মিউজিক লাউঞ্জে মাকসুদ ও ঢাকা
দীর্ঘদিন পর টেলিভিশন লাইভে হাজির হচ্ছেন জনপ্রিয় ব্যান্ডদল মাকসুদ ও ঢাকা। এটিএন বাংলার লাইভ মিউজিক্যাল শো ‘মিউজিক লাউঞ্জ’ এর বিশেষ পর্বে (৮ ডিসেম্বর) রাত ১০টা ৫০ মিনিটে গান শোনানোর জন্য হাজির হবেন জনপ্রিয় এই ব্যান্ডদল।
বিএফডিসিতে এটিএন বাংলার স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে অনুষ্ঠানটি। সেলিম দৌলা খানের পরিচালনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন ফেরদৌস বাপ্পাী।
ব্যান্ডের জনপ্রিয় গান পরিবেশনের ফাঁকে ফাঁকে সঞ্চালক অতিথির সঙ্গে আলাপচারিতায় অংশ নেবেন ব্যান্ডের সদস্যরা। আলোচনায় উঠে আসবে ব্যান্ডের নানা অজানা কথা, জনপ্রিয় গান ও সুর সৃষ্টির নেপথ্যের কথা।
টেলিফোনের পাশাপাশি অনুষ্ঠানে এসএমএস, ই-মেইল এবং ফেসবুকের মাধ্যমে দর্শকরা অনুষ্ঠানে আগত শিল্পীর কাছে তাদের পছন্দের গানের অনুরোধ পাঠাতে পারবেন।
ব্যান্ড তারকা মাকসুদুল হক ৯০ দশকে পুরনো ব্যান্ড ছেড়ে গড়ে নতুন ব্যান্ডদল মাকসুদ ও ঢাকা। ১৯৯৭ প্রকাশিত হয়েছিল ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘প্রাপ্তবয়স্কের নিষিদ্ধ’। দুই বছর বিরতি দিয় ১৯৯৯ সালে বাজারে আসে তাদের দ্বিতীয় অ্যালবাম ‘ওগো ভালোবাসা’।
এএম/এমএমএ/