দুই বছর পর শুরু হচ্ছে ‘জয় বাংলা কনসার্ট’
ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ এবং স্বাধীনতা যুদ্ধের প্রতি শ্রদ্ধা জানাতে ২০১৫ সাল থেকে ‘জয় বাংলা কনসার্ট’-এর আয়োজন করা হয়।
রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রতি বছর এটি অনুষ্ঠিত হলেও করোনা মহামারির জন্যে দুই বছর বন্ধ ছিল এই আয়োজন।
এবার দুই বছর পর আবারও আয়োজন করা হচ্ছে ‘জয় বাংলা কনসার্ট’। আগামী ৮ মার্চ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ কনসার্ট।
তারুণ্যভিত্তিক সংগঠন ইয়াং বাংলা এই কনসার্টের মূল উদ্যোক্তা। এর সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন মেইনস্প্রিং লিমিটেড।
এবারের আয়োজনে মোট নয়টি ব্যান্ড পারফর্ম করবে। ৮ মার্চ নারী দিবস। তাই এ কনসার্টে এটিও উদযাপন করা হবে। সেজন্য নারীদের জন্য আলাদা কর্নার থাকবে। দুপুর ১২টায় কনসার্টের জন্য গেট খোলা হবে। দুপুর ১টায় কনসার্ট শুরু হয়ে চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত।
এবারের কনসার্টে ‘আর্টসেল’, ‘ক্রিপটিক ফেইট’, ‘চিরকুট’, ‘নেমেসিস’, ‘লালন’, ‘আরেকটা রক ব্যান্ড’, ‘মেঘদল’, ‘অ্যাভয়েড রাফা’ ও ‘কার্নিভাল’ পারফর্ম করবে।
এ কনসার্ট দেখতে কোনও টাকা লাগে না। তবে নির্ধারিত সময়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। সেখান থেকেই পাওয়া যায় প্রবেশের টিকিট।
বুধবার (১ মার্চ) চালু হচ্ছে এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া। ইয়াং বাংলার ফেসবুক পেজে পাওয়া যাবে এই কনসার্টের রেজিস্ট্রেশন লিঙ্ক।
এএম/এমএমএ/