বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫ | ১৮ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

জন্মদিনে সালমান খান সম্পর্কে জানা–অজানা তথ্য

বলিউডের তারকা অভিনেতা সালমান খান। ছবি: সংগৃহীত

আবদুল রশিদ সেলিম সালমান খানের ৫৮তম জন্মদিন আজ। বলিউডের তুমুল জনপ্রিয় তারকা অভিনেতা সালমান খানের জন্মের সময় বিশাল এ নামই রেখেছিলেন তার বাবা সেলিম খান ও মা সুশীলা চরক। অনেকেই তাকে বলিউড ভাইজান নামে ডাকেন। অনেকের কাছেই তিনি বলিউডের অন্যতম ব্যাচেলর নামে পরিচিত। এদিকে ভাইজানের জন্মদিন উদ্‌যাপন ঘিরে বলিউডে আনন্দের কোনো কমতি ছিল না। ভক্তদের উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো।

সালমান খান

প্রিয় তারকা সালমানের অজানা সব খবর জানার জন্য আগ্রহের শেষ নেই তার অগণিত ভক্তের। জন্মদিনে সালমান-ভক্তদের জন্য তার সম্পর্কে চমকপ্রদ অজানা কিছু তথ্য।

No photo description available.

১. সালমানের পারিবারিক নাম আব্দুল রশিদ সেলিম সালমান খান।

২. তার পূর্বপুরুষ ছিলেন আফগানিস্তানের। ১৮০০ শতকে তারা ভারতে আসেন। সে সময় তাঁরা ইন্দোরের হলকার রাজ্যসভার গুরুত্বপূর্ণ পদে চাকুরি করতেন।

No photo description available.

৩. ‘বিবি হ্যায় তো অ্যায়সি’ ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি বলিউডে পা রাখেন। প্রধান চরিত্রে তার প্রথম অভিনীত ছবি ‘ম্যানে প্যায়ার কিয়া।’

৪. ‘ম্যানে প্যায়ার কিয়া’ হিন্দি ছাড়াও ইংরেজি, স্প্যানিশ, তেলুগু, তামিল ও মালায়ালাম ভাষায় ডাবিং করা হয়।

Salman Khan Recovers From Dengue, All Set To Return With Bigg Boss 16's  Weekend Ka Vaar

৫. অন্তত ১৫টি চলচ্চিত্রে তার চরিত্রের নাম ছিল ‘প্রেম’। এরমধ্যে রয়েছে ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ (প্রেম চৌধুরী); ‘আন্দাজ আপনা অপনা’ (প্রেম ভোপালি); হাম আপকে হ্যায় কোন (প্রেম); জুড়ওয়া (রাজা/প্রেম মালহোত্রা); দিওয়ানা মাস্তানা (প্রেম কুমার); বিবি নম্বর ১ (প্রেম); সির্ফ তুম (প্রেম); হাম সাথ সাথ হ্যায় (প্রেম); চাল মেরে ভাই (প্রেম ওবেরয়); কাঁহি প্যায়ার না হো জায়ে (প্রেম কাপুর); নো এন্ট্রি (প্রেম); পার্টনার (প্রেম লাভ গুরু); মেরিগোল্ড (প্রেম); রেডি (প্রেম কাপুর) এবং প্রেম রতন ধন পায়ো (প্রেম/বিজয়)।

৬. চাইলে সাঁতারু হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারতেন সালমান। স্কুলে পড়ার সময় বহুবার সাঁতার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। ভারতের প্রতিনিধি হিসেবে তিনি দেশের বাইরেও সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।

No photo description available.

৭. বলিউডে শিল্পীদের টেনে তোলার কপিকলও বলা হয় সালমানকে। আয়ুশ শর্মা, ডেইজি শাহ, সোনাক্ষি সিনহা, সুরাজ পাঞ্চালি, আথিয়া শেঠি, জেরিন খান, স্নেহা উল্লাল ও ভূমিকা চাওলার মতো তারকারা সালমানের হাত ধরেই উঠে এসেছেন। এছাড়া কিংবদন্তি অভিনেত্রী নুতনের নাতনী প্রানুতন বহেল, বন্ধুর ছেলে জহির ইকবাল এবং পরিচালক মহেশ মাঞ্জেরকারের কন্যা অশ্বমী রয়েছেন সালমানের হাত ধরার অপেক্ষায়।

৮. সব সময় হাতে ফিরোজা রঙের পাথর বসানো ব্রেসলেট পরেন সালমান। বাস্তব জীবনের পাশাপাশি ছবিতে অভিনয়ের সময়ও পারতপক্ষে হাত থেকে ব্রেসলেট খোলেন না তিনি। শুধু সালমানই নন, তার বাবা সেলিম খানও সব সময় একই রকমের ব্রেসলেট পরে থাকেন। এই ব্রেসলেটকে সৌভাগ্যের প্রতীক বলেই মনে করেন তারা।

