সোমবার, ৩ মার্চ ২০২৫ | ১৭ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

মুক্তিযোদ্ধা মতিন মিয়া রিপোর্টিং

বাকসিঁড়ি গ্রামের সবচেয়ে ব্যস্ততম জায়গা, শাহিন মিয়ার চা'য়ের দোকানে বসে আছে বেশ কিছু মুরুব্বি। আর দশটা চা'য়ের দোকানের মতো এখানেও চলছে যুদ্ধ নিয়ে তুমুল আলোচনা।

ধোঁয়া ওঠা চা'য়ে চুমুক দিতে দিতে রেডিওতে শোনা খবর নিয়ে দুঃচিন্তা করাটা তাদের নিত্যদিনের কাজ।
তবে আজকের খবরটা শুনে থমথমে পরিবেশের সৃষ্টি হয়েছে দোকানে, হঠাৎ করেই চা যেন পানসে হয়ে গেছে।
যে যার যার মতো কাপ রেখে, চিন্তিত মুখে বাড়ির উদ্দ্যেশ্যে রওনা দিয়েছে।

বাসায় পৌঁছে আবুল মিয়া হাঁক ছাড়লেন, 'মতিনের মা, এই মতিনের মা, কই গেলা? দ্যাশটা রাখ হইয়া যাইতাছে আর হেই বেডির পাত্তা নাই, মরলা নাহি মিলিটারী আওনের আগেই।'

'আইতাছি তো, আওনের সময়ই দিবেন না? আপনে তো চান যে আমি মইরা যাই, আমি মরলেই তো আপনে খুশি হইবেন। ঘরে নতুন বউ তুলবেন, আমি কি বুঝি না ভাবছেন, জ্যাতা অবস্থায় মাইরা ফালাইতেছেন আমারে।' বলতে বলতে কাখে পানি ভর্তি কলসি নিয়ে আঙ্গিনায় প্রবেশ করলেন মতিনের মা।

ঘটনা জানোনি? মিলিটারীরা আমাগো তিন গেরাম পরে আইসা ঘাটি বাঁনছে শুনলাম। কবে যে আমাগো গেরামে আইসা পরে, রাইত বিরাইতে বাইর হওয়া যাইবো না, মতিনরে কইয়া দিও।

' কী কইবো আমারে, আব্বা? তুমিই কইয়া দাও, কি এমন কতা' বলতে বলতে মতিন বাড়িতে ঢুকলো।

'গেরামে মিলিটারি আইতাছে বাজান, তুই বাইর হইস না, জোয়ান পোলাগো নাকি ধইরা বাইন্ধা নিয়া যাইতাছে।' কান্নার স্বরে বলল মতিনের মা।

'ধ্যাত্তেরি, কতায় কতায় কান্দো ক্যা? মিলিটারী আইছে, ওগো দেখায়া দিমু আমরা কি জিনিস, সালারা কি পাইছে? আমগো কি মানুষ মনে হয় না? রেডিওতে তো শুনতেছি আমাগো মানুষ পিছায়া নাই, ঢাকায় নাকি যুদ্ধ লাইগা গেছে, বড় বড় শহরেও মিলিটারীগোরে শিক্ষা দিতাছে। আসুক এই গেরামে, তহন বুঝামু বাঙালী কি জিনিস।"

মতিনের কথায় নাখোশ আবুল মিয়া, রাগান্বিত দৃষ্টিতে তাকালেন এবং চেঁচিয়ে বললেন, মাতব্বরি করার দরকার নাই, বাঁইচা থাকা লাগবো। জীবন না থাকলে দ্যাশ দিয়া কি করবি হারামজাদা? যাগোর, বাঁচার শখ নাই, ওরা যাইয়া মরুক, তুই এক পা বাইরে ফালাবি না, আমার হাতে খুন হবি।

বাবার কথায় মতিন জবাব না দিয়ে ঘরে চলে গেলো, কারণ সে জানে এখন জবাব দিলে বিপরীত কিছু হবে। তাকে আগামী দু'দিন সাবধানে থাকতে হবে।

এতোক্ষণ মতিন ও গ্রামের কয়েকজন ছেলে শাহিন মিয়ার বন্ধ চা'য়ের দোকানে ছিলো, বাইরে থেকে বন্ধ দেখা গেলেও ভিতরে তাদের যুদ্ধ পরিকল্পনা চলছিলো।
এই গ্রামের দু'জন ছেলে শাকিল ও রঞ্জু লেখাপড়ার সুবাদে ঢাকায় থাকতো যারা মিলিটারীর কথা শুনে চুপিচুপি গ্রামে এসেছে এবং গ্রামের অন্য যুবকদের নিয়ে পরিকল্পনা করছে মিলিটারীদের থামানোর।

