রবিবার, ৬ অক্টোবর ২০২৪ | ২১ আশ্বিন ১৪৩১
Dhaka Prokash
Header Ad

তাহখানা কমপ্লেক্স

সোনা মসজিদ ছাড়িয়ে আর প্রায় অর্ধ কিলোমিটার সামনেই সড়কের উল্টোদিকে পড়ে তাহখানা কমপ্লেক্স। এখানে পাশাপাশি তিনটি স্থাপনা পাওয়া যায়। একটি তাহখানা, একটি মসজিদ ও একটি মাজার। এই স্থাপনাগুলো মোঘল সম্রাট আওরঙ্গজেবের আমলে তার ভাই বাংলার সুবাহদার শাহ সুজার নির্মাণ করা। নির্মাণকাল ১৬৩৯-১৬৬০ সালের মধ্যে।

সম্রাট শাহজাহানের চার পুত্র দারাশিকো, শাহ সুজা, আওরঙ্গজেব ও মুরাদ বক্সের বিরোধের গল্প প্রায় সবারই জানা। শাহ সুজাকে বাংলার সুবাহদারীর দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি ধর্মগুরু হিসেবে মানতেন সুফী শাহ নেয়ামতউল্লাহ ওয়ালীকে, যার আখড়া ছিল গৌড়ে। গ্রীষ্মকালে অসম্ভব গরম পড়ত গৌড়ে। তাই এখানেই একটি শীতল প্রাসাদ এবং একটি তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ বানিয়ে দিয়েছিলেন শাহ সুজা। শাহ নেয়ামতউল্লাহর মৃত্যুর পর একটি মাজার বানিয়ে দেওয়া হয়।

একটি বিশাল আকারের পুকুরের গা ঘেঁষে নির্মাণ করা হয়েছিল তাহখানা বা শীতল প্রাসাদটি। এটি এমনভাবে বানানো, যে প্রাকৃতিক বাতাস এক দিক থেকে প্রবেশ করবে, কিন্তু ভবনের ভেতরেই ঘুরপাক খেয়ে আরেক দিক দিয়ে বের হয়ে যাবে। এই স্বাভাবিক বায়ু চলাচলের মধ্যেই প্রবেশ করা উষ্ণ বাতাস ভেতরে শীতল হয়ে যাবে। আবার শীতকালে একইভাবে উল্টো দিক থেকে প্রবেশ করা শীতল বাতাস ভেতরে প্রবেশ করে ঘুরপাক খেয়ে উষ্ণতা বেড়ে যাবে। কাজেই সারা বছর ভবনটির ভেতরে তাপমাত্রা খুব বেশি গরমও যেমন থাকবে না, আবার খুব বেশি শীতলও থাকবে না।

হাল আমলের স্থাপনাগুলোর মধ্যে আমরা যদি বাংলাদেশের সংসদ ভবনের সঙ্গে তুলনা করি, এই স্বাভাবিক বায়ু চলাচল করে ভবনকে নাতিশীতোষ্ণ রাখার জন্য যে প্রযুক্তি স্থপতি লুই কান ব্যবহার করেছিলেন, সেই একই প্রযুক্তি এই তাহখানায় ব্যবহার করেছিলেন শাহ সুজা। সময়ের ব্যবধান কেবল তিনটি শতক!

তাহখানা থেকে পুকুরে নামার জন্যও রয়েছে লুকানো সিঁড়ি। এটি ছিল নারীদের ব্যবহারের জন্য। আবার পুকুর থেকে উঠানো পানি চুলায় গরম করে running hot water এর ব্যবস্থাও ছিল ভবনের এই হাম্মামখানা অংশটিতে।

কথিত আছে, আওরঙ্গজেব যখন শাহ সুজাকে হত্যার জন্য প্রায়শই লোক পাঠাতেন, তখন কিছুদিনের জন্য শাহ সুজা সপরিবারে রাজধানী ঢাকা ছেড়ে এই তাহখানাতেই আশ্রয় নিয়েছিলেন।

