আরাভ খান হজ করতে সৌদি আরবে!
পুলিশের বিশেষ শাখার (এসবি) কর্মকর্তা মামুন ইমরান খান খুনের মামলার আসামি স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল রেড অ্যালার্ট নোটিশ জারি করেছে। এরপরই তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে শটকে পড়েন।
বুধবার (২২ মার্চ) দেখা গেছে মূল ফেসবুক থেকে সরে গেলেও তার আরেকটি ফেসবুক পেজ থেকে তিনি ‘শান্তির জায়গা’ ক্যাপশন দিয়ে একটি ছবি পোস্ট করেছেন।
ওই ছবিটি বিশ্লেষণ করে দেখা গেছে, ছবিটি তিনি সৌদি আরবে ওমরা হজ পালনরত অবস্থায় তুলেছেন।
এর আগে রবিবার (১৯ মার্চ) পর্যন্ত আরাভ খানকে বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরব বেশি থাকতে দেখা গেলেও সোমবার (২০ মার্চ) ও মঙ্গলবার (২১ মার্চ) একটি ফেসবুক স্ট্যাটাস ছাড়া তাকে আর চোখে পড়েনি। প্রতিদিন তিনি একাধিক ফেসবুক পোস্ট করেন কিন্তু এই দুইদিন তেমন পোস্ট দেখা যায়নি। তবে আজ সকালে তিনি সৌদি আরবে হজে রয়েছেন এমন একটি ছবি পোস্ট করেছেন।
যা নিয়ে বিভিন্ন মহলে চলছে আলোচনা-সমালোচনা। অনেকেই বলছেন আরাভ খান এখন সৌদি আরবে হজে রয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সদরদপ্তরের ইন্টারপোলের দায়িত্বরত এক কর্মকর্তা বলেন, আরাভ খান ধরা পড়ছে কি না এখনো জানি না। ধরা পড়লে তো আমরা জানতে পারতাম। তা ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে দেখলাম তিনি হজে সৌদি আরব গেছেন।
এই বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া মনজুর রহমান বলেন, আরাভ খানের বিরুদ্ধে রেড এলার্ট জারি হয়েছে এতোটুকু বলতে পারি। তিনি গ্রেপ্তার হয়েছেন কি না এ বিষয়ে কিছু জানি না।
তিনি বলেন, শুধু স্বর্ণ ব্যবসায়ী আরাভ খান নয়, এমন ৬৫ জনের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তাকে গ্রেপ্তারের যে গুঞ্জন সেটি আমরা নিশ্চিত না।
কেএম/আরএ/