রবিবার, ৫ জানুয়ারি ২০২৫ | ২১ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

চীনে ছড়িয়ে পড়েছে নতুন প্রাণঘাতী ভাইরাস, নেই কোনো টিকা

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের পর এবার চীনে হিউম্যান মেটাপনিমোভাইরাস (এইচএমপিভি) নামে একটি ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে। স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে বলা হচ্ছে, হাসপাতাল এবং শ্মশানগুলোতে চাপ বাড়ছে।

চীনের জাতীয় রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কর্তৃপক্ষ জানিয়েছে, ল্যাব এবং রোগনিয়ন্ত্রণ সংস্থাগুলোর জন্য বিশেষ রিপোর্টিং এবং যাচাইয়ের প্রক্রিয়া চালু করা হবে।

জানা যাচ্ছে, ডিসেম্বর ১৬ থেকে ২২ তারিখের মধ্যে তীব্র শ্বাসযন্ত্রের রোগের সংখ্যা বাড়ার তথ্যও পাওয়া গেছে। বিশেষত ১৪ বছরের কম বয়সি শিশুদের মধ্যে HMPV সংক্রমণ বাড়ছে। চিনের উত্তরাঞ্চলে এই প্রবণতা বেশি লক্ষ্য করা যাচ্ছে। সেখানকার স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, HMPV মোকাবিলায় অ্যান্টিভাইরাল ওষুধ ব্যবহারে সাবধান থাকতে হবে, কারণ এই ভাইরাসের এখনও কোনও ভ্যাকসিন নেই।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, এইচএমপিভি ভাইরাসের লক্ষণগুলো করোনার মতো হতে পারে। তারা এ পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

সার্স-কোভ-২ (কোভিড-১৯) নামের একটি এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্টে লেখা হয়,ইনফ্লুয়েঞ্জা এ, এইচএমপিভি, মাইকোপ্লাজমা নিউমোনিয়া এবং কোভিড-১৯সহ একাধিক ভাইরাসের উত্থানের মুখোমুখি হচ্ছে চীন। হাসপাতালগুলোতে নিউমোনিয়া এবং হোয়াইট লাংয়ে আক্রান্ত শিশুদের চাপ বাড়ছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, চীনের রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নিউমোনিয়া আক্রান্ত রোগী বাড়ায় ছোট আকারে একটি পর্যবেক্ষণ ব্যবস্থা পরিচালনা করছে।

এ প্রসঙ্গে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে চীনের জাতীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ প্রশাসনের কর্মকর্তা ক্যান বিয়াও জানান, শীত ও বসন্তে চীনে মানুষজনকে নানা ধরনের শ্বাসকষ্টজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হতে দেখা যায়। তবে তিনি জানান, এ সংখ্যা গত বারের চেয়ে কম হবে। কিন্তু গত ১৬ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত চীনের সরকারি তথ্য অনুযায়ী, দেশটিতে তীব্র শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা ঊর্ধ্বমুখী দেখা গেছে।

Header Ad
Header Ad

প্রতিষ্ঠবার্ষিকীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, টাঙ্গাইলে গ্রেফতার ২

ছবিঃ সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে মিছিল করায় ২ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৪ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- টাঙ্গাইল সদর পৌরসভার ৯ নং ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি আশিক হাসান মুন্না ও যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত।

জানা গেছে, গত শনিবার ভোরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল শহর ছাত্রলীগের সভাপতি মীর ওয়াছেদুল হক ওরফে তানজিলের নেতৃত্বে ১৫-২০ নেতাকর্মী ঝটিকা মিছিল করেন।

পরে টাঙ্গাইল পৌর শহরের মেইন রোডে অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ের সামনে শেখ মুজিবুর রহমানে ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করে তারা পালিয়ে যান। পরে রাতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে পুলিশ।

স্থানীয়রা জানান, শনিবার সকাল ৭ টার দিকে নিরালা মোড় এলাকা থেকে ঝটিকা মিছিলটি বের করা হয়। পরে তারা মিছিল নিয়ে আওয়ামী লীগের অফিসের দিকে যায়। পরে সেখানে শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে চলে যায়। মীর ওয়াছেদুল হকসহ মিছিলে অংশ নেওয়া অনেকে নিষিদ্ধ ছাত্রলীগের টাঙ্গাইল শহর শাখার নেতাকর্মী। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে। ৫ আগস্ট সরকার পতনের পর তারা আত্মগোপনে আছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইলের সমন্বয়ক আল আমিন বলেন, ছাত্রলীগ সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত। সেই দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সন্ত্রাসী ছাত্রলীগ কখনও কোনো কর্মকাণ্ড করতে পারবে না। এ বিষয় সরকারের কঠোর নজরদারি রাখা উচিত। সরকারের উচিত এ নিষিদ্ধ দলের সন্ত্রাসীরা যে যেখানেই লুকিয়ে থাকুক তাদের প্রত্যেককে দ্রুত গ্রেপ্তার করা উচিত। তা না হলে এর দায়ভার সরকারকে নিতে হবে।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহমেদ বলেন, পুলিশের বিশেষ অভিযানে গভীর রাতে পৌর এলাকা থেকে ছাত্রলীগের ২ জনকে গ্রেফতার করা হয় এবং দুজনের নামে মামলা রয়েছে। রবিবার তাদের আদালতে প্রেরণ করা হয়।

