মহাদেব সাহা
বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা
তোমার বাড়ি
এই বাড়িটি একলা বাড়ি কাঁপছে এখন চোখের জলে
ভালোবাসার এই বাড়িতে তুমিও নেই, তারাও নেই!
এই বাড়িটি সন্ধ্যা-সকাল তাকিয়ে আছে নগ্ন দুচোখ
একলা বাড়ি ধূসর বাড়ি তোমার স্মৃতি জড়িয়ে বুকে
অনাগত ভবিষ্যতের দিকেই কেবল তাকিয়ে থাকে,
কেউ জানে না এই বাড়িটি ঘুমায় কখন, কখন জাগে
স্তব্ধ লেকের কান্নাভেজা এই বাড়িটি রক্তমাখা!
এই বাড়িতে সময় এসে হঠাৎ কেমন থমকে আছে
এই বাড়িটি বাংলাদেশের প্রাণের ভিতর মর্মরিত,
এই বাড়িতে শহীদমিনার, এই বাড়িতে ফেব্রুয়ারি
এই বাড়িটি স্বাধীনতা, এই বাড়িটি বাংলাদেশ
এই বাড়িটি ধলেশ্বরী, এই বাড়িটি পদ্মাতীর
এই বাড়িটি শেখ মুজিবের, এই বাড়িটি বাঙালীর!
বিশ্বজোড়া তোমার নাম
বাংলাদেশে জন্ম তোমার, বাংলাদেশ তোমার ঘর
বাংলা তোমার তুমি বাংলার, তুমি বাংলার মুজিবর;
তোমার মতো আর কে আছে দেশের আপন প্রাণ
বাঙালির তুমি হৃদয়ে হৃদয়ে শেখ মুজিবুর রহমান,
বিশ্বজোড়া তোমার নাম, তোমার কীর্তি বিশ্বময়
তোমার নামে পদ্মা মেঘনা যমুনা সতত গাইছে জয়;
দেশের মাটিতে মিশে আছো তুমি, দেশের মাটিতে
হৃদয় পাতা
তোমার কীর্তি তোমার নাম কোটি কোটি হৃদয়ে গাঁথা,
সারাবিশ্ব একনামে চেনে তুমিই বাংলার মুজিবর
তুমি বন্ধু, তুমিই পিতা, তুমি বিশ্বে চির–অমর।
বাঙালির পিতার নাম শেখ মুজিবর
বাংলাদেশের একটি গ্রামের নাম টুঙ্গিপাড়া
একটি নদীর নাম মধুমতি,
একটি ফুলের নাম শেখ মুজিব;
এই মুজিব আমার স্বাধীনতা
মুজিব আমার বাংলাদেশ,
মুজিব আমার লাল গোলাপ;
মুজিব আমার ভালোবাসা
মুজিব আমার প্রথম প্রেম,
মুজিব আমার বাংলা বই;
মুজিব আমার সোনার বাংলা
মুজিব আমার গীতবিতান,
মুজিব আমার ৭ই মার্চ;
বাঙালি আমার নাম
আমি লিখি বাংলা অক্ষর,
বাঙালির পিতার নাম শেখ মুজিবর।