জন্মদিনে দোয়া, শ্রদ্ধা ও স্মরণে গাজী মাজহারুল আনোয়ার
কিংবদন্তি গীতিকবি ও চলচ্চিত্রকার গাজী মাজহারুল আনোয়ার। গত বছরের ৪ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি।
বুধবার (২২ ফেব্রুয়ারি) এই কিংবদন্তির জন্মদিন। বেঁচে থাকলে ৮০বছর বয়সে পা দিতেন খ্যাতিমান এই গীতিকবি। তবে তিনি না থাকলেও দিনটিতে দোয়া ও শ্রদ্ধায় স্মরণ করছেন তার ভক্ত, শুভাকাঙ্ক্ষী, সহকর্মীরা।
গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে কণ্ঠশিল্পী দিঠি আনোয়ার বলেন, ‘যেহেতু আব্বু নেই, তার জন্মদিনে কেক কাটা বা উদযাপন হবে না। তবে অসহায় ও এতিমদের খাওয়ানোর ব্যবস্থা করেছি। তারা যেন আব্বুর জন্য দোয়া করে, সেজন্য এ আয়োজন।’
এর বাইরে দুটি টিভি অনুষ্ঠানে অংশ নেবেন দিঠি। সেখানে বাবাকে নিয়ে স্মৃতিচারণ ও তার লেখা বিখ্যাত কিছু গান পরিবেশন করবেন।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ‘আইপিডিসি আমাদের গান’ অনুষ্ঠানের নতুন সিজনের প্রচার শুরু হবে। এই সিজনের পুরোটা গাজী মাজহারুল আনোয়ারের গান দিয়ে সাজানো হয়েছে। এই সিজনে মোট আটটি গান থাকছে। যেগুলো নতুন সংগীতায়োজনে গেয়েছেন এ প্রজন্মের শিল্পীরা।
১৯৪৩ সালের ২২ ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দি থানার তালেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন গাজী মাজহারুল আনোয়ার। ১৯৬৪ সালে রেডিও পাকিন্তান থেকে পেশাদার গান লেখা শুরু হয় তার। এরপর বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জন্মলগ্ন থেকেই নিয়মিত গান ও নাটক রচনা করেছেন তিনি।
সিনেমায় তার লেখা প্রথম গান ‘আকাশের হাতে আছে একরাশ নীল’। এটি ১৯৬৭ সালের ‘আয়না ও অবশিষ্ট’ সিনেমায় ব্যবহৃত হয়েছিল।
পাঁচ দশকের বেশি সময়ের ক্যারিয়ারে গাজী মাজহারুল আনোয়ার ২০ হাজারের অধিক গান রচনা করেছেন।
গাজী মাজহারুল আনোয়ার পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একাধিকবার বিভিন্ন সম্মাননা অর্জন করেছিলেন। ২০০২ সালে একুশে পদক এবং ২০২১ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন তিনি।
এএম/এমএমএ/