বোবাদের কষ্টটা মন থেকে অনুভব করতে পেরেছি: ফারহান
বাক-প্রতিবন্ধীদের সংগ্রামী গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘হৃদ মাঝারে’। মাহমুদ মাহিনের গল্প ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন ছোট পর্দার এ সময়ের আলোচিত জুটি মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল।
সুলতান এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে নাটকটি। একজন বাক-প্রতিবন্ধীর চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান।
মুশফিক আর ফারহান বলেন, ‘এটা বড় একটা চ্যালেঞ্জিং বিষয়। প্রায় ৬১ মিনিটের নাটকে একজন বোবার চরিত্রে অভিনয় কঠিন ব্যাপার। যখন আমার হাতে স্ক্রিপ্ট আসে তখন মনে হয়েছিল চ্যালেঞ্জিং কাজ।’
তিনি আরোও বলেন, ‘যখন শুটিং করতে যাই প্রতিটি শটের আগে গবেষণা করতে হয়েছে। ইউটিউব থেকে সাইন ল্যাঙ্গুয়েজগুলো বের করে পারফর্ম করতে হয়েছে। খুব চ্যালেঞ্জিং একটা কাজ ছিল। তবে উপভোগও করছি। নাটকটা করার পর যারা কথা বলতে পারে না তাদের কষ্টটা মন থেকে অনুভব করতে পেরেছি।’
এই চরিত্রের জন্য কীভাবে প্রস্তুত হলেন-এ প্রশ্নের উত্তরে মুশফিক আর ফারহান বলেন, ‘এই চরিত্রে অভিনয়ের জন্য পরিচালকের সঙ্গে আমার কথা হয়েছিল শুটে একজন ইন্সট্রাক্টর থাকবে। কারণ সব সাইনের ল্যাঙ্গুয়েজ আমার জানা নেই। যাতে আমাকে ধরিয়ে দিতে পারে। কিন্তু শুটিংয়ে যাওয়ার আগে আসলে কাউকে পাওয়া যাচ্ছিল না। তারা খুব বেশি চার্জ চাচ্ছিল। ধরেন, তিন দিনের জন্য দেড় লাখ, দুই লাখ করে চার্জ চাচ্ছিল। ভালো করেই জানেন, একটা নাটকে যে বাজেট থাকে তাতে এই চার্জ এফোর্ট করা কঠিন হয়ে যায়।’
তিনি আরো জানান, এখন পর্যন্ত ভালোবাসা দিবসে প্রকাশ পেয়েছে তাঁর ‘ডিয়ার ভ্যালেন্টাইন’, ‘মনের সাথী’, ‘হৃদ মাঝারে’, ‘তুমি আসবে বলে’ নাটকগুলো।
এএম/এসআইএইচ