আসছে সঞ্জয় লীলা বানসালির প্রথম গানের অ্যালবাম
ভারতের সুপারহিট চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা বানসালি তার প্রথম গানের অ্যালবাম বাজারে আসছে বলে জানিয়েছেন।
সোমবার (৫ নভেম্বর) তিনি এ ঘোষণা দেন। তিনি অ্যালবামের নাম রেখেছেন ‘সুখন’। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, অ্যালবামটি বুধবার (৭ ডিসেম্বর) মুক্তি দেওয়া হবে।
চার, চারটি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই পরিচালক আরও লাভ করেছেন ১০টি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড। ভারত চতুর্থ সর্বোচ্চ সম্মান পদ্মশ্রীতেও ভূষিত হয়েছেন তিনি।
বানসালি একাধারে একজন সিনেমা নির্মাতা, পরিচালক, চিত্রনাট্যকার ও সংগীত রচয়িতা।
নিজের পরিচালিত গুজারিশ, গলিয়ন কী রাস-লীলা রাম-লীলা এবং গাঙ্গুবাই কাটিয়াওয়াদি ছবিগুলোর সংগীত রচনা করেছেন।
তিনি যে সুখন নামটি দিয়েছেন তার মাতৃভাষা হিন্দি থেকে, তার ইংরেজি মানে পিস বা শান্তি।
জানিয়েছেন বানসালি জানিয়েছেন, এই অ্যালবামটি তিনি তৈরি করেছেন কোভিড-১৯ মহামারি রোগের প্রার্দুভাবের সময় বাড়িতে বন্দী থেকে।
এই অ্যালবামের সেটে তিনি ব্যবহার করেছেন তার দক্ষতা, যোগ্যতা ও সৃজনশীলতা। তিনি গানগুলোতে রেখেছেন তবলা, ফ্লুট, গিটার, সারেঙ্গী, সেতার ও হারমোনিয়াম।
এই অ্যালবামে মোট নয়টি গান রেখেছেন সঞ্জয় লীলা বানসালি। গেয়েছেন নামকরা গায়ক রশিদ খান, শ্রেয়া ঘোষাল, আরমান মালিক, পাপন, প্রতিভা বাগেল, সাইলু হুদা এবং মধুবন্তী বাগচি। মোট সাত জন সুপারস্টার।
ভারতের সারেগামা ইন্ডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিক্রম মেহরা বলেছেন, ‘আমাদের প্রতিষ্ঠান গর্বিত বানসালির সঙ্গে কাজ করতে পেরে। এই অ্যালবামটি সুপারহিট হবে বলে প্রত্যাশা করি।
বিক্রম মেহরা আরও জানিয়েছেন, ‘পূর্ণতা ও ত্রুটিহীনতার যদি কোনো চেহারা থেকে থাকে, তাহলে অবশ্যই সেটি সঞ্জয় লীলা বানসালি। আবারও ‘সুখনে’ তিনি তার ভালোবাসার কঠোর পরিশ্রমের সুস্পষ্টভাবে প্রমাণ দিয়েছেন।’
ওএফএস/আরএ/