মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫ | ১৪ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

মুক্তিযোদ্ধা মতিন মিয়া রিপোর্টিং

বাকসিঁড়ি গ্রামের সবচেয়ে ব্যস্ততম জায়গা, শাহিন মিয়ার চা'য়ের দোকানে বসে আছে বেশ কিছু মুরুব্বি। আর দশটা চা'য়ের দোকানের মতো এখানেও চলছে যুদ্ধ নিয়ে তুমুল আলোচনা।

ধোঁয়া ওঠা চা'য়ে চুমুক দিতে দিতে রেডিওতে শোনা খবর নিয়ে দুঃচিন্তা করাটা তাদের নিত্যদিনের কাজ।
তবে আজকের খবরটা শুনে থমথমে পরিবেশের সৃষ্টি হয়েছে দোকানে, হঠাৎ করেই চা যেন পানসে হয়ে গেছে।
যে যার যার মতো কাপ রেখে, চিন্তিত মুখে বাড়ির উদ্দ্যেশ্যে রওনা দিয়েছে।

বাসায় পৌঁছে আবুল মিয়া হাঁক ছাড়লেন, 'মতিনের মা, এই মতিনের মা, কই গেলা? দ্যাশটা রাখ হইয়া যাইতাছে আর হেই বেডির পাত্তা নাই, মরলা নাহি মিলিটারী আওনের আগেই।'

'আইতাছি তো, আওনের সময়ই দিবেন না? আপনে তো চান যে আমি মইরা যাই, আমি মরলেই তো আপনে খুশি হইবেন। ঘরে নতুন বউ তুলবেন, আমি কি বুঝি না ভাবছেন, জ্যাতা অবস্থায় মাইরা ফালাইতেছেন আমারে।' বলতে বলতে কাখে পানি ভর্তি কলসি নিয়ে আঙ্গিনায় প্রবেশ করলেন মতিনের মা।

ঘটনা জানোনি? মিলিটারীরা আমাগো তিন গেরাম পরে আইসা ঘাটি বাঁনছে শুনলাম। কবে যে আমাগো গেরামে আইসা পরে, রাইত বিরাইতে বাইর হওয়া যাইবো না, মতিনরে কইয়া দিও।

' কী কইবো আমারে, আব্বা? তুমিই কইয়া দাও, কি এমন কতা' বলতে বলতে মতিন বাড়িতে ঢুকলো।

'গেরামে মিলিটারি আইতাছে বাজান, তুই বাইর হইস না, জোয়ান পোলাগো নাকি ধইরা বাইন্ধা নিয়া যাইতাছে।' কান্নার স্বরে বলল মতিনের মা।

'ধ্যাত্তেরি, কতায় কতায় কান্দো ক্যা? মিলিটারী আইছে, ওগো দেখায়া দিমু আমরা কি জিনিস, সালারা কি পাইছে? আমগো কি মানুষ মনে হয় না? রেডিওতে তো শুনতেছি আমাগো মানুষ পিছায়া নাই, ঢাকায় নাকি যুদ্ধ লাইগা গেছে, বড় বড় শহরেও মিলিটারীগোরে শিক্ষা দিতাছে। আসুক এই গেরামে, তহন বুঝামু বাঙালী কি জিনিস।"

মতিনের কথায় নাখোশ আবুল মিয়া, রাগান্বিত দৃষ্টিতে তাকালেন এবং চেঁচিয়ে বললেন, মাতব্বরি করার দরকার নাই, বাঁইচা থাকা লাগবো। জীবন না থাকলে দ্যাশ দিয়া কি করবি হারামজাদা? যাগোর, বাঁচার শখ নাই, ওরা যাইয়া মরুক, তুই এক পা বাইরে ফালাবি না, আমার হাতে খুন হবি।

বাবার কথায় মতিন জবাব না দিয়ে ঘরে চলে গেলো, কারণ সে জানে এখন জবাব দিলে বিপরীত কিছু হবে। তাকে আগামী দু'দিন সাবধানে থাকতে হবে।

এতোক্ষণ মতিন ও গ্রামের কয়েকজন ছেলে শাহিন মিয়ার বন্ধ চা'য়ের দোকানে ছিলো, বাইরে থেকে বন্ধ দেখা গেলেও ভিতরে তাদের যুদ্ধ পরিকল্পনা চলছিলো।
এই গ্রামের দু'জন ছেলে শাকিল ও রঞ্জু লেখাপড়ার সুবাদে ঢাকায় থাকতো যারা মিলিটারীর কথা শুনে চুপিচুপি গ্রামে এসেছে এবং গ্রামের অন্য যুবকদের নিয়ে পরিকল্পনা করছে মিলিটারীদের থামানোর।

