সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ | ১ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

২০২৫ সালের এইচএসসি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসে

ফাইল ছবি

আগামী ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষাও পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা, ২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার মতো সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে।

এদিকে রোববার (১৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম শিক্ষাবোর্ড ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পরীক্ষার্থী ও সংশ্লিষ্টদের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত ২০২৩ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। ২০২৫ সালের এইচএসসি পরীক্ষা সব বিষয়ে অনুষ্ঠিত হবে। এইচএসসি ও সমমান পর্যায়ে প্রতিটি বিষয় ও পত্রে ৩ ঘণ্টা সময়ে পূর্ণ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার বলেন, “২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে অক্টোবরে। ওরা তিন মাস সময় কম পাবে। তাই ওদের সিলেবাসটা কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে।”

তিনি বলেন, “২০২৩ সালে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী ২০২৫ সালের এইচএসসি পরীক্ষা হবে। তবে এই পরীক্ষা সব বিষয়ে পূর্ণ সময়ে ও পূর্ণ নম্বরে হবে।”

 

Header Ad
Header Ad

মিয়ানমারে আটক ২০ বাংলাদেশি দেশে ফিরছেন

ছবি: সংগৃহীত

মিয়ানমারের আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়া ২০ বাংলাদেশি কিশোরকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। রোববার (১৩ এপ্রিল) দেশটিতে অবস্থিত বাংলাদেশের দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

দূতাবাস জানায়, এসব অপ্রাপ্তবয়স্ক কিশোরদের মালয়েশিয়ায় পাচারের চেষ্টা করছিল অসাধু দালালচক্র। তবে পথিমধ্যে তারা মিয়ানমারের সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন।

বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এবং মিয়ানমার কর্তৃপক্ষের সহযোগিতায় তাদের নাগরিকত্ব যাচাই-বাছাই শেষে দেশে প্রত্যাবাসনের ব্যবস্থা করা হয়। কয়েক মাস ধরে তারা দেশটিতে আটক অবস্থায় ছিলেন।

মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. মনোয়ার হোসেন তরুণদের হস্তান্তরের সময় বন্দরে উপস্থিত ছিলেন। তিনি বলেন, যারা অবৈধভাবে মিয়ানমারে প্রবেশ করেছেন, তাদের শনাক্ত করে দেশে ফেরত পাঠাতে দূতাবাস নিরলসভাবে কাজ করছে।

তিনি আরও জানান, সম্প্রতি মিয়ানমারের তথাকথিত 'স্ক্যাম সেন্টার' থেকে বাংলাদেশি নাগরিকদের উদ্ধার করে ফেরত পাঠানোর উদ্যোগও নেওয়া হয়েছে।

এদিকে, একই জাহাজে দেশে ফিরছেন মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় পাঠানো বাংলাদেশের ৫৫ সদস্যের উদ্ধার ও চিকিৎসা সহায়তা টিমও। তারা ১০ দিন ধরে দেশটিতে মানবিক কার্যক্রম পরিচালনা করেন।

Header Ad
Header Ad

পহেলা বৈশাখে রাজধানীতে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

ছবি: সংগৃহীত

পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও আশপাশের এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণে আনা হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার (১৪ এপ্রিল) ভোর ৫টা থেকে এসব এলাকায় কিছু রাস্তা বন্ধ থাকবে এবং কিছু এলাকায় ডাইভারশন ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন নিশ্চিত করতে জননিরাপত্তার স্বার্থে নিম্নোক্ত ট্রাফিক নির্দেশনা অনুসরণ করার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

ডাইভারশন পয়েন্ট ও ব্যারিকেড এলাকায় যান চলাচল বন্ধ থাকবে: বাংলামোটর ক্রসিং, নেভি গ্যাপ, পুলিশ ভবন ক্রসিং, সুগন্ধা ক্রসিং, কাকরাইল চার্চ, কদমফোয়ারা, হাইকোর্ট (পূর্ব ও দক্ষিণ), দোয়েল চত্বর, রমনা ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টার, জগন্নাথ হল, ভাস্কর্য ক্রসিং, নীলক্ষেত এবং কাটাবন ক্রসিং এলাকাসমূহ।

যানবাহনের বিকল্প রুট:

১. মিরপুর-ফার্মগেট থেকে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন বাংলামোটর হয়ে বামে মোড় নিয়ে মগবাজার হয়ে চলবে।
২. গোলাপশাহ মাজার থেকে শাহবাগমুখী গাড়ি কদমফোয়ারা, ইউবিএল ও নাইটিংগেল হয়ে যাবে।
৩. সায়েন্সল্যাব থেকে শাহবাগমুখী যান আজিমপুর, চানখাঁরপুল ও বকশীবাজার হয়ে চলবে।

