রবিবার ঢাবি মাতাবেন ‘নগর বাউল’ জেমস
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত হয়েছে জমকালো উৎসব। এ উৎসবের পঞ্চম দিন আগামীকাল রবিবার (১২ ডিসেম্বর)। এদিন উৎসব মাতাবেন 'নগর বাউল' খ্যাত জেমস। দর্শকদের শোনাবেন তার জনপ্রিয় কিছু গান। এ আয়োজনের পৃষ্ঠপোষকতায় থাকা ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস 'নগদ' এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এ উপলক্ষে জেমস কনসার্টের আগে ভিডিও বার্তা দিয়েছেন। সেখানে তিনি বলেন, ‘বন্ধুরা, আমি আসছি ১২ ডিসেম্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনসার্টে। গান হবে, কথা হবে।’
করোনা মহামারির কারণে দেড় বছরের বেশি সময় কনসার্টের বাইরে ছিলেন দেশসেরা ব্যান্ড তারকা ফারুক মাহফুজ আনাম ওরফে জেমস। সেই বিরতি ভেঙে গত ১২ নভেম্বর স্টেজ শোতে ফেরেন তিনি। এদিন তিনি রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে আয়োজিত ‘নভেম্বর রেইন’ নামক কনসার্টে অংশ নেন।
ঠিক এক মাস পর আবারও কনসার্টে দেখা যাবে জেমসকে। এবার তিনি গাইবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর কনসার্টে। ১২ ডিসেম্বর এ আয়োজনের পঞ্চম দিন। সেদিন মঞ্চ মাতাবেন তিনি।