মামলার হাজিরা দিচ্ছেন না জ্যাকলিন
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ বিপাকে রয়েছেন। ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় কাহিল তিনি।
এই মামলায় কয়েকবার পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন তিনি। মামলার সুবাদে হাজিরাও দিয়েছেন শ্রীলঙ্কান এই সুন্দরী অভিনেত্রী।
তবে এবার আর পুলিশের কাছে হাজিরা দিচ্ছেন না জ্যাকলিন। সোমবার (১২ সেপ্টেম্বর) দিল্লি পুলিশের কাছে হাজিরা দেওয়ার কথা থাকলেও হাজিরা দিচ্ছেন না তিনি।
পূর্বনির্ধারিত কাজ থাকায় হাজিরা দিতে পারবেন না বলে দিল্লি পুলিশকে জানিয়েছেন এ অভিনেত্রী। সংবাদ সংস্থা এএনআই সূত্রে এমনই খবর।
মন্দির মার্গে দিল্লি পুলিশের ‘ইকোনমিক অফেন্সেস উইং’-এর সদর দপ্তরে যে তিনি হাজিরা দিতে পারবেন না, তা ইমেইল মারফত জানিয়েছেন জ্যাকলিন। এ খবর নিশ্চিত করেছেন এক পুলিশ আধিকারিক।
সংবাদ সংস্থাকে ওই আধিকারিক বলেছেন, ‘এই ঘটনার তদন্তে আমরা জ্যাকলিনকে নতুন করে তলব করব। শীঘ্রই তলবের দিন ঠিক করা হবে।’
এই কেলেঙ্কারির মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর বর্তমানে দিল্লির জেলে রয়েছেন। তাঁর বিরুদ্ধে ১০টিরও বেশি অপরাধের মামলা রয়েছে।
ইডির পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছিল, প্রায় ৫.৭১ কোটি টাকার যে উপহার সুকেশ চন্দ্রশেখর অভিনেত্রীকে দেন, তা পুরোটাই বেআইনি টাকায় কিনে ছিলেন অভিযুক্ত।
ইডির দায়ের করা চার্জশিটটি বিবেচনা করে জ্যাকলিনকে অভিযুক্ত হিসাবে সাব্যস্ত করেছে দিল্লির পটিয়ালা হাউস কোর্ট।
এএম/এমএমএ/