বিশ্বভ্রমণ বাতিল করলেন সেলিন ডিওন
বিশ্বখ্যাত গায়িকা সেলিন ডিওন সম্প্রতি জানিয়েছেন, তিনি একটি বিরল স্নায়ুবিক রোগে আক্রান্ত। ৫৪ বছরের নারীর এই রোগটিকে চিকিৎসকরা বলেছেন, ‘স্টিফ-পারসন সিনড্রোম’। এই রোগের ফলে তার মাংসপেশীতেও খিঁচুনি হচ্ছে।
এই রোগে অক্রান্ত সেলিন ডিওন তার ‘কারেজ ওয়ার্ল্ড ট্যুর’ স্থগিত করেছেন। বিশ্বের অন্যতম সেরা আয় করা গায়িকা ডিওনের ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে জীবনের অন্যতম এই সিরিজ কনসার্ট শুরু করার কথা ছিল যা শেষ হতো ২০২৪ সালে।
২০২৩ সালের গ্রীষ্মকালের আটটি কনসার্ট তিনি বাতিল করেছেন ও সেগুলোকে পরের বছর করবেন বলে সময় নির্ধারণ ফেলেছেন। বাতিল করেছেন তার কটি ইউরোপের শো। গ্রিস ও রোমানিয়ার কনসার্টগুলোও তিনি বাতিল করেছেন।
তিনি আবার সুস্থ হয়ে করবেন ২০২৩ সালের গ্রীষ্মকাল থেকে ২০২৪ সাল পর্যন্ত। গত ৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) নিজের ইনস্ট্রাগ্রাম অ্যাকাউন্টে ডিওন তার চিকিৎসার কথা জানিয়েছেন এবং কেন তার গানের বিশ্বভ্রমণ বাতিল করছেন সে ব্যাখ্যা দিয়েছেন।
স্টিফ পারসন সিনড্রোম বা কোনো মানুষকে শক্ত করে দেওয়ার রোগের উপসর্গগুলোর মধ্যে আছে শরীরের মাংসপেশীর অনমনীয়তা ও শব্দ, স্পর্শ ও অনুভূতিজনিত রোগাক্রান্ত উদ্দীপনা, যার ফলে মাংসপেশীর খিুঁচনি হয়।
ডিওন এর আগে তার লাসভেগাসের ২০২১ সালের অক্টোবরের কনসার্টটি স্বাস্থ্যগত কারণে বাতিল করেছিলেন। তবে তার মাংসপেশীগুলোর খিুঁচনিতে আক্রান্তের খবর এই প্রথম জানালেন।
তিনি আরও বলেছেন, ‘এখনো আমরা সবাই এই বিরল অবস্থাটি সম্পর্কে জানছি। তবে এখন আমরা জানলাম এই রোগটি কী যেটি শরীরের সবগুলো মাংসপেশীকে আক্রান্ত করে যেটি আমার হচ্ছে। দুভার্গ্যজনকভাবে এই মাংসপেশীগুলো আমার প্রতিদিনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগে। কিছু সময় আমার জীবনের কঠিন অবস্থাগুলোর কারণ হয় যখন আমি হাঁটি এবং এখন আমাকে যেভাবে আমি আমার কন্ঠস্বরকে ব্যবহার করি সেভাবে করতে দিচ্ছে না।’
তিনি তার কন্ঠস্বরকে শক্তিশালী এবং সুদক্ষ কৌশলের সঙ্গে ব্যবহারের জন্য অত্যন্ত বিখ্যাত। ‘আমি আমার স্পোটর্স মেডিসিন থেরাপিস্টকে নিয়ে কঠিনভাবে কাজ করছি। প্রতিদিন আমরা কষ্ট করছি খুব যাতে আমি আমার শক্তি ফিরে পেতে পারি এবং আবার পারফর্ম করার শক্তি অর্জন করতে পারি।’
তিনি তার অনুরাগী ও ভক্তদের তাদের উৎসাহ, সহযোগিতা এবং সমর্থনের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়ছেন। তিনি তাদের প্রতিউত্তর দিয়েছেন, ‘আমি যা কিছু জানি সেটি গানের।’
তিনি গ্র্যামি অ্যাওয়ার্ড জয় করেছেন। পপ, রক, আর অ্যান্ড বি, গসপেল এবং ক্লাসিক্যাল মিউজিকের বিশ্বখ্যাত গায়িকা। ভালো হলে বিশ্বভ্রমণ কনসার্ট করবেন। ডিওন বলেন, ‘আপনারা জানেন আমি সবসময় একটি খোলা বই। তবে আগে কোনো কিছু বলতে প্রস্তুত থাকি না। তবে এখন আমি আগেই বলতে প্রস্তুত।’
কানাডার ইতিহাসের সর্বকালের সবচেয়ে বেশি রেকর্ড বিক্রি হওয়া শিল্পী এবং ফরাসি ভাষার শিল্পীদের মধ্যে সর্বকালের সবচেয়ে বেশি বিক্রি হওয়া সেলিন ডিওন।
তিনি কানাডার দ্বিতীয় সর্বোচ্চ সম্মান ‘দ্য অডার্র অব কানাডা (সিসি)’ এবং তার কিউবিক প্রদেশের ‘দ্য ন্যাশনাল অর্ডার অব কিউবিক (কিউ কিউ) লাভ করেছেন।
ওএফএস/এমএমএ/