রাজধানীতে টাকার খোঁজে তল্লাসির নামে ‘জনতার’ লুটপাট (ভিডিও)

রাজধানীতে টাকার খোঁজে তল্লাসির নামে ‘জনতার’ লুটপাট। ছবি: সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর গুলশানের বাসায় বিপুল পরিমাণ অবৈধ অর্থ লুকিয়ে রাখা হয়েছে; এমন তথ্যের ভিত্তিতে মধ্যরাতে দরজা ভেঙে ‘তল্লাশির’ নামে ঢুকে পড়ে একদল জনতা। টাকা খোঁজার অজুহাতে সেখানে প্রবেশ করে বাসাটি তছনছ করেছে তারা।
রাত ১১টার দিকে গুলশানের দিকে মিছিল নিয়ে যায় বিপ্লবী ছাত্র-জনতা নামে ২০-২৫ জনের একটি দল। মুহূর্তেই বাড়ির প্রধান ফটক ভেঙে প্রবেশ করে তারা।
খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে সেখানে পুলিশ যায়। রাত দেড়টার দিকে যান সেনা সদস্যরা। ততক্ষণে ওই বাড়ির ভেতরে সবকিছু তল্লাশির নামে তছনছ করে ফেলা হয়।
বাড়িতে প্রবেশকারীরা জানান, ফ্ল্যাটে এইচ টি ইমামের ছেলের অবৈধ টাকা রাখা আছে এমন খবর পেয়ে এসেছেন তারা। আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া বাড়িতে প্রবেশ নিয়ে কোন সদুত্তর দিতে পারেনি তারা। তাদের বাসায় ঢুকে যাওয়ার ঘণ্টাখানেক পর রাত দেড়টার পরে সেখানে সেনা সদস্যরা যান।
রাত ১২টার কিছু পরে ঘটনাস্থলে আসেন গুলশান জোনের ডিসি, গুলশান থানার ওসি’সহ সেনাবাহিনীর সদস্যরা। একটি কক্ষে বেশ কিছুক্ষণ প্রবেশকারীদের সাথে কথা বলেন তারা।
বাড়িতে প্রবেশকারী একজনকে প্রশ্ন করা হয় যেই উদ্দেশে তিনি এসেছেন এবং তল্লাশি চালিয়েছেন সেই উদ্দেশ্য সফল হয়েছে কি না — উত্তরে তিনি বলেন, না! সাবেক প্রধানমন্ত্রীর দলের কাউকে খুঁজে পাওয়া যায়নি।
এরপর তাকে প্রশ্ন করা হয়, তাহলে তল্লাশির নামে লুটপাট কেন? উত্তরে তিনি বলেন, ওই ফ্ল্যাট থেকে কোন ধরনের লুটপাট করা হয়নি।
অতঃপর রাত আড়াইটার দিকে গণমাধ্যমের উপস্থিতিতেই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সামনে দিয়ে দেশের সাধারণ জনগণ পরিচয় দিয়ে বের হয়ে যান প্রবেশকারীরা।
এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি। এমনকি গণমাধ্যমের সাথে কোনো কথাই বলেনি পুলিশ কিংবা সেনাবাহিনী।
এর আগে গত ২ মার্চ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমাম, তার স্ত্রী মাহিন ইমাম ও কন্যা মানিজে ইসমত ইমামের বিরুদ্ধে তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে তাদের বিরুদ্ধে এসব মামলা হয়।
