চিরকুটের ২০ বছর পূর্তিতে ঢাবিতে বিশেষ কনসার্ট
বাংলাদেশে বর্তমান সময়ের জনপ্রিয় ব্যান্ডদল চিরকুট। তাদের অনেক গানই হয়েছে জনপ্রিয়। ২০০২ সালে এই ব্যান্ডের জন্ম। আসছে ২৩ ফেব্রুয়ারি ২০ বছর পূর্ণ করবে চিরকুট।
এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে ওইদিন সন্ধ্যা ৬টায় বিশেষ একটি কনসার্ট করতে যাচ্ছে দলটি।
এই তথ্য নিশ্চিত করে ব্যান্ডটির দলপ্রধান ও কণ্ঠশিল্পী শারমিন সুলতানা সুমি বলেন, ‘গানে গানে ২০ বছর পার করেছে চিরকুট। এত সাফল্য, অর্জন সবই এসেছে শ্রোতাদের জন্য। এই শ্রোতারা আমাদের শক্তি ও প্রেরণা। তাদের সঙ্গে ২০ বছর পূর্তির মুহূর্তটা ভাগ করে নিতেই কনসার্টে গাইব।’
২০১০ সালে চিরকুটের প্রথম অ্যালবাম প্রকাশিত হয়। এর নাম ‘চিরকুটনামা’। এই অ্যালবামের বেশকটি গান জনপ্রিয়তা পায়। এরপর ২০১৩সালে প্রকাশিত হয় চিরকুটের দ্বিতীয় অ্যালবাম ‘যাদুর শহর’।
অডিও অ্যালবামের পাশাপাশি সিনেমার গান তৈরিতেও চিরকুট নিয়মিত। তাদের তৈরি করা সিনেমার অনেকগুলো গান হয়েছে জনপ্রিয়।
বর্তমানে চিরকুট ব্যান্ডের লাইনআপে আছেন শারমিন সুলতানা সুমি (ভোকাল), ইমন চৌধুরী (গিটার, বাঞ্জো, মান্ডোলিন), পাভেল আরিন (ড্রামস), দিদার হাসান (বেজ), জাহিদ হাসান নিরব (কিবোর্ড, হারমোনিয়াম)।
এএম/এমএমএ/