ইতিহাসের সবচেয়ে দামি ভিলেন হতে যাচ্ছেন প্রিয়াংকা চোপড়া!
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। ছবি: সংগৃহীত
বর্তমান সময়ে সিনেমায় ভিলেনদের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, এবং বড় বড় তারকারা এখন খল চরিত্রে পর্দায় উপস্থিত হচ্ছেন। বিশেষ করে বলিউডের সিনেমাগুলোতে এই ভিলেন চরিত্রে সুপারস্টারদের দেখা যাচ্ছে। যেমন ‘কবির সিং’, ‘কেজিএফ’, ‘অ্যানিমেল’, ‘পুষ্পা’, ‘টাইগার’, ‘পাঠান’, ‘জওয়ান’—এ ধরনের ছবিগুলোতে খল চরিত্রের প্রতি দর্শকদের আগ্রহ বেড়েছে।
ববি দেওল, সঞ্জয় দত্তরা ইতিমধ্যেই ভিলেন চরিত্রে শক্তিশালী উপস্থিতি তৈরি করেছেন। তবে এবার এই ধারায় নতুন মাত্রা যোগ করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। ইতিহাসের সবচেয়ে দামি ভিলেন চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি।
![](https://admin.dhakaprokash24.com/media/content/images/2025February/prianka-chopra1-dhakaprokash-20250210153323.jpg)
দক্ষিণী সিনেমার বিখ্যাত পরিচালক এস এস রাজামৌলির নতুন সিনেমা ‘এসএসএমবি২৯’-এ প্রধান ভিলেন চরিত্রে দেখা যাবে প্রিয়াংকা চোপড়াকে। ছবিটির বাজেট রাখা হয়েছে ১ হাজার কোটি রুপি, যা ভারতের সিনেমার ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে।
এই সিনেমায় প্রিয়াংকার পারিশ্রমিক হিসেবে ৩০ কোটি রুপি নির্ধারণ করেছেন রাজামৌলি, যা ভিলেন চরিত্রে অভিনয় করার জন্য এখন পর্যন্ত কোনো অভিনেতা বা অভিনেত্রীকে দেওয়ার সর্বোচ্চ পারিশ্রমিক। এর আগে ববি দেওল ‘অ্যানিমাল’-এ ৪-৫ কোটি টাকা, সঞ্জয় দত্ত ‘কেজিএফ ২’ এবং ‘লিও’-তে ৮-৯ কোটি রুপি, বিজয় সেতুপতি ‘জওয়ান’-এ ২১ কোটি রুপি এবং সাইফ আলি খান ‘আদিপুরুষ’-এ ১০ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছিলেন।
এবার, প্রিয়াংকার ৩০ কোটি রুপি পারিশ্রমিক ভারতের সিনেমা ইন্ডাস্ট্রিতে নতুন এক মাইলফলক সৃষ্টি করতে যাচ্ছে, বিশেষ করে ভিলেন চরিত্র ও নারী অভিনেত্রীর জন্য। সিনেমা বিশ্লেষকদের মতে, এটি নারী তারকাদের জন্য নতুন দিগন্তের সূচনা করবে এবং পরবর্তী সময়ে আরও অনেক নারী অভিনেত্রী ভিলেন চরিত্রে অভিনয়ের সুযোগ পাবেন।
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)