প্রেমিককে বিয়ে করতে পুলিশের কাছে গণধর্ষণের অভিযোগ!
প্রেমিককে বিয়ে করতে গণধর্ষণের মিথ্যা গল্প সাজিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ১৯ বছরের এক তরুণী। ঘটনার তদন্তে নিরাপত্তা বাহিনীর এক হাজারেরও বেশি সদস্য মাঠে নামে। কিন্তু অভিযোগ সম্পর্কিত প্রায় ২৫০টিরও বেশি সিসিটিভি ফুটেজ চেক করেও ঘটনার সত্যতা পায়নি পুলিশ।
ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের নাগপুরে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সংবাদমাধ্যমকে তথ্যটি জানিয়েছে নাগপুর পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, গতকাল সোমবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কালামনা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন ওই তরুণী। এর পরই ঘটনাটি তদন্তে মাঠে নামে পুলিশ কর্মকর্তারা। এর মধ্যে ছিলেন নাগপুর পুলিশের কমিশনার অমিতেশ কুমারসহ অন্যান্য সিনিয়র কর্মকর্তারাও। তারা শহরের ২৫০টিরও বেশি সিসিটিভি ফুটেজ চেক করেও অভিযোগের কোনো সত্যতা পাননি।
নাগপুর পুলিশ জানায়, ঘটনার তদন্তে পুলিশ কমিশনার অমিতেশ কুমার ৪০টি বিশেষ দলকে নির্দেশ দেন। এই ৪ দলের ১০০০ সদস্য টানা ৬ ঘণ্টা তদন্ত চালিয়ে, পুরো শহরের সিসিটিভি ফুটেজ ও ভ্যান চেক এবং ৫০ জনের অধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেও তরুণীর দেওয়া বর্ণনার স্বপক্ষে কোনো প্রমাণ পাননি।
শেষ পর্যন্ত তদন্তকারীরা সিদ্ধান্ত নেন, ওই তরুণীর সঙ্গে এমন কিছু ঘটেনি। তিনি গণধর্ষণের মিথ্যা গল্প সাজিয়েছেন। পরে পুলিশের জেরার মুখে তরুণী তার অভিযোগ ফিরিয়ে নেন এবং মিথ্যা বলেছেন বলে স্বীকার করেন। একই সঙ্গে এটাও বলেছেন যে, প্রেমিককে বিয়ে করতেই এ পরিকল্পনা সাজান তিনি।
/এএস