Header Ad
Header Ad

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে একসঙ্গে অভিষেক-ঐশ্বরিয়া  

ছবিঃ সংগৃহীত

 

ঐশ্বরিয়া ও অভিষেকের ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই নানা চর্চা চলে। এমনকি আলোচনা বিচ্ছেদ পর্যন্তও গড়ায়। বিচ্ছেদের সব গুঞ্জন উড়িয়ে একসঙ্গে দেখা গেল এবার বলিউডের জনপ্রিয় দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনকে। তাদের সঙ্গেই ছিলেন মেয়ে আরাধ্যা। এমন পরিস্থিতিতে বিচ্ছেদের জল্পনায় পানি ঢেলে দিলেন জুনিয়র বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাতে মুম্বাইয়ের সান-অ্যান্ড-স্যান্ড হোটেলে একটি বিয়ের রিসেপশনে একসঙ্গে ধরা দিলেন দুজনে। এবার সেই গুঞ্জনে ইতি টানলেন এ দম্পতি।

কলকাতা২৪/৭ সূত্রে জানা গেছে, অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের বিচ্ছেদের খবর এখন টক অব দ্য টাউন৷ দীর্ঘদিন ধরেই তাদের বিচ্ছেদ নিয়ে গুঞ্জন চলছে৷ সেই গুঞ্জনে এবার ইতি টানলেন বলিউডের এই পাওয়ার কাপল৷ বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ের সান-অ্যান্ড-স্যান্ড হোটেলে একটি বিয়ের রিসেপশনে একসঙ্গে ধরা দিলেন দু’জনে। আয়েশা ঝুলকা, অনু রঞ্জন এবং অন্যান্য সেলিব্রিটির সঙ্গে পোজও দিলেন হাসিমুখে। পার্টিতে উপস্থিত ছিলেন ঐশ্বরিয়ার মা বৃন্দা রাইও৷

দীর্ঘদিন কোনো অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায়নি অভিষেক ও ঐশ্বরিয়াকে৷ বচ্চন পরিবারের সঙ্গেও দূরত্ব বেড়েছিল রাই সুন্দরীর৷ সম্প্রতি দুবাইয়ের একটি অনুষ্ঠানে ঐশ্বরিয়ার নামের পাশ থেকে উধাও হয়েছিল বচ্চন পদবি৷ এদিকে নিমরত কৌরের সঙ্গে অভিষেকের সম্পর্ক নিয়ে শুরু হয় কানাঘুষা৷ কিন্তু এতদিনের জল্পনায় রীতিমতো পানি ঢাললেন জুনিয়র বচ্চন ও সাবেক বিশ্বসুন্দরী৷ তারা একফ্রেমে ধরা দিতেই ভাইরাল হলো অ্যাশ-অভির ছবি৷

ফিল্ম প্রযোজক অনু রঞ্জন অভিষেক-ঐশ্বরিয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে করে লিখেলেন—অনেক ভালোবাসা ও উষ্ণতা। ফিল্ম প্রযোজক মনীশ গোস্বামীর শেয়ার করা একটি ছবিতে দেখা গেছে, একে অপরের কাছাকাছি দাঁড়িয়ে অতিথির সঙ্গে ছবি তুলছেন বচ্চন দম্পতি। অভিনেত্রী আয়েশা ঝুলকাও পার্টির নানা মুহূর্তের ছবি শেয়ার করেছেন৷ অনলাইন ফিল্ম স্ট্রিমিং পরিষেবা।

এর আগে আরাধ্যার জন্মদিনেও কাছাকাছি এসেছিলেন অভিষেক ও ঐশ্বরিয়া। মেয়ে ১৩তম জন্মদিনও একসঙ্গে সেলিব্রেট করেছিলেন তারা। নেটিজেনরা অবশ্য প্রাথমিকভাবে মনে করেছিলেন, মেয়ের জন্মদিনের পার্টিতে যাননি অভিষেক৷ কিন্তু পরে একটি ভিডিও প্রকাশ্যে আসে, যেখানে একসঙ্গে দেখা যায় ঐশ্বরিয়া ও অভিষেককে৷

