ভিডিও ভাইরাল!

সামাজিক যোগাযোগ মাধ্যমে এমএমএস কেলেঙ্কারির পর এবার ভাইরাল হলো ভিডিও।
এমএমএস নিয়ে চর্চার মাঝেই ভাইরাল হয়েছে ভোজপুরি নায়িকা অক্ষরা সিংহের নতুন ভিডিও। এই এমএমএসে এক মহিলাকে দেখা গিয়েছে। তার সঙ্গে নাকি অক্ষরার সাদৃশ্য রয়েছে বলে দাবি করেছেন অনেকে।
ভিডিওতে দেখা গিয়েছে, অক্ষরা কাঁদছেন। ক্ষোভ উগরে দিচ্ছেন চলচ্চিত্র জগতের উপর। কোনো কারণে তিনি ইন্ডাস্ট্রির কয়েক জনের উপর ক্ষুব্ধ। ভিডিওটিতে চোখ মুছতে মুছতে অক্ষরাকে বলতে শোনা গিয়েছে, ‘যাঁরা আমাকে পছন্দ করেন, তাঁদের এমনিতেই ভাল লাগবে। সে আমি যেখানেই যাই, যা খুশি করি।’
ভিডিওটি দেখার পর অনেকে বলছেন, এমএমএস কেলেঙ্কারিতে নাম জড়ানোর পর এ ভাবে ক্ষোভ উগরে দিয়েছেন অক্ষরা। কিন্তু, তা ঠিক নয়। জানা গিয়েছে, অক্ষরার এই ভিডিওটি বছর দুয়েকের পুরনো। এমএমএস কেলেঙ্কারির আবহে নতুন করে তা ভাইরাল হয়েছে।
ভাইরাল এমএমএসটিতে আদৌ অক্ষরা ছিলেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। অভিনেত্রী জানিয়েছেন, ভিডিওটি ভুয়া। তবুও চর্চা থামেনি।
এএম/এমএমএ/