টানা দু'দিন পরিকল্পনার পর শাকিল আর রঞ্জু দু'টি ছোট দল করে রাতের আঁধারে বেড়িয়ে পরে পরশপুর গ্রামের উদ্দেশ্যে।
আসার আগে মতিন তার বাবার বালিশের পাশে একটা চিরকুট রেখে আসে, তার বাড়ি ছাড়ার কথা জানিয়ে।

কয়েক মাস পরে রেডিওতে বিজয়ের উল্লাস শোনা যায়, সব জায়গায় দেখা যায় লাল সবুজের পতাকা।

বাকসিঁড়ি গ্রামের দুয়েকজন ফিরে এসেছে, রঞ্জুর লাশটা তারা অচেনা কোনো গ্রামেই দাফন করে দিয়েছে।
শাহিন মিয়াকে মিলিটারীরা ধরে নিয়ে গিয়েছিলো, হয়তো তার লাশটা কোনো বধ্যভূমিতে শায়িত আছে। শাকিলের লাশ নদীতে ভেসে গেছে তাদের চোখের সামনে, তারা কিছুই করতে পারেনি।
মতিন মিয়ার কোনো খবর পাওয়া যায়নি, একটা সময় সে দল থেকে বিচ্যুত হয়ে গিয়েছিলো। তবে তার মৃত্যুর খবর পাওয়া যায়নি।

তবে একজন উন্মাদকে দেখা যায় বিভিন্ন বধ্যভূমিতে পরে থাকতে, সেখানে শায়িত মানুষগুলোকে বিজয়ের জানান দিতে। তাদের রক্ত যে বিফলে যায়নি সে সংবাদ দিতে এই উন্মাদ পৌঁছে যায় বিভিন্ন শহরের বধ্যভূমিতে।
তার মুখে একটাই কথা শোনা যায়, " মুক্তিযোদ্ধা মতিন মিয়া রিপোর্টিং, দ্যাশ স্বাধীন হইছে, আর ভয় নাই আমাগো।"

 

 কালীবাড়ি, ঠাকুরগাঁও।

 

ডিএসএস/ 

Header Ad
Header Ad

ত্রয়োদশ সংসদ নির্বাচন প্রস্তুতি: ইসি সঙ্গে ইইউ আজ  

ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও সহায়তার বিষয়ে জানতে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের দু’জন গণতন্ত্র বিশেষজ্ঞ- মেট বেকেন এবং মাইকেল লিডর এতে অংশ নেবেন।

ইসির উপ-সচিব মো. মিজানুর রহমানের জারি করা এ সংক্রান্ত অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।

বৈঠকে তারা ইসির সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ, গুরুত্বপূর্ণ নির্বাচনী সংস্কার ও অগ্রাধিকার, নির্বাচনী সংস্কারে নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার নিবন্ধন, রাজনৈতিক দল নিবন্ধন এবং আন্তর্জাতিক সহায়তা নিয়ে আলোচনা করবেন।

নির্বাচন কমিশন আগামী এক থেকে দেড় বছরের মধ্যে নির্বাচনের সময় ধরে প্রস্তুতি এগিয়ে নিচ্ছে। ইতোমধ্যে ভোটার নিবন্ধনের কাজ শুরু করেছে। সীমানা পুনর্নির্ধারণ ও দল নিবন্ধনের কাজ সংস্কার প্রস্তাব চূড়ান্ত করবে।

নির্বাচনের সহায়তা দেওয়ার জন্য ইতোমধ্যে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপি এগিয়ে এসেছে। সংস্থাটি ভোটার নিবন্ধনে ইতোমধ্যে কম্পিউটারসহ বিভিন্ন উপকরণ দিয়ে সহায়তা করেছে। সামনে নির্বাচনী প্রযুক্তিগত সহায়তাও অব্যাহত রাখার কথা জানিয়েছে।

Header Ad
Header Ad

মালয়েশিয়া নির্মাণাধীন ভবন থেকে পড়ে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ছবিঃ সংগৃহীত

মালয়েশিয়ার পেরাকের বান্দার মেরু রায়া এলাকার একটি নির্মাণস্থলে আট মিটার উচ্চতার লোহার কাঠামো থেকে পড়ে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।

সোমবার (২৭ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

পেরাক ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের (জেবিপিএম) অপারেশন শাখার সহকারী পরিচালক সাবারোজি নোর আহমদ জানান, ঘটনার খবর পাওয়ার পর মেরু রায়া ফায়ার স্টেশনের সাত সদস্যের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। নিহত ব্যক্তি ৪৩ বছর বয়সী এবং ঘটনার সময় তিনি নির্মাণস্থলে কাজ করছিলেন।

তিনি বলেন, প্রাপ্ত তথ্য অনুযায়ী দুর্ঘটনার পর আহত ব্যক্তি সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন। অন্য শ্রমিকরা তাকে একটি ফাঁকা জায়গায় নিয়ে আসে এবং সাহায্যের চেষ্টা করে। অপারেশন দলের প্রধান আহত ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষা করেন এবং সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) প্রদান করেন। পরে চিকিৎসকরা আহত ব্যক্তিকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করেন। পরবর্তী পদক্ষেপের জন্য মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত ব্যক্তির জাতীয়তা বাংলাদেশি ও বয়স ৪৩ বছর বলা হলেও বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