গাড়ি পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থানগুলো হলো: নেভি গ্যাপ থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত, মৎস্যভবন থেকে সেগুনবাগিচা (আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি), শিল্পকলা একাডেমির গলি, কাঁটাবন থেকে নীলক্ষেত ও পলাশী, দোয়েল চত্বর থেকে শহীদুল্লাহ হল, আব্দুল গনি রোড

নির্ধারিত নির্দেশনা ও ডাইভারশন মেনে চলতে সকল নাগরিকের সহযোগিতা চেয়েছে ডিএমপি, যাতে নিরাপদ ও নির্বিঘ্নভাবে নববর্ষ উদযাপন করা যায়।

Header Ad
Header Ad

সন্ধ্যায় দেশে ফিরছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় দেশে ফিরছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এ সময় তিনি বিমানবন্দরের ১ নম্বর গেট ব্যবহার করবেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

গত ৬ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য স্ত্রী রাহাত আরা বেগমকে সঙ্গে নিয়ে সিঙ্গাপুরে যান মির্জা ফখরুল। এর আগেও বেশ কয়েকবার তাকে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যেতে হয়েছে। ৭৭ বছর বয়সী এই রাজনৈতিক নেতা ২০১৫ সালে কারাবন্দি অবস্থায় ঘাড়ের ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ার পর প্রথম সিঙ্গাপুরে চিকিৎসা নেন। এরপর থেকে প্রতিবছরই ফলোআপ চিকিৎসার অংশ হিসেবে তিনি সিঙ্গাপুরে যান।

সর্বশেষ ২০২৪ সালের ১ সেপ্টেম্বরও তিনি ও তার সহধর্মিণী সিঙ্গাপুরে গিয়েছিলেন স্বাস্থ্য পরীক্ষার জন্য। দীর্ঘ রাজনৈতিক জীবনের পাশাপাশি স্বাস্থ্যগত কারণেও তাকে নিয়মিত বিদেশে চিকিৎসা নিতে হচ্ছে বলে জানিয়েছেন ঘনিষ্ঠরা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

মিয়ানমারে আটক ২০ বাংলাদেশি দেশে ফিরছেন
পহেলা বৈশাখে রাজধানীতে যান চলাচলে ডিএমপির নির্দেশনা
সন্ধ্যায় দেশে ফিরছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল
বর্ষবরণ শোভাযাত্রায় ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’, প্রতিপাদ্য ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’
পুরুষদের জন্য আসছে হরমোনবিহীন জন্মনিয়ন্ত্রণ পিল
স্বর্ণের দাম ভরিতে কমলো ১ হাজার ৩৮ টাকা
ভারতে ওয়াকফ আইন পাস হওয়ার পর প্রথম পদক্ষেপ: মধ্যপ্রদেশে বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হলো মাদ্রাসা
পিএসএলে ৩ উইকেটের সঙ্গে ৩ রেকর্ডে নাম লেখালেন রিশাদ
আজ পহেলা বৈশাখ, নতুন চেতনায় বর্ষবরণের আয়োজন
পদ্মা ব্যাংকে ঋণ জালিয়াতি: নাফিজ সরাফাতসহ চারজনের বিরুদ্ধে মামলা
হাতে হাত রেখে প্রেমিকাকে নিয়ে প্রকাশ্যে এলেন আমির খান
শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রীকে আত্মসমর্পণের নির্দেশ চেম্বার আদালতের
প্রতি ছক্কা ও উইকেটে ফিলিস্তিনে এক লাখ রুপি দেবে পিএসএল-এর দল মুলতান সুলতানস
পয়লা বৈশাখে দেশবাসীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা
সারা দেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা
আপনারা অবশ্যই অনির্বাচিত, প্রতিদিন স্মরণ করিয়ে দেওয়া হবে: সালাহ উদ্দিন আহমদ
সামিটে খরচ দেড় কোটি, বিনিয়োগ এসেছে ৩ হাজার কোটি টাকার: আশিক চৌধুরী
বাংলাদেশে তিনটি বড় হাসপাতাল নির্মাণ করতে চায় চীন
গভর্নিং বডির সিদ্ধান্তে বাতিল ১০ অর্থনৈতিক অঞ্চল: বিডা চেয়ারম্যান
ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন দেয়া ব‍্যক্তি শনাক্ত, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে আছে সম্পৃক্ততা