টানা দু'দিন পরিকল্পনার পর শাকিল আর রঞ্জু দু'টি ছোট দল করে রাতের আঁধারে বেড়িয়ে পরে পরশপুর গ্রামের উদ্দেশ্যে।
আসার আগে মতিন তার বাবার বালিশের পাশে একটা চিরকুট রেখে আসে, তার বাড়ি ছাড়ার কথা জানিয়ে।

কয়েক মাস পরে রেডিওতে বিজয়ের উল্লাস শোনা যায়, সব জায়গায় দেখা যায় লাল সবুজের পতাকা।

বাকসিঁড়ি গ্রামের দুয়েকজন ফিরে এসেছে, রঞ্জুর লাশটা তারা অচেনা কোনো গ্রামেই দাফন করে দিয়েছে।
শাহিন মিয়াকে মিলিটারীরা ধরে নিয়ে গিয়েছিলো, হয়তো তার লাশটা কোনো বধ্যভূমিতে শায়িত আছে। শাকিলের লাশ নদীতে ভেসে গেছে তাদের চোখের সামনে, তারা কিছুই করতে পারেনি।
মতিন মিয়ার কোনো খবর পাওয়া যায়নি, একটা সময় সে দল থেকে বিচ্যুত হয়ে গিয়েছিলো। তবে তার মৃত্যুর খবর পাওয়া যায়নি।

তবে একজন উন্মাদকে দেখা যায় বিভিন্ন বধ্যভূমিতে পরে থাকতে, সেখানে শায়িত মানুষগুলোকে বিজয়ের জানান দিতে। তাদের রক্ত যে বিফলে যায়নি সে সংবাদ দিতে এই উন্মাদ পৌঁছে যায় বিভিন্ন শহরের বধ্যভূমিতে।
তার মুখে একটাই কথা শোনা যায়, " মুক্তিযোদ্ধা মতিন মিয়া রিপোর্টিং, দ্যাশ স্বাধীন হইছে, আর ভয় নাই আমাগো।"

 

 কালীবাড়ি, ঠাকুরগাঁও।

 

ডিএসএস/ 

Header Ad
Header Ad

ব্ল্যাক ক্যাপসদের হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ভারত, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল নিশ্চিত ছিল আগেই, তবে গ্রুপ-চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে বিজয়ী হয়েছে ভারত। নিউজিল্যান্ডকে ৪৪ রানে হারিয়ে এ-গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে রোহিত শর্মার দল।

রোববার দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে ভারত। তবে শুরুটা ভালো হয়নি। ৩০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দলটি। এরপর শ্রেয়াস আইয়ারের ৯৮ বলে ৭৯ রান দলকে বিপদ থেকে টেনে তোলে। হার্দিক পান্ডিয়া (৪৫), অক্ষর প্যাটেল (৪২), লোকেশ রাহুল (২৩) এবং রবীন্দ্র জাদেজার (১৬) ছোট ছোট ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৯ রান সংগ্রহ করে ভারত।

নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হেনরি ৫ উইকেট নেন (৪২ রানে), যা তার ক্যারিয়ারের অন্যতম সেরা বোলিং পারফরম্যান্স।

২৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৪৫.৩ ওভারে ২০৫ রানে অলআউট হয়ে যায়। অধিনায়ক কেন উইলিয়ামসন ৮১ রান (১২০ বল) করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে দলের অন্য ব্যাটাররা ব্যর্থ হন। ওপেনার উইল ইয়াং ২২, মিচেল স্যান্টনার ২৮ রান করলেও কেউ ৩০ রানের গণ্ডি পেরোতে পারেননি।

ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী ৪২ রানে ৫ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন। এছাড়া কুলদীপ যাদব ২টি এবং হার্দিক, অক্ষর ও জাদেজা ১টি করে উইকেট শিকার করেন।

এই জয়ের ফলে গ্রুপ চ্যাম্পিয়ন ভারত সেমিফাইনালে মুখোমুখি হবে বি-গ্রুপের রানার্সআপ অস্ট্রেলিয়ার বিপক্ষে। অন্যদিকে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, যারা বি-গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে।