খনিয়াদিঘী মসজিদ
আমাদের পরিকল্পনা ছিল তাহখানা কমপ্লেক্সের পর দারসবাড়ি মসজিদ ও মাদরাসা দেখার। কিন্তু রাস্তা খুঁজে না পেয়ে আমরা চলে আসি খনিয়াদিঘী মসজিদটি দেখার জন্য। বাংলাদেশ-ভারত বর্ডার পোস্টের ঠিক আগেই হাতের ডানদিকে একটি রাস্তা দিয়ে আসতে হলো। এই মসজিদ পর্যন্ত গাড়ি যাওয়ার পথ নেই। তাই নির্ধারিত পার্কিং স্পটে গাড়ি রেখে পায়ে হেঁটে কয়েকশত গজ এগিয়ে পৌঁছালাম আমরা খনিয়াদিঘী মসজিদে। হাতের বাঁয়ে পড়ল বিশাল এক দিঘী, এটির নাম খনিয়া দিঘী।

ধারণা করা হয়, ১৪৮০ সালে সুলতানি রাজসভার কোনো এক রাজবিবি এই মসজিদটি নির্মাণ করেছিলেন। এ কারণে এটি স্থানীয়ভাবে রাজবিবি মসজিদ নামেও পরিচিত। স্থানীয়ভাবে এটির অবশ্য আরেকটি অদ্ভুত নাম আছে - চামচিকা মসজিদ। সাম্প্রতিক সময়ে প্রত্নতত্ত্ব বিভাগ মসজিদটি চমৎকারভাবে সংস্কার করেছে। তবে এর আগে মসজিদটি বহু বছর পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। হয়তো সে সময়েই বাদুড় বা চামচিকার উপস্থিতির কারণে সেই নামটি করা হয়েছিল।

লম্বায় ও চওড়ায় মসজিদটি ৬২ ফুট ও ৪২ ফুট হলেও ভেতরের কামরাটি ২৮ ফুট বর্গাকার। পুব থেকে প্রবেশের তিনটি দরজা আছে। একটি প্রশস্ত বারান্দা পেরিয়ে মসজিদের মূল কক্ষে প্রবেশ করতে হয়। বারান্দার ছাদে দরজাগুলোর উপর বরাবর রয়েছে তিনটি ছোট অর্ধ বৃত্তাকার গম্বুজ। আর মূল ভবনের ছাদে একটিমাত্র বৃহৎ অর্ধ বৃত্তাকার গম্বুজ।

ইটে গড়া মসজিদটির দেয়ালে শোভা পাচ্ছে ইটে খোদাই করা নকশা ও টেরাকোটা। মূল ভবনের চার কোণে এবং বারান্দার সামনে দুই কোণে মোট ছয়টি প্রশস্ত অষ্টভূজাকার পিলার গেঁথে কাঠামোকে দৃঢ়তা দেওয়া হয়েছে।

১৫শ শতাব্দীর দ্বিতীয় অর্ধ থেকে গড়া বড় মসজিদগুলোর অধিকাংশেই ছিল বারান্দা। এটি আগের গড়া মসজিদগুলোতে দেখা যায় না। হয়তো এটি ছিল সে সময়ে নতুন একটি স্থাপত্যবিষয়ক উদ্ভাবন! টেরাকোটার নিখুঁত কাজগুলো দেখলে ভাবতেই অবাক লাগে, চারশো-পাঁচশো বছর আগে প্রযুক্তির কতটুকুই বা প্রাপ্যতা ছিল! সেগুলো ব্যবহার করেই কারিগররা এমন নিখুঁত কাজ করেছিল!

ধুনি চক মসজিদ
খনিয়াদিঘী মসজিদ দেখে এবার আমরা ফেরার পথ ধরেছি। কিছুটা এগিয়েই আবার রাস্তার বাঁ পাশের এক গলি ধরে কিছুটা এগিয়ে গেলাম। এই মসজিদ পর্যন্তও গাড়ি যাওয়ার রাস্তা নেই। আমবাগান পেরিয়ে যেতে হলো। তবে মসজিদটি দেখে বিস্মিত হতেই হবে। এর নির্মাণকাল সঠিকভাবে জানা যায় না। সাম্প্রতিক সময়ে প্রত্নতত্ত্ব বিভাগ এর সংস্কার করেছে, তবে এখানে কোনো সাইনবোর্ড নেই, যা থেকে সঠিক ইতিহাস জানা যাবে।

১৫শ শতাব্দীর গোড়ার দিকে সুলতানি আমলের আদলে গড়া ইটে নির্মিত একটি মসজিদ এটি। এই এলাকার মানুষ ঐতিহাসিকভাবে তুলা ধুনার কাজ করত বলেই হয়তো মসজিদটির ধুনি চক নাম দেওয়া হয়েছিল।

৪৫ ফুট লম্বা এবং ৩০ ফুট প্রশস্ত মসজিদটির দেয়াল প্রায় ৬ ফুট চওড়া। ছাদে গম্বুজ তিনটি মসজিদের সঙ্গে তুলনামূলকভাবে বেশ ছোট, যা গৌড় এলাকার মসজিদের নকশায় বিরল।

দারসবাড়ি মসজিদ
আমাদের শেষ গন্তব্য ছিল দারসবাড়ি মসজিদ ও মাদরাসা। প্রায় সম্পূর্ণভাবে ইটে গড়া দারসবাড়ি মসজিদটি দৈর্ঘ্যে প্রায় ১১২ ফুট এবং প্রস্থে প্রায় ৬৮ ফুট হলেও ভেতরের দৈর্ঘ্য প্রায় ১০০ ফুট এবং প্রস্থ প্রায় ৩৪ ফুট। মসজিদটির দেয়াল প্রায় ৬ ফুট চওড়া। পুবপাশে প্রবেশের মুখেই রয়েছে উত্তর-দক্ষিণে লম্বা ১০ ফুট প্রশস্থ একটি বারান্দা। পাথরে নির্মিত পিলার গেঁড়ে তার চারপাশে ইট গেঁথে মসজিদটির স্তম্ভগুলো নির্মাণ করা হয়েছিল। চার কোণে চওড়া ইঠের পিলার বানিয়ে মসজিদের অবকাঠামো দৃঢ় করা হয়েছিল। ৭টি খিলান আকৃতির উন্মুক্ত দরজা দিয়ে বারান্দায় প্রবেশ করে তারপর মসজিদে প্রবেশ করতে হতো। উত্তর দিকে দুইটি এবং দক্ষিণে তিনটি দরজা দিয়েও প্রবেশ করা যেত।

নামাজের কক্ষটি ছিল তিন ভাগে বিভক্ত। মাঝখানের মূল কক্ষটি বড়, আর দুই পাশে ছোট দুটি অংশ। উত্তরের অংশে পাথরের স্ল্যাব বসিয়ে দোতলায় একটি কক্ষ বানানো ছিল, যেটির জন্য ছিল একটি ভিন্ন প্রবেশ পথ এবং সিঁড়ি। এর দরজার সামনে থাকত রক্ষী। সম্ভ্রান্ত কোনো অতিথি বিভিন্ন ওয়াক্তের জামাতের সময় ব্যতিত অন্য কোনো সময়ে এই মসজিদে কখনো একা নামাজ পড়তে এলে তার জন্য এই অংশটি খুলে দেওয়া হতো। এজন্য এই অংশটির নাম ছিল মসজিদের রাজকীয় গ্যালারি। তবে জুম্মার নামাজের সময় এটি হয়ে যেত নারীদের নামাজ পড়ার স্থান। এ অংশটি অবশ্য এখন একেবারেই ভেঙে পড়েছে।

মসজিদটির ছাদটি নির্মাণ করা হয়েছিল একটু ভিন্ন ধরনের ডিজাইনে। মূল কক্ষের মাঝখানে ছিল একটি বিশাল চৌচালা গম্বুজ। তার সামনে এবং পেছনে ছিল একটি করে ছোট চৌচালা গম্বুজ। এই তিনটির দুই পাশে ছিল এক সারিতে তিনটি করে ছয়টি গোলাকার মাঝারি আকারের গম্বুজ। উত্তর ও দক্ষিণের ছোট কক্ষগুলোর উপর ছিল ছয়টি করে ছোট গোলাকার গম্বুজ। বারান্দার উপর মাঝখানে একটি চৌচালা এবং এর দুই পাশে তিনটি করে ছয়টি গোলাকার ছোট গম্বুজ। অর্থাৎ, মোট ছিল চারটি চৌচালা এবং ২৪টি গোলাকার গম্বুজ। দারসবাড়ি মসজিদের গম্বুজের এই নকশাটিকেই গৌড়ীয় নকশার পথিকৃৎ হিসেবে বিবেচনা করা হতো। এই আদলে ভারতবর্ষব্যাপী আরও বেশ কিছু মসজিদ নির্মাণ করা হয়েছিল। তবে কোনো এক ভূমিকম্পে মসজিদটির ছাদ ভেঙে পড়ে, যা আর কখনই পুনঃনির্মাণ করা সম্ভব হয়নি। মসজিদটিও আর ব্যবহারযোগ্য করা যায়নি।

ভেতরে পশ্চিম দেয়ালে রয়েছে মোট ১১টি মেহরাব, যার দুটি রয়েছে রাজকীয় গ্যালারিতে। ভেতরের দেয়ালে কোনো প্লাস্টারের কাজ করা হয়নি কখনোই। পুরো দেয়ালে ছিল শুধু ইটের কারুকাজ। আর মেহরাবগুলো সাজানো হয়েছিল অবিশ্বাস্য সুন্দর এবং নিখুঁত টেরাকোটায়।

কত সহস্র টেরাকোটা টালি যে ব্যবহার করা হয়েছিল মসজিদটির ভেতরে, তার হিসাব নেই। বেশ কিছু জায়গায় ভেঙে গেলেও এখনোও যেটুকু টিকে আছে, দেখে মুগ্ধ হতেই হবে। জ্যামিতিক আকার, ফুল ও লতার ডিজাইনে নির্মাণ করা হয়েছিল এই টালিগুলো। একেকটি একেক রকম, পাশাপাশি বসিয়ে পুরো নকশাটি সৃষ্টি করা। দূর থেকে দেখলে সবগুলো মেহরাব একইরকম মনে হলেও কাছে গিয়ে দেখলে বুঝা যায় একেকটি মেহরাবের ডিজাইন ডিটেইলে সামান্য কিছু পার্থক্য রাখা হয়েছিল। এতটা ডেলিকেট ও নিখুঁত টেরাকোটা ডিজাইন কোনো মসজিদের ভেতর খুব কমই দেখা যায়।

মসজিদটিতে যাওয়ার সময় পুর্ব ও দক্ষিণের দেয়াল দুটিই চোখে পড়ে। পুর্বের দেয়ালে খিলান ছাড়া আর তেমন কোনো চিহ্ন নেই। দক্ষিণের দেয়ালে কিছু টেরাকোটা এবং বেশ কিছু খোদাই করা ডিজাইন চোখে পড়ে। উত্তরের দেয়ালেও প্রায় একই। পশ্চিমের দেয়ালটি একেবারেই ভিন্ন। মাঝখানে মূল মেহরাবের অংশটি কিছুটা বের করা। বাকি পুরো দেয়ালের ইটে খোদাই করে নকশা করা। নির্দিষ্ট দূরত্ব পরপর একই ডিজাইনের পুনরাবৃত্তি করা হয়েছে। এপাশে সাতবার, ওপাশে সাতবার। দীর্ঘ সময়, বৈরী আবহাওয়া এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে কিছু কিছু খোদাই করা অংশ ক্ষয়ে গেছে। কিন্তু তারপরও অপূর্ব সুন্দর লাগে দেখতে।

মসজিদের পুবপাশে বড় একটি পুকুর। তার পরেই হলো দারসবাড়ি মাদরাসা। ১৫০৪ সালে আলাউদ্দিন হোসেন শাহ এটি নির্মাণ করেছিলেন। কুমিল্লার শালবন বিহারের আদলে নির্মিত চতুর্ভূজাকার ভবনটির একেক দিকের দৈর্ঘ ১৮২ ফুট। রুমগুলো সব চারিদিকে। এতে রয়েছে ১০ ফুট ও ১০ ফুট মাপের ৪০টি রুম এবং চত্ত্বরের মাঝখানে একটি বড় ক্লাসরুম।

গৌড়ের সমসাময়িক মসজিদগুলোর মধ্যে কেবল এখানেই একটি মাদরাসা স্থাপন করা হয়েছিল।

কোনো কোনো গবেষকের মতে মসজিদটি স্থাপনের সময় এলাকার নামানুসারে এর নাম ছিল ওমরপুর মসজিদ। পরবর্তী সময়ে মাদরাসা স্থাপনের পর এটিও দারসবাড়ি নাম ধারণ করে। নামটির পেছনে যুক্তিও আছে বলে ধারণাটি ফেলে দেওয়া কঠিন।

সুলতানি আমলে দাপ্তরিক ভাষা ছিল ফার্সি। এই ফার্সি ভাষায় “দার্স” শব্দটির অর্থ “পড়া”। তাই পড়ালেখার জন্য বিশাল এই আবাসিক প্রতিষ্ঠান (মাদরাসা) প্রথম থেকেই “দার্সবাড়ি” নামেই পরিচিত ছিল। এর ছাত্ররা এই মসজিদেই ওয়াক্তের নামাজ আদায় করত বলে মসজিদটির “দার্সবাড়ি মসজিদ” নাম হয়ে যায়। দার্সবাড়ি থেকে দারসবাড়ি হতে সময় লাগেনি! এই এলাকাটিও এখন দারসবাড়ি নামে পরিচিত। এখানে মানুষ দারসবাড়ি মসজিদ ও দারসবাড়ি মাদরাসা নামেই এগুলোকে চিনে।

সময় গড়িয়ে দুপুর হয়ে গেছে। চৈতির বাগান অর্থাৎ পি্কনিক স্পটে পৌঁছাতে লাগবে দেড় থেকে পৌনে দুই ঘণ্টা। আর দেরি করা গেল না। মসজিদগুলো ঘুরে ঘুরে আরেকটু ডিটেইলে হয়তো দেখা যেত। কিন্তু তাতে সময় তো আর কুলাচ্ছিল না। তাই কিছুটা আফসোস নিয়েই ফেরা হলো। তারপরও এক সকালে এতগুলো প্রত্নতত্ত্ব স্থাপনা দেখা গেল, তাতেই আনন্দ তো আর কম হলো না। বন্ধুদের সঙ্গে আরও বড় আড্ডায় যোগ দিতে আমরা রওনা হয়ে গেলাম চৈতির বাগানের উদ্দেশে।

ডা. নাফিসুর রহমান: ডিস্যাবিলিটি ও ডেভেলপমেন্ট কনসাল্ট্যান্ট।

এসএন

Header Ad

কেরানীগঞ্জে রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজনের মৃত্যু, আহত ৪

ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং চারজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রামেরকান্দা বোর্ডিং এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কেরানীগঞ্জ স্টেশন মাস্টার কাজল জানান, গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে রেস্টুরেন্টটিতে ভয়াবহ আগুন ধরে যায়, যা পাশের দুটি দোকানেও ছড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনায় আহত চারজনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ এবং বিস্ফোরণের সঠিক কারণ এখনও জানা যায়নি।

উল্লেখ্য, গ্যাস সিলিন্ডারের নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছেন বিশেষজ্ঞরা।

Header Ad

বিরামপুরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি'র শারদীয় শুভেচ্ছা ও মতবিনিময়

ছবি : ঢাকাপ্রকাশ

দিনাজপুরের বিরামপুরে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় সভা ও শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করে। বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শনিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভাটি অনুষ্ঠিত হয়। আয়োজক ছিল বিরামপুর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহ।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি'র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন। সভার সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, পৌর বিএনপি'র সভাপতি হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, সাংগঠনিক সম্পাদক নূরে আলম নূরা, উপজেলা যুবদলের সদস্য সচিব এ‍্যাডভোকেট মিঞা শিরন আলম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুর রব তোতা, উপজেলা ছাত্রদলের আহবায়ক আসাদুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক আবদুল্লাহ নোমান এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ। এছাড়াও বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতৃবৃন্দ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সভাপতি শিশির কুমার সরকার, সাধারণ সম্পাদক শান্ত কুমার কুন্ডু এবং পৌর শাখার সভাপতি বিপ্লব কুমার দাস ও সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস বক্তব্য রাখেন। এছাড়াও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের উপজেলা শাখার সভাপতি উজ্জ্বল কুমার এবং সাধারণ সম্পাদক পবন কুমার শীল বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠান শেষে, উপজেলার ৩৫টি পূজা মন্ডপের প্রতিনিধিদের হাতে বিএনপি'র পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা তুলে দেন প্রধান অতিথি অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন।

Header Ad

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু; আক্রান্ত ৯২৭

ছবি: সংগৃহীত

সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় ৯২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৩৬৫-এ পৌঁছেছে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফলে, এ বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮২ জনে।

শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সারাদেশে ৯২৭ জন নতুন আক্রান্তের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৪৩২ জন ভর্তি আছেন। এছাড়া, ঢাকা বিভাগে ১৭৩ জন, বরিশালে ১০২ জন, চট্টগ্রাম বিভাগে ৪৯ জন, খুলনায় ৭৬ জন, ময়মনসিংহে ৩৮ জন এবং রাজশাহীতে ১৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে মোট ৩৫ হাজার ৩৬৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৬৩.২% পুরুষ এবং ৩৬.৮% নারী। একই সময়ে মারা যাওয়া ১৮২ জনের মধ্যে ৫১.১% নারী এবং ৪৮.৯% পুরুষ।

প্রতি বছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পায়। ২০২৩ সালের জুন মাস থেকে ডেঙ্গুর পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। গত বছর দেশে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন, যার মধ্যে ঢাকায় ১ লাখ ১০ হাজার ৮ জন এবং ঢাকার বাইরে ২ লাখ ১১ হাজার ১৭১ জন ছিলেন।

অবশ্য, আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লাখ ১৮ হাজার ৭৪৯ জন। গত বছর মশাবাহিত ডেঙ্গুতে মারা গেছেন ১ হাজার ৭০৫ জন, যা দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ মৃত্যু।

২০১৯ সালে দেশে এক লাখ এক হাজার ৩৫৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এবং সে সময় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু ঘটেছিল। ২০২০ সালে করোনা মহামারির কারণে ডেঙ্গুর সংক্রমণ তেমনটা দেখা না গেলেও ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন এবং ১০৫ জন মারা যান। এছাড়া, ২০২২ সালে মোট ৬২ হাজার ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন, যেখানে ২৮১ জনের মৃত্যু ঘটে।

জনসচেতনতা বৃদ্ধি এবং ডেঙ্গু মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে সবাইকে সতর্ক করা হয়েছে।

Header Ad

সর্বশেষ সংবাদ

কেরানীগঞ্জে রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজনের মৃত্যু, আহত ৪
বিরামপুরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি'র শারদীয় শুভেচ্ছা ও মতবিনিময়
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু; আক্রান্ত ৯২৭
ভারতে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ নিজের ১৬ বছরের ভাইয়ের বিরুদ্ধে
সিরাত মাহফিল থেকে ঐক্যের ডাক দিয়েছেন আবু জাফর কাশেমী
টাঙ্গাইলে কলেজছাত্রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ৮ মাসের অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী
পিটিআই-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত পাকিস্তান, সেনা মোতায়েন
গোয়ালিয়রে বাংলাদেশ-ভারত ম্যাচে ২৫০০ পুলিশ মোতায়েন
শেখ হাসিনার মুখ্য সচিব ও এমপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার
৩ দিনে পালিয়েছে আওয়ামী লীগের শীর্ষ নেতারা: স্বরাষ্ট্র উপদেষ্টা
বৈষম্যবিরোধী আন্দোলনে বিদ্যুৎ খাতে ১ হাজার নয়, ক্ষতি সাড়ে ১২ কোটি !
এখন থেকে প্রবাসীরা বিমানবন্দরে ভিআইপি মর্যাদা পাবেন: প্রবাসী কল্যাণ উপদেষ্টা
টাকায় থাকছে না শেখ মুজিবের ছবি, নতুন নকশার প্রস্তাব
মাঠ কাঁপিয়ে বেড়ানো ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রীরা এখন কোথায়?
নির্বাচনের চেয়ে সংস্কারই বেশি গুরুত্বপূর্ণ: জামায়াত আমির
কারাগারে অসুস্থ সাবেক মন্ত্রী এম এ মান্নান, ভর্তি সিলেট ওসমানী হাসপাতালে
ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান হাশেম সাফিউদ্দিন নিহত
আজ বিশ্ব শিক্ষক দিবস
বিএনপির প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ: নির্বাচনী রোডম্যাপসহ একাধিক দাবি
সোহেল রানার নতুন রাজনৈতিক দল ঘোষণা, নাম ‘বাংলাদেশ ইনসাফ পার্টি’