Header Ad
Header Ad

ঢাবি-সাত কলেজ সংঘর্ষ নিয়ে আজহারীর প্রতিক্রিয়া    

ড. মিজানুর রহমান আজহারী। ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা নিয়ে আলোচনা চলছে। এ বিষয়ে নিজের মতামত জানিয়েছেন আলোচিত ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী।

সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, শকুনদের টার্গেট শিক্ষার্থীদের ঐক্য নষ্ট করা। ঐক্য নষ্ট করার মতো নির্বুদ্ধিতাপূর্ণ কোনো কাজ আর হতে পারে না। ঐক্যবদ্ধ থাকলে, দেশীয় বা আন্তর্জাতিক যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব ইনশাআল্লাহ।

এর আগে রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় পাঁচ দফা দাবি নিয়ে সাত কলেজের শিক্ষার্থীরা প্রো-ভিসির সঙ্গে আলোচনা করতে গেলে তিনি ‘দুর্ব্যবহার’করেছেন বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। এমন অভিযোগে সন্ধ্যা ৬টার দিকে সায়েন্স ল্যাবরটরি মোড় অবরোধ করেন তারা। এ সময় প্রো-ভিসি ড. মামুন আহমেদকে ক্ষমা চাওয়ার জন্য সময় বেঁধে দেন সাত কলেজের শিক্ষার্থীরা।

তাতে সাড়া না পেয়ে রাত ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রো-ভিসির বাসভবন ঘেরাও করার ঘোষণা দিয়ে মিছিল নিয়ে অগ্রসর হন সাত কলেজের শিক্ষার্থীরা। খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগে থেকে নীলক্ষেত সংলগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের প্রবেশমুখে অবস্থান নেন।

রাত ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকা কলেজের সামনে থেকে মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে পৌঁছান সাত কলেজের শিক্ষার্থীরা। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে স্যার এ এফ রহমান হলের সামনে ঢাবি শিক্ষার্থীরা লাঠি নিয়ে অবস্থান নেন। এ সময় দুপক্ষ ঢিল মারতে থাকেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।

দুপক্ষের উত্তেজনাময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কয়েক রাউন্ড টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরে পুলিশের সহায়তায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ত্রয়োদশ সংসদ নির্বাচন প্রস্তুতি: ইসি সঙ্গে ইইউ আজ  
মালয়েশিয়া নির্মাণাধীন ভবন থেকে পড়ে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু
ঢাবি-সাত কলেজ সংঘর্ষ নিয়ে আজহারীর প্রতিক্রিয়া    
দুই ঘণ্টায় স্বদেশে ফিরলেন ২ লাখ ফিলিস্তিনি
ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে অতিথিদের তালিকায় ১১ জনই আ:লীগ নেতা  
বিশ্ব ইজতেমায় মুসল্লিদের যাতায়াতে ডিএমপির ১৩ নির্দেশনা  
ঢাবি ও সাত কলেজের সংঘর্ষ অনাকাঙ্ক্ষিত: আইন উপদেষ্টা
এবার ২৪ ঘণ্টার আলটিমেটাম সাত কলেজ শিক্ষার্থীদের
প্লে অফে এক পা রাজশাহীর  
সীমান্তের ওপারে মাদকের বাঙ্কার: বাংলাদেশে পাচারের আগেই ধরা পড়লো বিশাল চালান
ড. ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছে নরেন্দ্র মোদি  
সাত কলেজের সামনে দিয়ে ঢাবির বাস চলতে না দেয়ার হুঁশিয়ারি
টাঙ্গাইলে গুড়িয়ে দেওয়া হলো সীসা তৈরি কারখানা
কেউ কেউ আওয়ামী লীগের ভাষায় কথা বলছে: জামায়াত সেক্রেটারি
নিউমার্কেট থানা ঘেরাওয়ের ঘোষণা ৭ কলেজ শিক্ষার্থীদের  
ইবতেদায়ি শিক্ষকদের জাতীয়করণ করে ক্লাসে ফিরিয়ে দিন : চরমোনাই পীর  
‘‘বেতনে না পোষালে অন্য পেশায় চলে যান’’ সংবাদের বিষয়ে যে ব্যাখ্যা দিলেন গণশিক্ষা উপদেষ্টা
ক্ষমতার লোভে তরুণ প্রজন্মকে কেনা সম্ভব নয়: হাসনাত আব্দুল্লাহ
বিচারপতি মানিকের মৃত্যু! যা জানা গেলো
মধ্যরাত থেকে সারাদেশে বন্ধ হতে পারে ট্রেন চলাচল