অভিবাসী নারীর গল্প নিয়ে ‘মিলিনিয়াম’
ভারতের কিংবদন্তী অভিনেতা নাসিরউদ্দিন শাহ ‘মিলিনিয়াম’ ছবিতে একটি বিশেষ চরিত্র চিত্রণ করবেন।
ছবিটিতে আরো অভিনয় করবেন-৩৭ বছরের ভারতীয় অভিনেত্রী, মঞ্চ পরিচালক ও সঙ্গীতশিল্পী সাবা আজাদ, মারাঠি ও হিন্দি ভাষার চলচ্চিত্রাভিনেত্রী গীতাঞ্জলি কুলকার্নি, চলচ্চিত্র, টিভি ও মঞ্চাভিনেতা নমিত দাস এবং আমেরিকায় জন্ম নেওয়া বেলজিয়ান অভিনেত্রী, বাঙালি বাবা-মায়ের সন্তান রুমানা মোল্লা। তিনি ২০১৪ সাল থেকে ভারতে নিয়মিত অভিনয় করছেন।
ছবিটির পরিচালক তিনি নিজেই।
সম্প্রতি তিনি ছবিটির মাধ্যমে পরিচালনা শুরু করেছেন।
‘মিলিনিয়াম’র শুটিং করা হবে রোমানা মোল্লার জন্মস্থান বেলজিয়ামে।
মূল কাহিনী হলো-অভিবাসীদের চুক্তিবদ্ধ বিয়ে এবং অভিবাসনের ভালোবাসা, আকর্ষণ ও বন্ধুত্ব।
আনুষ্ঠানিকভাবে সিনেমাটির যে কাহিনী প্রকাশ করা হয়েছে সেটি, একজন নববিবাহিত অভিবাসী ফৌজিয়ার গল্প। তিনি তার শ্বাশুড়ি রুমানার সঙ্গে এমন একটি বাড়িতে এসে উপস্থিত হন যেটি তাদের নয়। তিনি শুরু থেকে তাকে বন্দী করে রাখেন। এরপর কাহিনী এগিয়ে চলে।
সিনেমার পরিচালক ও অন্যতম অভিনেত্রী রুমানা আলী নিজেই বেড়ে উঠেছেন বেলজিয়ামে।
নাসিরউদ্দিন শাহকে একটি বিশেষ চরিত্রে তার রাজি করানোর কারণ, তিনি তার পাশাপাশি জাতীয় চলচ্চিত্র পুরষ্কারজয়ী সিনেমা ‘ইরাদা’তে অভিনয় করেছেন।
কিংবদন্তী এই অভিনেতার সঙ্গে আবার কাজ করতে যাওয়ার বিষয়ে সহ-অভিনেত্রী রুমানা বলেছেন, ‘আমার সিনেমাটি ভালোবাসার ভারবহনকারী। অবশ্যই বলব, এই সিনেমার সব অশান্তিও মূল্য দিয়ে কেনা। ছবিতে নাসির স্যারে সঙ্গে আসলেই একটি স্বপ্ন, সত্য হলো। কোনোদিনও ভাবিনি, আমি তার সঙ্গে আবার অভিনয় করতে পারব। একা তাকে সিনেমায় পরিচালিত করব। অসাধারণ ভাগ্যবান আমি। তার দয়া ও উদারতা অতুলনীয়। আসলেই তিনি সেরা।’
রুমানার সিনেমা ‘মিলিনিয়াম’ প্রযোজনা করছেন শিবাদিত্য বোড়া ‘প্যাটর্ন ওয়ান ফিল্মস’ ও রাধিকা লাভু ‘ইলানার ফিল্মস’ থেকে।
ছবিটির ভারত, বেলজিয়াম ও সার্বিয়াতে শুটিং করা হচ্ছে।
‘মিলিনিয়াম’ ২০২৩ সালের ২৩ জুন শুভমুক্তি লাভ করবে।
ছবি : সাবা আজাদ, নাসিরউদ্দিন শাহ ও রুমানা মোল্লা।
ওএফএস।