Header Ad
Header Ad

চুয়াডাঙ্গায় জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা আলোচনা সভা 

ছবি : ঢাকাপ্রকাশ

তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গায় ৭ম বারের মতো জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষ্যে রবিবার (২ মার্চ) সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের কোর্ট মোড় ঘুরে একইস্থানে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা আহমেদ আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, চুয়াডাঙ্গা সরকারী কলেজের সহযোগী অধ্যাপক ড.মুন্সী আবু সাইফ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, জেলা প্রেসক্লাবের সভাপতি মানিক আকবর। আরো উপস্থিত ছিলেন গণমাধ্যম কর্মী,সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষর্থীরা। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা রাহুল রায়। স্বাগত বক্তব্যে জেলা নির্বাচন কর্মকর্তা আহমেদ আলী বলেন, জেলায় দুটি সংসদীয় আসন রয়েছে। এখানে মোট ভোটার রয়েছে ৯ লাখ ৭৪ হাজার ৫৭২ জন। এবার নতুন ভোটার তালিকায় জেলার ৪ উপজেলায় ৪৮ হাজার নতুন ভোটার অন্তর্ভুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ভোটার হচ্ছে তার সাংবিধানিক অধিকার। 

জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন,জাতীয় পরিচয় পত্র খুবই গুরুত্বপূর্ণ। এই কারনে আপনার সন্তান ও আত্মীয় স্বজনদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করে নেওয়ার প্রয়োজন।

Header Ad
Header Ad

মানুষকে জিম্মি করে অতিরিক্ত মুনাফা করা পাপ: ধর্ম উপদেষ্টা

ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি: সংগৃহীত

মানুষকে জিম্মি করে অতিরিক্ত মুনাফা করা পাপ বলে মন্তব্য করেছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন এ ধরনের অনৈতিক প্রবণতা থেকে বিরত থাকেন।

রোববার (২ মার্চ) বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় মসজিদে ‘রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, “দেশের ধনীরা নিয়মিত জাকাত দিলে বছরে প্রায় এক লাখ কোটি টাকার তহবিল গঠিত হতে পারে। এই অর্থ সঠিকভাবে বণ্টন করা হলে আগামী ১০ বছরে দেশে কোনো ভিক্ষুক খুঁজে পাওয়া যাবে না।”

দেশের সম্পদ লুটপাটকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে তিনি বলেন, “যারা দেশের সম্পদ লুট করে বিক্রি করে দেয়, তারা দেশদ্রোহী। তারা দেশপ্রেমিক হতে পারে না। এদের বিচার হওয়া উচিত।”

তিনি আরও বলেন, “ঘুষের লোভে ফাইল আটকিয়ে রাখার মানসিকতা পরিহার করতে হবে। এ ধরনের মানসিকতা পরিবর্তন না হলে দেশ কখনো নিজের পায়ে দাঁড়াতে পারবে না।”

ধর্ম উপদেষ্টার এই বক্তব্য রমজান মাসে নৈতিকতা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার গুরুত্বকে সামনে এনেছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ব্ল্যাক ক্যাপসদের হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ভারত, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া
চুয়াডাঙ্গায় জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা আলোচনা সভা 
মানুষকে জিম্মি করে অতিরিক্ত মুনাফা করা পাপ: ধর্ম উপদেষ্টা
বিশ্বের সাথে একই দিনে রোজা-ঈদ পালনের পথ খোঁজার অনুরোধ তারেক রহমানের
ঢাকায় ছিনতাইবাজদের খপ্পরে জনপ্রিয় অভিনেতা, চিনতে পেরে বলল ‘মোবাইল নেওয়ার দরকার নাই’
প্রকাশ্যে ধূমপান অপরাধ, মনে করিয়ে দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
বিদ্যুতের চাহিদা মেটাতে রমজানেই আসছে ৪ কার্গো এলএনজি: বিদ্যুৎ উপদেষ্টা
১৫ বছর পর শোলাকিয়া ঈদগাহ মাঠের ইমামতি ফেরত পেলেন মুফতি ছাইফুল্লাহ
নির্বাচন দেরিতে হলে ষড়যন্ত্র বাড়বে: সালাহ উদ্দিন আহমেদ
গাজায় সব ধরনের মানবিক সহায়তা প্রবেশ বন্ধের ঘোষণা ইসরায়েলের
যুক্তরাষ্ট্রের দাপ্তরিক ভাষা হিসেবে ইংরেজিকে মনোনীত করে ট্রাম্পের নির্বাহী আদেশ
সাবেক মন্ত্রী আমীর হোসেন আমুর ৪৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে চার রিভিউয়ের শুনানি ৮ মে
লেবুর ডাবল সেঞ্চুরী
দেশের আইনশৃঙ্খলা উন্নয়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একগুচ্ছ পদক্ষেপ
বিরামপুরে ৭ম জাতীয় ভোটার দিবস পালিত
দর্শনায় ভোক্তা অধিকারের বাজার মনিটরিং অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা
ডিজিএফআইয়ের সাবেক প্রধানের বাসায় মিললো বান্ডিল বান্ডিল টাকা
কর্মবিরতিতে ২৫ ক্যাডারের কর্মকর্তারা  
আজ থেকে ৪০ দিনের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান