ইউরোপের ৩ দেশে 'অ্যাশেজ' এর কনসার্ট
দেশের গণ্ডি পেরিয়ে ইউরোপে উড়াল দিয়েছে জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজ। ‘বাংলাদেশ ভিক্টরি ডে সেলিব্রেশেন কনর্সাট' র্শীষক এই কনর্সাটগুলো হচ্ছে নেদারল্যান্ডস এর হেগ এ অবস্থতি 'বাংলাদেশী দূতাবাস' এবং স্টিটিচিং ডাচ বাংলা কালচারাল সেন্টার নেদারল্যান্ডস এর যৌথ আয়োজনে।
ইতোমধ্যেই ১৬ ডিসেম্বর নেদারল্যান্ডে একটি কনসার্টে অংশ নিয়েছে অ্যাশেজ। আগামী ২৩ এবং ২৬ তারিখ যথাক্রমে জার্মানির ফ্রাঙ্কর্ফুট এবং ফ্রান্স এর প্যারিস শহরে জমকালো কনর্সাটগুলো হবে।
অ্যাশেজ' এর ভোকালিস্ট, জুনায়েদ ইভান বলেন, ‘এটাই আমাদের ইউরোপের প্রথম কনসার্ট। আশা করি আমার কনসার্টগুলো স্মরনীয় হয়ে থাকবে।’
ব্যান্ডের অন্য দুই সদস্য তৌফিক আহমেদ বিজয় ও সুলতান রাফসান খান বলেন, ‘যেহেতু কনসার্টগুলো আমাদের দেশের ইতিহাস এবং বিজয় দিবসের সঙ্গে সম্পর্কিত, তাই এই কনসার্টগুলো আমাদের কাছে আলাদা তাৎপর্য বহন করে এবং আমরা এই কনর্সাট এর অংশ হতে পেরে সত্যিই আনন্দিত বোধ করছি।’
উক্ত কনসার্টে ‘অ্যাশেজ' ছাড়াও আরও রয়েছে বাংলাদেশের আরেক জনপ্রিয় ব্যান্ড ‘তাহসান এন্ড ফ্রেন্ডস’।
এএম/এএস