Aggregate more than 147 salman khan bracelet - ceg.edu.vn

৯. জুতার ব্র্যান্ডের দূতিয়ালির দায়িত্ব পালন করলেও বাড়িতে খালি পায়ে থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন বলিউডের অন্যতম প্রভাবশালী এ তারকা অভিনেতা।

১০. ১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘হ্যালো ব্রাদার’ ছবিতে ‘চান্দি কি ডাল পার’ গানের মাধ্যমে প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন সালমান। ২০১১ সালে মুক্তি পাওয়া বক্স অফিসে ঝড় তোলা ছবি ‘বডিগার্ড’-এর টাইটেল গানেও কণ্ঠ দিয়েছিলেন তিনি।

Salman Khan: I Can't Sing to Save My Life

১১. নানা ধরনের দাতব্য কাজে সালমানের সক্রিয় সম্পৃক্ততা প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে। অনেক দিন থেকেই নিজের দাতব্য সংস্থা বিয়িং হিউম্যানের মাধ্যমে জনকল্যাণমূলক বিভিন্ন কাজ করে মানুষের মাঝে ভালোবাসা বিলিয়ে দিচ্ছেন ‘ম্যায়নে পেয়ার কিয়া’ তারকা সালমান। শুধু তা-ই নয়, নিয়মিত রক্তদান কর্মসূচিতেও অংশ নেন তিনি।

১২. মহারাষ্ট্রের পানভেল অঞ্চলের বুনো পরিবেশে সালমানের একটি বিলাসবহুল খামারবাড়ি রয়েছে। ১৫০ একরের ওই খামার বাড়ি পর্যটকদের জন্যেও আকর্ষণীয় জায়গা।

Header Ad
Header Ad

৪৩তম বিসিএস: বাদ পড়া ২২৭ প্রার্থীদের পুনর্বিবেচনার সুযোগ

ছবি: সংগৃহীত

৪৩তম বিসিএস থেকে বাদ পড়া ২২৭ জন প্রার্থী পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ পাবেন বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সাময়িকভাবে নিয়োগের জন্য অনুপযুক্ত বিবেচিত প্রার্থীদের পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ সবার জন্য উন্মুক্ত।

গত বছরের জানুয়ারিতে সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৩তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ২,১৬৩ জন প্রার্থীর নিয়োগের সুপারিশ করেছিল। তবে, পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও জেলা প্রশাসকদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৫ অক্টোবর ৯৯ জনকে এবং স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত থাকায় আরও ৪০ জনকে বাদ দিয়ে ২,০৬৪ জনকে নিয়োগের সুপারিশ করা হয়। পরবর্তীতে এনএসআই ও ডিজিএফআইয়ের প্রতিবেদনে বিরূপ মন্তব্যের ভিত্তিতে আরও ২২৭ জন প্রার্থীকে সাময়িকভাবে বাদ দেওয়া হয়।

এই বাদ পড়া প্রার্থীরা বুধবার সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে তাদের পুনর্বিবেচনার দাবি জানান। অনেক প্রার্থী তাদের কষ্টের কথা তুলে ধরে বলেন, পিএসসির সুপারিশ পাওয়ার পরও তাদের বাদ দেওয়া হয়েছে, যা বড় ধরনের হতাশা। তারা দ্রুত তাদের প্রজ্ঞাপনে অন্তর্ভুক্তির দাবি জানান।

জনপ্রশাসন মন্ত্রণালয় বলেছে, বাদ পড়াদের বিষয়টি পুনরায় গভীরভাবে যাচাই-বাছাই করা হবে। একই সঙ্গে সবার আবেদন গুরুত্বসহকারে পর্যালোচনা করে ন্যায্য সিদ্ধান্ত নেওয়া হবে।

Header Ad
Header Ad

জানুয়ারিতে বোতলজাত এলপিজি’র দাম অপরিবর্তিত, অটো গ্যাসের দাম সামান্য কম

ছবি: সংগৃহীত

চলতি জানুয়ারি মাসে বোতলজাত এলপিজি’র দাম অপরিবর্তিত রেখে ১২ কেজির সিলিন্ডারের জন্য ভোক্তা পর্যায়ে দাম ১,৪৫৫ টাকাই রাখা হয়েছে। অন্যদিকে, অটো গ্যাসের দাম লিটারে ৩ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৭৮ পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে বিইআরসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ নতুন দাম ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ।

২০২৪ সালে চারবার এলপিজি ও অটো গ্যাসের দাম কমানো হলেও সাতবার বাড়ানো হয়। গত নভেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম এক টাকা কমানো হয়েছিল। তবে ডিসেম্বরে বোতলজাত এলপিজি ও অটো গ্যাসের দাম অপরিবর্তিত ছিল।

