দিল্লির হোটেলে ব্রিটিশ নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার দুই

ছবি: সংগৃহীত
ভারতের রাজধানী দিল্লির মহিপালপুর এলাকায় একটি হোটেলে এক ব্রিটিশ নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত মঙ্গলবার (১১ মার্চ) এই ঘটনা ঘটে। ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে কৈলাস নামের এক যুবককে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি শ্লীলতাহানির অভিযোগে ওয়াসিম নামে কৈলাসের এক বন্ধুকেও আটক করা হয়েছে।
পুলিশের ভাষ্যমতে, ওই নারী ছুটি কাটানোর উদ্দেশ্যে মহারাষ্ট্র ও গোয়া ভ্রমণে ভারতে এসেছিলেন। ইনস্টাগ্রামে কৈলাস নামের যুবকের সঙ্গে পরিচিত হন এবং যোগাযোগের এক পর্যায়ে তাকে দিল্লিতে আসার আহ্বান জানান।
মঙ্গলবার মহিপালপুরের এক হোটেলে উঠার পর কৈলাস তার বন্ধু ওয়াসিমকে নিয়ে সেখানে উপস্থিত হন। ওইদিন রাতে কৈলাস ওই নারীকে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১২ মার্চ) সকালে ভুক্তভোগী নারী দিল্লির বসন্ত কুঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ নিয়ম অনুযায়ী বিষয়টি ব্রিটিশ হাইকমিশনকে জানিয়েছে।
এর আগে, গত সপ্তাহে (৬ মার্চ) কর্নাটকের কোপ্পালে এক ইসরাইলি পর্যটক ও স্থানীয় হোমস্টের মালিককে ধর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
এই ঘটনার পর ভারতে বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। দিল্লির সাম্প্রতিক ঘটনাটি আতঙ্কের নতুন উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