তাদের সাম্প্রতিক ছবি দেখে বোঝা দায়, তাদের মধ্যে দূরত্ব বেড়েছিল৷ হতে পারে জুনিয়র বচ্চনের সঙ্গে মান-অভিমানের পালা মিটিয়ে ফেলেছেন রাই সুন্দরী ৷ আবার এটিও হতে পারে আদৌ হয়তো কোনো দূরত্বই তৈরি হয়নি৷ সবটাই ছিল জল্পনা৷

উল্লেখ্য, ২০০৭ সালে গাঁটছড়া বাঁধেন অভিষেক ও ঐশ্বরিয়া৷ ২০১১ সালে তাদের জীবনে আসে মেয়ে আরাধ্যা৷

Header Ad
Header Ad

অব্যাহতিপ্রাপ্ত এসআইদের সচিবালয়ে অবস্থান, চাকরি পুনর্বহালের দাবি

ছবিঃ সংগৃহীত

চাকরি পুনর্বহালের দাবিতে সচিবালয়ে অব্যাহতিপ্রাপ্ত সাব-ইন্সপেক্টররা( এসআই) অবস্থান কর্মসূচি পালন করছেন। রোববার (৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে সচিবালয়ের ৪ নম্বর গেটে অবস্থান করতে দেখা যায় তাদের।

অবস্থান কর্মসূচি অংশ নেয়া অব্যাহতিপ্রাপ্ত সাব-ইন্সপেক্টররা বলেন, ‘অন্যায়ভাবে আমাদের সেদিন কোনোরকম শোকজ লেটার ছাড়াই অব্যাহতি দিয়ে বের করে দেন। কারণ হিসেবে তুচ্ছ বিষয় শৃঙ্খলা ভঙ্গ দেখানো হয়েছে, তা কোনোভাবেই যুক্তিসঙ্গত না। আমরা আমাদের চাকরি পুনর্বহাল চাই।’ সারদায় তাদের ব্যাচের যে কয়েকজন প্রশিক্ষণরত রয়েছেন, চাকরিতে পুনর্বহাল করে তাদের সঙ্গে পোস্টিং দেয়ারও দাবি জানান তারা।

তারা আরো বলেন, কোনো বেতন ছাড়া এতোদিন ট্রেনিং করার পর আমাদের অন্যায়ভাবে বাদ দেয়া হয়েছে। ক্লাস ও খাবারের বিশৃঙ্খলার যে অজুহাতে বাদ দেয়া হয়েছে, তার কোনো প্রমাণ দেখাতে পারেনি তারা। যারা দায়িত্বে ছিলেন তারাও বলেছেন সেদিন এমন কিছু ঘটেনি। তাহলে কেন আমাদের বাদ দেয়া হলো? আমরা আমাদের ন্যায্য চাকরি ফেরত চাই। আমরা রাস্তায় অবস্থান করতে চাই না। আমাদের সঙ্গে এভাবে কেন বৈষম্য করা হচ্ছে, আমরা এর সুষ্ঠু বিচার চাই।

এরআগে, কয়েকধাপে সাব-ইন্সপেক্টরদের ট্রেনিং শেষ হওয়ার পূর্বেই ৩২১জন ক্যাডেটকে বাদ দেয়া হয়। অব্যাহতি দেওয়ার কারণ হিসেবে জানানো হয়েছে, তারা শৃঙ্খলা ভঙ্গ করেছেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

প্রতিষ্ঠবার্ষিকীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, টাঙ্গাইলে গ্রেফতার ২
বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে একসঙ্গে অভিষেক-ঐশ্বরিয়া  
অব্যাহতিপ্রাপ্ত এসআইদের সচিবালয়ে অবস্থান, চাকরি পুনর্বহালের দাবি
এ বছরেই বড় পর্দায় হাজির হতে চান সাফা কবির
থানা থেকে আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিতে জামায়াতের বিক্ষোভ-মিছিল
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন শুরু
নওগাঁর বিএনপির দুই নেতাকে সাময়িক বহিষ্কার
লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া, ৭ বছর পর দেখা হচ্ছে মা-ছেলের
সপ্তাহের প্রথম দিন ২৬ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল
হাসিনার ঘনিষ্টদের কাছ থেকে ফ্ল্যাট পাওয়ার অভিযোগে যা বললেন টিউলিপ  
তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায় বহাল, আপিল খারিজ
তাহসানের বিয়ের খবরে, মিথিলার ভাঙ্গনের সুর  
নতুন ইউনিকর্ন বাইক আনছে হোন্ডা  
রূপপুরে রুশ নারীর অস্বাভাবিক মৃত্যু
টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ভারতের বিদায়, ফাইনালে প্রোটিয়াদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া  
বাইডেনের স্ত্রীকে হীরা উপহার দিয়েছেন মোদি  
দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতির চাপে বাংলাদেশ
সহজ জয়ে বছর শুরু বার্সেলোনার  
১০ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ হারল ভারত
সেই পানামা ফারুকের মেয়ে রোজাকেই বিয়ে করলেন তাহসান