুড়ির রুমের খোলা দরজা দিয়ে বারান্দার বাঁ পাশে রান্না ঘরে যেতে যেতে ও শ্বশুড় শ্বাশুড়ির গল্প শুনতে পায়।
ইব্রাহীম বলছেন, ‘একান্ত গরীব বাবা মা ও সন্তানের কাছ থেকে টাকা পয়সা চায় না। চায় শুধু তাদের সঙ্গটা।
তাহেরা বলেন, ‘ হ্যাঁ ওটা এখন বেশ পাবে।’ কি করে? কতদিন পর মাত্র এক রাত। না, বৌ মা বলেছে ওরা কোয়ার্টার ছেড়ে দিয়ে এবাসায় আমাদের সঙ্গেই থাকবে। আসলে বৌমার তো দোষ নেই। তুমি কখনো কোয়ার্টার নাও নি। আমাদের ছেলেরই খুব শখ ছিল সরকারি বাসায় একটু থাকার। তাছাড়া বৌমার ভালো খবর আছে।’ পুরুষ মানুষ, বুঝতে একটু দেরি হয়। ইব্রাহীম ভাবেন চাকরির কোন বিষয় হবে হয়তো। তারপরই তিনি বুঝতে পারেন, না তা নয়। এটা অনেক গভীর আনন্দের বিষয়। নীলা আর শোনে না। গ্লাস, জগ ও মোবাইলের টর্চ্চ নিয়ে বেডরুমে চলে যায়।
তাহেরা স্বামীকে বলেন, এ বাড়িতে কত ঈদ এসেছে, চলেও গেছে। কিন্তু আজকের ঈদটা রয়ে যাবে।

 

Header Ad

খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করলেন মাহফুজ-আসিফ-নাহিদ

ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে কুশল বিনিময় করেছেন উপদেষ্টা মাহফুজ আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে তাদের এ কুশল বিনিময় হয়।

সেনাকুঞ্জে খালেদা জিয়া পৌঁছালে উপস্থিত সবাই তাকে স্বাগত জানান। অনুষ্ঠানের এক পর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ক ও সরকারের উপদেষ্টা তার পাশে এসে দাঁড়ান এবং শারীরিক খোঁজখবর নেন। এ সময় খালেদা জিয়া তাদের অভিনন্দন জানান এবং দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন।

এ সময় এই ৩ উপদেষ্টা বিএনপি চেয়ারপারসনের কাছে দোয়া চান এবং সরকারের সংস্কার কাজে তার সর্বাত্মক সহযোগিতা চান।

এদিকে সেনাকুঞ্জে গেলে খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া এখানে এসেছেন। একযুগ তিনি আসার সুযোগ পাননি। আমরা গর্বিত এই সুযোগ দিতে পেরে। দীর্ঘদিনের অসুস্থতা সত্ত্বেও বিশেষ দিনে সবার সঙ্গে শরিক হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনার আশু রোগমুক্তি কামনা করছি।

Header Ad

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

ছবি: সংগৃহীত

আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ৯৯৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে। যা আজকেও ছিল এক লাখ ৩৭ হাজার ৪৪৯ টাকা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। শুক্রবার (২২ নভেম্বর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩৩ হাজার ৯৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১৪ হাজার ৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯৩ হাজার ৬৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৫৭৮ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৫৮৬ টাকায়।

এর আগে, সবশেষ গত ১৯ নভেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় টানা চার দফা কমার পর ভরিতে ২ হাজার ৯৪০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৭ হাজার ৪৪৯ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩১ হাজার ১৯৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১২ হাজার ৪৫৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯২ হাজার ২৮৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা কার্যকর হয়েছে গত ২০ নভেম্বর থেকে।

এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৫১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যেখানে ৩০ বার দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ২১ বার।

Header Ad

‘দেশের মানুষ এখনো কোনো রাজনৈতিক দলকেই বিশ্বাস করতে পারে না’

ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুন। কাজের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব তিনি। কথা বলেন নানা ইস্যু নিয়ে। সেই ধারাবাহিকতায় সরকার পতনের পর অন্তবর্তীকালীন সরকার গঠনেও বিভিন্ন সময় নিজের আকাঙ্ক্ষা, প্রত্যাশার কথা জানিয়েছেন। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যেও বিভিন্ন বার্তা দিয়েছেন। এবার এমনি একটি বার্তায় দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি জনগনের আস্থার বিষয়ে আক্ষেপ জানালেন এই নির্মাতা।

বুধবার (২০ নভেম্বর) আশফাক নিপুন তার ফেসবুকে দেওয়া এক পোস্টে লেখেন, জুলাই গণ-অভ্যুত্থানে সর্বস্তরের ছাত্র এবং সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছিল, বাসায় বসে বসে দোয়া করেছিল, যার যা সামর্থ্য দিয়ে সহায়তা করেছিল। কারণ, তারা দেখেছিল লড়াইটা আওয়ামী ফ্যাসিস্ট শাসক বনাম সাধারণ ছাত্র-জনতার। এটাও অস্বীকার করার কোনো উপায় নাই যে এই আন্দোলন বেগবান করতে বিরোধী সকল দলের কর্মীদের ভূমিকা অনস্বীকার্য। তাদের সংগ্রামও গত দেড় দশকের। কিন্তু এটা যদি শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর মধ্যকার লড়াই হতো তাহলে সাধারণ মানুষ এই লড়াই থেকে দূরে থাকত। সেই প্রমাণ বিগত ১৫ বছরে আছে।

‘দেশের মানুষ এখনো কোনো রাজনৈতিক দলকেই বিশ্বাস করতে পারে না’

কারণ হিসেবে তিনি বলেন, দেশের সাধারণ মানুষ এখনো দেশের কোনো রাজনৈতিক দলকেই পুরোপুরি বিশ্বাস করতে পারে না। এটাই বাস্তবতা। এই বাস্তবতা মেনে সকল রাজনৈতিক দলগুলোর উচিত কীভাবে সাধারণ জনগণের ভেতর নিজের দলের প্রতি আস্থা তৈরি করা যায় সেই বিষয়ে নিরলস কাজ করা। এই আস্থা ক্ষমতায় গিয়ে অর্জন করা সম্ভব না। কারণ, সাধারণ মানুষ আজীবন এস্টাবলিশমেন্টের বিপক্ষে। এই আস্থা অর্জন করতে হয় ক্ষমতা বলয়ের বাইরে থেকেই।

নিপুন আরও লিখেন, অরাজনৈতিক সরকার দিয়ে দীর্ঘদিন দেশ চালানো যেমন কাজের কথা না ঠিক তেমনি রাজনৈতিক সরকার হতে চাওয়া সকল রাজনৈতিক দলগুলোর বোঝা উচিত মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে সকল প্রকার পূর্বানুমান (যেমন- বর্ষাকালে আন্দোলন হয় না, নির্বাচনের আগেই কেবল জোরেশোরে আন্দোলন হয়, ঘোষণা দিয়ে বিরোধী সকল পক্ষ আন্দোলনে শামিল না হলে সফল হয় না) অগ্রাহ্য করেই। সেটা সম্ভব হয়েছে সাধারণ মানুষের ন্যায্যতার আকাঙ্ক্ষা থেকেই।

সবশেষ এই নির্মাতা লিখেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সাধারণ মানুষের এই আকাঙ্ক্ষার দুই পয়সার দাম দেন নাই। সাধারণ মানুষের এই আকাঙ্ক্ষা, ইচ্ছা আর দেশপ্রেমকে পুঁজি করে অরাজনৈতিক এবং রাজনৈতিক যারাই রাজনীতি রাজনীতি খেলতে চাইবে, তাদের দশাও কোন একসময় যেন পলাতক শেখ হাসিনার মতো না হয়, সেই বিষয় নিশ্চিত করতে হবে তাদেরকেই।

Header Ad

সর্বশেষ সংবাদ

খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করলেন মাহফুজ-আসিফ-নাহিদ
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
‘দেশের মানুষ এখনো কোনো রাজনৈতিক দলকেই বিশ্বাস করতে পারে না’
‘বৈষম্যবিরোধী আন্দোলনে সশস্ত্র বাহিনীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে’: প্রধান উপদেষ্টা
নওগাঁ শহরে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান শুরু
২০২৬ সালের মাঝামাঝিতে নির্বাচন হতে পারে: উপদেষ্টা সাখাওয়াত
সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার সঙ্গে খালেদা জিয়ার শুভেচ্ছা বিনিময়
বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ৫ জনকে রোবটিক হাত উপহার
সেনাকুঞ্জের পথে খালেদা জিয়া
সুযোগ পেলে শেখ হাসিনার পক্ষে মামলায় লড়ব: জেড আই খান পান্না
নির্বাচন কমিশন গঠন, সিইসি হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন
ডিএনএ টেস্টের ফলাফল: ভিনিসিয়ুসের পূর্বপুরুষ ছিলেন ক্যামেরুনের
জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান
বিএনপি ছেড়ে আওয়ামী লীগে আসা সেই শাহজাহান ওমর গ্রেপ্তার
মিরপুর ও মহাখালীতে অটোরিকশা চালকদের সেনাবাহিনীর ধাওয়া
‘শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী’, এমন কথা বলেননি ট্রাম্প
লেবাননে ৮ শতাধিক ইসরায়েলি সেনা নিহত
ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল ২৪ বাংলাদেশি কিশোর-কিশোরী
ঢাকার বিভিন্ন পয়েন্টে অবরোধ করে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ
গাজায় ইসরায়েলের হামলায় আরও ৮৮ ফিলিস্তিনি নিহত