ছয় মাসে নিজের আত্মজীবনী লিখলেন পান্থ কানাই

জনপ্রিয় সংগীত তারকা পান্থ কানাই। গানের মাধ্যমেই তার সব পরিচিতি। গানের পাশাপাশি তিনি একজন সফল ড্রামারও। নগরবাউল জেমসের সঙ্গে এক সময় ড্রাম বাজিয়েছেন এই রক তারকা।
কিছুদিন আগে অভিনয়ে নাম লিখিয়েছেন পান্থ কানাই। তার অভিনীত প্রথম সিনেমার নাম ‘দাহকাল’। এটি নির্মাণ করছেন মঈন হাসান ধ্রুব।
এবার নিজের আত্মজীবনী নিয়ে হাজির হচ্ছেন এই তারকা গায়ক। ছয়মাসে নিজের আত্মজীবনী লেখা শেষও করেছেন তিনি। আগামী বইমেলায় কিংবদন্তি প্রকাশনা থেকে প্রকাশিত হবে বলে জানিয়েছেন পান্থ কানাই।
এই বইটিতে পান্থ কানাইয়ের বেড়ে ওঠা থেকে শুরু করে গানের জীবন ও অন্যান্য যাবতীয় বিষয় উঠে আসবে। এমনটিই জানিয়েছেন তিনি।
এ সম্পর্কে পান্থ কানাই বলেন, ‘এই বইটির মাধ্যমে আমার জীবনে গল্প জানতে পারবে আমার ভক্ত শ্রোতারা। এখানে আমার শৈশব, বেড়ে ওঠা এবং সংগীত ক্যারিয়ার ও সংগীতের বিভিন্ন সার্কেলসহ নানাবিধ বিষয় উঠে এসেছে। এর মাধ্যমে শ্রোতারা সহজেই একদমে আমার জীবন সম্পর্কে জেনে নিতে পারবে।’
এএম/
