টুইটার ত্যাগ করলেন স্যার এলটন জন
বিশ্বখ্যাত ব্রিটিশ পপ গায়ক স্যার এলটন জন শুক্রবার (৯ ডিসেম্বর) তার টুইটার অ্যাকাউন্ট ব্যবহার থেকে সরে এসেছেন।
খবরে প্রকাশ, সর্বশেষ হাই প্রোফাইল তারকা হিসেবে তার নামটি যুক্ত হলো। তারা সবাই এই সামাজিক যোগাযোগমাধ্যমটি বিশ্বের অন্যতম ধনী মার্কিনি ইলন মাস্ক কেনার পর তার ঘটনাবলী অনুসরণ করে ত্যাগ করেছেন।
এখন স্যার এলটন জন তার শেষ বৈশ্বিক গানের সফরে আছেন। তিনি জানিয়েছেন, তার টুইটার ত্যাগের একটি কারণ হলো সম্প্রতি নীতিমালার পরিবর্তন ঘটানো।
‘নিজের পুরো জীবনে আমি আমার গানকে সব মানুষকে একত্র করানোর কাজে ব্যবহার করেছি। এখনো আমার দুঃখ লাগে দেখতে যে আমাদের বিশ্বটিকে আলাদা করার জন্য এখনো কত ভুল তথ্য ব্যবহার করা হচ্ছে’, তিনি তার ১ দশমিক ১ মিলিয়ন অনুসরণকারীকে টুইট করেছেন।
‘তাদের সম্প্রতি যে নীতিমালাটি দেওয়া হয়েছে সেটি বাছাই না করেই ভুল তথ্যগুলোকে প্রচুর পরিমাণে জন্মদান করবে বলে আমি টুইটার ব্যবহার আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’
৭৫ বছরের এই অধিকারকর্মী এবং গায়ক যাকে ‘টাইনি ডান্সার (আরেক ব্রিটিশ গায়িকা ব্রিটনি স্পিয়াসের সঙ্গে তিনি হোল্ডমি ক্লোজ নামে গানে এই বাক্যটি বারবার ব্যবহার করেছেন ও সুপারডুপার হিট করেছে)’ ও ‘রকেট ম্যান’ নামে তার গানের নামে ডাকা হয়, সেই দীর্ঘ তালিকার তারকাদের সঙ্গে এবার যুক্ত হলেন, যাদের মধ্যে সম্প্রতি আছেন মার্কিন সুপারমডেল জিজি হাদিদ, কৃষাঙ্গ লেখিকা ও টিভি ব্যক্তিত্ব শন্ডা রাইমস এবং সাবেক মার্কিন তারকা রক জুটি হোয়াটস স্ট্রিপসের গীতিকার, ভোকাল, গিটার, পিয়ানো ও ম্যান্ডারিনবাদক জ্যাক হোয়াইট (ভালো নাম জ্যাক গিলিস)।
ওএফএস/