বিখ্যাত অ্যালবাম প্রযোজক জিম স্টুয়ার্ট মারা গেছেন
মার্কিন গানের বিখ্যাত অ্যালবাম প্রযোজক জিম স্টুয়ার্ট মারা গেছেন। তিনি সলো আর অ্যান্ড বি পাওয়ার হাউজ হিসেবে বিবেচিত কোম্পানি স্টাকস রেকর্ডসের প্রতিষ্ঠাতা প্রধান ছিলেন। তার বয়স হয়েছিল ৯২।
জিম স্টুয়াটের মৃত্যুর খবর জানিয়েছেন মিসিসিপিনির্ভর স্টাকস মিউজিয়াম অব আমেরিকান সলো মিউজিক’র একজন মুখপাত্র টিম স্যামসন। তিনি জানিয়েছেন, স্টুয়ার্ট সবাইকে কাঁদিয়ে শেষ বিদায় নিলেন এই শহরের একটি হাসপাতাল থেকে। তবে তিনি উল্লেখ করেছেন, স্টুয়াটের পরিবার তার মৃত্যুর কারণ জানায়নি।
জিম স্টুয়াটের পুরো নাম জিম এফ স্টুয়াট। তিনি ১৯৫৭ সালে তাদের এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন। সলো এবং আর অ্যান্ড বি গানের ক্ষেত্রে অন্যতম প্রধান আমেরিকান কোম্পানি হিসেবে বিবেচিত হয় স্টাকস রেকর্ডস। তারা অনেকগুলো বিখ্যাত ইংরেজি গানের প্রকাশক। সেগুলো বিলবোর্ডে সেরা গান হয়েছে। আন্তর্জাতিকভাবে জনপ্রিয় হয়েছে।
তার কোম্পানিটি ১৯৫৯ থেকে ১৯৭৫ সালের মধ্যে ৮শ একক ও ৩০০ অ্যালবাম প্রকাশ করেছে। ১৯৭১ সালে তিনি শ্যাফট নামের একটি সিনেমার সাউন্ডট্র্যাক করেছেন। সেটি একটি অস্কার জয় করেছেন।
স্টাপলস সিঙ্গারস, দ্য ইমোশনস, দ্য সোল চিলড্রেন, বুকার টি. অ্যান্ড দ্য এমজি’স নামের বিখ্যাত ও মেধাবী রক ব্যান্ডদলগুলোতে গড়ে তুলেছেন তিনি। তাদের স্টাকস লেবেল আটটি গ্র্যামি আওয়ার্ড, তিনটি এক নম্বর হওয়া হিট গান, এক ডজন প্রথম ১০-এ থাকা গান, ১৬৭টি সেরা ১শ গানের অন্যতম একক গান প্রযোজনা করেছে।
তিনি জন্মেছেন ১৯৩০ সালের ২৯ জুলাই। টেনেসির মিডলটনের একটি খামারে। ম্যামফেস শহরে চলে এলেন ১৯৪৮ সালে হাইস্কুল পাশের পর। প্রথম চাকরি করেছেন সিয়ার্স কোম্পানিতে। এরপর ফার্স্ট ন্যাশনাল ব্যাংকে তারপর মার্কিন সেনাবাহিনীতে। আবার ব্যাংকের ক্লার্ক হিসেবে চাকরি শুরু করলেন ১৯৫৩ সালে।
গানের ভুবনে পেশাজীবন শুরু করলেন একজন বেহালাবাদক হিসেবে। পরে যোগ দিলেন স্থানীয় একটি দেশের গানের দলে। নাম ক্যানিয়ন কাউবয়। দিনের বেলায় তখন ইউনিয়ন প্ল্যান্টারস ব্যাংকে চাকরি করতেন।
১৯৫৭ সালে তিনি তার রেকর্ড লেবেল বা গানের ক্যাসেট বের করার কোম্পানি করলেন। নাম দিলেন স্যাটেলাইট রেকর্ডস। তারা দেশের গান ও রকাবিলি নামের গানগুলোর ক্যাসেট প্রযোজনা করতেন। তার বোন এক্সটেল এক্সটেন তার বাড়িটি বন্ধক রেখে টাকাগুলো তুলে দিলেন অ্যামপেক্স ৩০০ নামের একটি টাইপ রেকর্ডার কেনার জন্য ভাইকে।
১৯৫৯ সালে সাবেক ম্যামফেস কেন্দ্রীয় নাট্যশালা কিনে নিয়ে চলে এলো তার কোম্পানি। এরপর সেখানে তিনি বোনের নামের সঙ্গে মিলিয়ে তার কোম্পানির নাম ‘স্টাকস’ মিউজিক রাখলেন। অডিটোরিয়াম তিনি স্টুডিও’র জায়গা হিসেবে ব্যবহার করা শুরু করলেন। স্টেজকে করলেন কন্ট্রোল রূম।
লাখ, লাখ ক্যাসেট ও অ্যালবাম বিক্রি করেছেন তারা। তারপরও ১৯৭৬ সালে তাদের প্রতিষ্ঠান ব্যাংক ঋণ পরিশোধ করতে না পেরে দেউলিয়া হয়ে গেল। তিনি একজন সামান্য মানুষ হয়ে গেলেন ও গোপনে লুকিয়ে থাকতে লাগলেন। আদালত তার সম্পত্তি চলচ্চিত্র মোঘল সোল জিরেন্টজ’র ফ্যান্টাসি রেকর্ডসের কাছে নিলামের মাধ্যমে বিক্রি করেছে। তিনি কিনেছেন ১.৩ মিলিয়ন মার্কিন ডলারে। ২০০২ সালে তাকে রক অ্যান্ড রোল হল অব ফেমে জায়গা দেওয়া হলো। তিনি তার নাতনিকে তার পক্ষে পাঠালেন।
২০১৮ সালে তার বেহালাগুলো তার রেকর্ড কোম্পানির নামে গড়ে তোলা স্টাকস মিউজিয়ামে দেবার জন্য এলেন ও একটি দুলর্ভ জনসাক্ষাৎ প্রদান করলেন। জিম স্টুয়ার্টের ব্যবসায়িক অংশীদার বোনটি মারা গিয়েছেন ২০০৪ সালে। তার এই ভাইটিও চলে এলো তার কাছে ৫ ডিসেম্বর।
ওএফএস/এমএমএ/