নতুন এ দামে ভোক্তারা জানুয়ারি মাসেও পূর্ববর্তী মূল্যে এলপিজি ব্যবহার করতে পারবেন। অন্যদিকে, অটো গ্যাসের সামান্য মূল্যহ্রাস পরিবহন খাতে কিছুটা সাশ্রয় আনবে বলে আশা করা হচ্ছে।

Header Ad
Header Ad

বছরের শুরুতেই বিয়ে করলেন গায়ক আরমান মালিক

ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী আরমান মালিক। নতুন বছরের শুরুতেই আজ (২ জানুয়ারি) সকালে নিজের বিয়ের ছবি শেয়ার করে সকলকে অবাক করলেন জনপ্রিয় গায়ক আরমান মালিক। দীর্ঘদিনের প্রেমিকা আশনা শ্রফের সঙ্গে অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সেরে নিলেন তিনি। বর এবং কনে দু'জনেই প্যাস্টেল শেডের পোশাকে টুইনিং করে বিয়ের মঞ্চে হাজির হন বিয়েতে।

আশনাকে দেখা গেল কমলা লেহেঙ্গায়, আর আরমান বেছে নিয়েছিলেন প্যাস্টেল অরেঞ্জ শেরওয়ানি। বিয়ের একগুচ্ছ ছবি শেয়ার করে আরমান ক্যাপশনে লিখেছেন, 'তু হি মেরা ঘর।'

গায়কের স্ত্রী আশনা শ্রফ একজন স্বনামধন্য ফ্যাশন এবং বিউটি ভ্লগার, পাশাপাশি তিনি ইউটিউবারও। ২০২৩ সালে তিনি কসমোপলিটান লাক্সারি ফ্যাশন ইনফ্লুয়েন্সার অফ দ্য ইয়ার খেতাব পান।

 

ছবি: সংগৃহীত

আরমান এবং আশনা ২০২৩ সালের আগস্ট মাসে বাগদান করেন। সেদিন আরমান পরেছিলেন বেইজ রঙের প্যান্টস্যুট, আর আশনার পরনে ছিল সাদা ফ্লোরাল প্রিন্টের শর্ট ড্রেস।

প্রেমিকাকে হাঁটু মুড়ে বসে একেবারে চলচ্চিত্রের কায়দায় আংটি পরান আরমান। সেই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছিলেন, 'আমাদের চিরদিন একসঙ্গে থাকার সফর এখন থেকেই শুরু।'

উল্লেখ্য, আরমান মালিক একাধারে সংগীত পরিচালক, গীতিকার, ভয়েস আর্টিস্ট, প্রযোজকও। বলিউডের অনেক সিনেমার গানে প্লেব্যাক করেছেন তিনি। হিন্দি ভাষার পাশাপাশি ইংরেজি, বাংলা, মারাঠি, তামিল, কন্নড়, পাঞ্জাবি, উর্দুসহ আরও বেশ কটি ভাষার গান গেয়েছেন আরমান।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

৪৩তম বিসিএস: বাদ পড়া ২২৭ প্রার্থীদের পুনর্বিবেচনার সুযোগ
জানুয়ারিতে বোতলজাত এলপিজি’র দাম অপরিবর্তিত, অটো গ্যাসের দাম সামান্য কম
বছরের শুরুতেই বিয়ে করলেন গায়ক আরমান মালিক
টানা দুই ম্যাচে পরাজয়ের স্বাদ পেল ঢাকা, রাজশাহীর প্রথম জয়
গোয়েন্দা সংস্থার সুপারিশে ৪৩তম বিসিএসে ২২৭ জন বাদ
ভারতে তুলনামূলক হারে কমেছে বাংলাদেশী পর্যটক
ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে নিত্যপণ্যে প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা
কেন খাবেন সারা রাত ভেজানো কিশমিশ-পানি
বছরের শুরুতেই উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, নারীসহ আহত ১৫!
বিপিএলে এক ম্যাচেই ৭ উইকেট নিয়ে তাসকিনের রেকর্ড
সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামীর বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক
ম্যাজিস্ট্রেট সেজে নারী চিকিৎসকের সঙ্গে ডিম ব্যবসায়ীর মধুর প্রেম, অতঃপর...
‘ডাক’ মেরে নতুন বছর শুরু লিটন দাসের
আজ চুপচাপ থাকা মানুষদের দিন: বিশ্ব অন্তর্মুখী দিবস
অবশেষে বাংলাদেশিদের জন্য চালু হলো থাইল্যান্ডের ই-ভিসা
পল্লী বিদ্যুৎ সমিতিতে একাধিক পদে চাকরির সুযোগ, চলছে আবেদন
রাবিতে বৈষম্যবিরোধী ছাত্রদের তালা, ক্যাম্পাসে উত্তেজনা!
পবিত্র শবে মেরাজ ২৭ জানুয়ারি
মিরপুর স্টেডিয়ামে ভাঙচুর-টিকিট বুথে আগুন!
ঘন কুয়াশায় আচ্ছন্ন রাজধানী, জানুয়ারিতেই তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা