‘লতা মুঙ্গেশকর ন্যাশনাল অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ‘শৈলেন্দ্র সিং’ ও ‘আনন্দ-মিলিন্দ’
লতা মুঙ্গেশকরের জন্মদিন ২৮ সেপ্টেম্বর-এ ভারত সরকারের প্রচলিত ‘দি ন্যাশনাল লতা মুঙ্গেশকর অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে।
এবার এই পুরস্কার পাচ্ছেন বিখ্যাত প্লেব্যাক গায়ক ‘শৈলেন্দ্র সিং’ ও বলিউডের সুরকার ও সঙ্গীত পরিচালক জুটি ‘আনন্দ-মিলিন্দ’।
খবরটি জানিয়েছেন, লতার জন্মস্থান মহারাষ্ট্র প্রদেশের ইন্দোরের একজন সরকারী প্রশাসনিক কর্মকর্তা।
প্রতি বছর নিয়মিতভাবে মহারাষ্ট্র সাংস্কৃতিক বিভাগ পদক ও আর্থিক সম্মাননা প্রদান করে।
পুরস্কার হিসেবে ভারতীয় মুদ্রায় দুই লাখ রূপী ও একটি উদ্বৃতিপত্র প্রদান করা হয়।
নিজের আলাদা সঙ্গীত কন্ঠস্বরের জন্য পরিচিত শৈলেন্দ্র সিং। তিনি ১৯৭০ ও ১৯৮০’র দশকে অনেক বিখ্যাত মানুষের জন্য গেয়েছেন।
তার অনেক ভালো গানও আছে। তাকে ২০১৯ সালের লতা মুঙ্গেশকর অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
দুইশ’র বেশি ভারতীয় সিনেমার গানে সুর দিয়েছেন আনন্দ-মিলিন্দ। তাদেরকে এই সম্মানজনক পুরস্কারটি দেওয়া হবে ২০২০ সালের জন্য।
মহারাষ্ট্রের গর্বের নামে এই পুস্কারটি প্রাদেশিক সরকার ২০২০ সালের ৭ ফেব্রুয়ারি সর্বশেষ আয়োজন করেছে।
এরপর কোভিড ১৯ মহামারি রোগের কারণে আর আয়োজন সম্ভব হয়নি।
প্রাচীন ও ভুবন বিখ্যাত এই প্রদেশের মেয়ে লতা মুঙ্গেশকর।
ঐতিহাসিক শহর ইন্দোরে ১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর ভারতের গানের পাখি জন্মেছেন।
৬ ফেব্রুয়ারি ২০২২ ভারতের হিন্দি সিনেমার রাজধানী মুম্বাইতে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন ভারতের গর্ব।
এর আগে দেশের কিংবদন্তী সঙ্গীত পরিচালক নওশাদ, কিশোর কুমার নামের ভুবনখ্যাত গায়ক ও লতার বোন আশা ভোঁসলে ‘দি ন্যাশনাল লতা মুঙ্গেশকর অ্যাওয়ার্ড’ জয় করেছেন।
ওএফএস।