শিগগির আসছে শাহনাজ মুন্নীর নতুন ধারাবাহিক
সাংবাদিক ও কথাসাহিত্যিক শাহনাজ মুন্নীর লেখা নতুন ধারাবাহিক ‘স্নানের শব্দ’ শিগগির ঢাকাপ্রকাশ-এ নিয়মিত প্রকাশিত হতে যাচ্ছে।
‘স্নানের শব্দ’ উপন্যাস একজন সফল কর্মজীবী নারীর জীবনকে উপজীব্য করে লেখা হয়েছে। কর্মক্ষেত্রের নানা উত্থান পতনের পাশাপাশি, তার ব্যক্তিগত জীবনের টানাপোড়েন, মনস্তাত্ত্বিক নানা দ্বন্দ্ব সংঘাত ঘিরে উপন্যাসের বিস্তার।
শাহনাজ মুন্নী প্রায় ত্রিশ বছর ধরে সাহিত্য চর্চার সঙ্গে যুক্ত। গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ ও শিশুসাহিত্যসহ সাহিত্যের সব মাধ্যমেই তার অবাধ বিচরণ।
এখন পর্যন্ত তার ২৮টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। পেশাগত জীবনে তিনি একজন সাংবাদিক। বর্তমানে নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন চ্যানেলে প্রধান বার্তা সম্পাদক পদে কর্মরত আছেন।
লেখকের প্রকাশিত কিছু উল্লেখযোগ্য বই হলো-রুদ্ধশ্বাস বৈঠকের পর ১৯৯০ (কবিতা, যৌথ) মঙ্গল সন্ধ্যা, ক্ষমঃগো শ্বেত দুগ্ধ, ১৯৯২ (কবিতা) মঙ্গল সন্ধ্যা, জ্বিনের কন্যা ১৯৯৭ (গল্প গ্রন্থ) মঙ্গল সন্ধ্যা, প্রেমের কবিতা ১৯৯৮ (কবিতা, যৌথ) অনন্যা এবং নারী জাগরণ ও নজরুল সাহিত্যে নারী ১৯৯৭ (গবেষণা) নজরুল ইন্সটিটিউট ।
এমএমএ/