ফারুকী-তিশার ছবি দেখে কেঁদে ফেললেন আনিসুল হক
ছবি: সংগৃহীত
মোস্তফা সরয়ার ফারুকী অভিনীত সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফির প্রশংসা সবার মুখে জ্যেষ্ঠ অভিনেতা থেকে নতুন শিল্পী সবার মুখেই প্রশংসা। অভিনেতা আফজাল হোসেন বলছেন, সমালোচনার সর্বোচ্চ চেষ্টা করতে গিয়েও ফারুকীর সমালোচনা করতে পারিনি।
তারিক আনাম খান বলছেন, খুব অবহেলার সঙ্গে দেখতে শুরু করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত মনোযোগী হতে হয়েছে।
সামাজিক মাধ্যমে ফারুকীর এই ওয়েব ফিল্ম নিয়ে নিত্য কথা হচ্ছেই। এবার দেখা গেল জনপ্রিয় কথাসাহিত্যিক আনিসুল হকের একটি একটি ভিডিও। যেখানে তাকে আবগতাড়িত হতে দেখা যায়, এমনকি চোখের জল আড়াল করতে পারেননি দেশের এই আলোচিত সাহিত্যিক। কেঁদে ফেলেন। পরে তিশা এসে তাকে জড়িয়ে ধরেন।
এটি মূলত গত সপ্তাহের প্রিমিয়ার শো'র ঘটনা। আনিসুল হকের পাশে তিশা ছিলেন, ছিলেন তাসনিয়া ফারিণ ও রেদওয়ান রনি।
মুক্তির আগে তিশা জানিয়েছিলেন, এটি তাঁদের কন্যাসন্তান ইলহামের জন্মের পর প্রথম কাজ। চিত্রনাট্যকার হিসেবে তাঁর অভিষেক হয়েছে। ইলহামের প্রথম মিউজিক ভিডিও, পরিচালক ফারুকীর প্রথম অভিনয়-এই ফিল্মে অনেক কিছুই প্রথমবার ঘটেছে। তাই যেকোনো প্রথম মানুষের জীবনে অনেক স্পেশাল। তাই সিনেমাটি তাঁর জন্য বিশেষ কিছু।
এত দিন ছবির গল্প লেখা ও পরিচালনা করার কাজে যুক্ত থাকলেও এবার তিনি এসেছেন নতুন রূপে, যা অনেকের জন্যই বড় চমক। তাই নির্মাতা ফারুকীর পাশাপাশি অভিনেতা ফারুকীও ছিলেন সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে।
সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফিতে ফারুকীর সঙ্গে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। মুলত ব্যক্তিগত দিনল্পির গল্প হলেও ফারুকী সমাজ, দেশ, রাষ্ট্রের প্রতিনিয়ত দিনলিপি উল্লেখ করার দায়বদ্ধতা এড়াতে পারেননি।