বুধবার, ১৯ মার্চ ২০২৫ | ৫ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

হামজাকে ভালোবেসে ইসলাম ধর্ম গ্রহণ করেন স্ত্রী অলিভিয়া (ভিডিও)

হামজা ও স্ত্রী অলিভিয়া। ছবি: সংগৃহীত

বর্তমানে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে আলোচিত নাম হামজা দেওয়ান চৌধুরী।, ইংলিশ ফুটবলের এই ডিফেন্সিভ মিডফিল্ডার বাংলাদেশের জার্সিতে খেলবেন।

অবশেষে সেই অপেক্ষা শেষ হতে যাচ্ছে। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ফুটবলার হামজা চৌধুরী দেশে এসেছেন লাল-সবুজের জার্সি পরে খেলতে। যা এখন টক অব দ্য কান্ট্রি। বাংলার ফুটবলে নতুন এক আমেজ তৈরি করেছে।

বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ লিগের শেফিল্ড ইউনাইটেডের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী খুব কম বয়সেই বিয়ে করেছেন। পারিবারিক সূত্রে জানা যায় আঠারো বছর বয়স পেরোতেই হামজার বিয়ে দেন বাবা মোরশেদ চৌধুরী। ২০১৭ সালে বিয়ে হয় হামজা-অলিভিয়ার।
এর আগে দুজনের মধ্যে ভালোবাসা ছিল। তখনো ফুটবলে হামজার নাম খ্যাতি ছড়ায়নি।

দুজনের সম্পর্কের কথা জানতে পারেন বাবা মোরশেদ চৌধুরী। 'হামজা, মেয়েটাকে আমার কাছে নিয়ে আসো' অলিভিয়াকে বাসায় ডেকে আনলেন হামজা। ব্রিটিশ কন্যা অলিভিয়াকে জানানো হয় 'আমরা বাঙালি এবং মুসলমান, হামজাকে যদি পছন্দ করো তাহলে বিয়ে করতে হবে। আর হামজাকে বিয়ে করতে হলে তোমাকে মুসলমান হতে হবে।' শর্তটা শুনেই আকাশ ভেঙে পড়ে ব্রিটিশ কন্যার।

অলিভিয়া প্রথমে তার পরিবারের আপত্তির কথা তুললেন। ভয়ভীতি ছিল। মুসলমানদের প্রতি ভুল ধারণা ছিল, সত্য প্রকাশে সেগুলো ভেঙে দেওয়া হয়েছে। হামজার পরিবার থেকে মুসলিম ধর্মের নিয়ম-কানুনগুলো সহজেই বুঝাতে পেরেছিলেন অলিভিয়াকে। তাতে সন্তুষ্ট হলেও ইতস্ত করছিলেন অলিভিয়া, মা বাবাকে জানানো যাবে না।' সবকিছু জেনে শুনে অলিভিয়া তার পরিবারকে না জানিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং মোরশেদ চৌধুরীর বাসায় ঘরোয়া অনুষ্ঠানে বিয়ের কাজ সম্পন্ন করা হয়।

মোরশেদ চৌধুরী-রাফিয়া চৌধুরীকে অনেকেই নাকি বলেছেন, 'এত ছোট (হামজা) একটা ছেলেকে বিয়ে দিচ্ছে, মোরশেদ করতেছে কী, আমি কারো কথা শুনিনি।' লেস্টার সেন্ট্রাল মসিজিদের ঈমামকে দিয়ে বিয়ে পড়ানো হয়।

এক বছর এক সঙ্গে ছিলেন সবাই। হামজা টাকা কামাতে শুরু করলেন। পরিবার বড় হতে লাগল। হামজা আলাদা বাসায় উঠলেন। প্রায় আট বছর হতে চলল হামজার সঙ্গে অলিভিয়ার বিয়ে হয়েছে। সে কি এখনো ইসলাম ধর্ম পালন করছে? মোরশেদ চৌধুরী জানালেন মেয়েটা এখন নামাজ পড়ে, রোজা রাখে। মিলাদ পড়ে। আমার বাসায় সপ্তাহে একদিন মিলাদ হয়। তারা চলে আসে। পাশ্চত্যের পোশাক পরিবর্তন করেছে।' পরবর্তী সময়ে অলিভিয়ার পরিবার তার বিয়ে মেনে নিয়েছে।

তিনি বলেন, 'অলিভিয়ার মাধ্যমে তার পরিবার হারাম-হালাল খাদ্য সম্পর্কে জেনেছে। সেটি মেনেও চলে, আলহামদুল্লিাহ।'
হামজা-অলিভিয়ার ঘরে তিন সন্তান। এক কন্যা দুই পুত্র। কন্যা দেওয়ান এনায়া হুসাইন চৌধুরী, দেওয়ান ঈসা হুসাইন চৌধুরী এবং দেওয়ান ইউনুস হুসাইন চৌধুরী। হামজা নিজেই নবির নামে সন্তানদের নাম রেখেছেন।

Header Ad
Header Ad

ভারতে সাজাভোগ শেষে ২১ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশু দেশে ফিরলেন বেনাপোল দিয়ে

ছবি : ঢাকাপ্রকাশ

ভারতে ভালো কাজের প্রলোভনে পড়ে পাচারের শিকার ২১ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশু সাজাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল বন্দরে ফিরে এসেছেন।

আজ বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া এই বাংলাদেশিদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়। ফেরত আসাদের মধ্যে নারী, পুরুষ এবং শিশুরাও রয়েছেন, যাদের বয়স ১ থেকে ২০ বছর পর্যন্ত।

ফেরত আসাদের মধ্যে সাহিদা খাতুন (০৯), সুবর্ণা রায় (০৮), মিরাজ হোসাইন রিমন (১৭), মো. আবু জুবাইদা সান (১৮), স্নিগ্ধা বিশ্বাস (১৫), ইয়াসির আরাফ (০৭), ইন্দ্রজিৎ মন্ডল (১৪), প্রান্ত মন্ডল (১৬), আপন বিশ্বাস (১৮), মিহির জোয়দার (১৮), খাইরুল ইসলাম (১৯), সৈকত আলম (১৯), আবিদ আহমেদ (০১), শিলা আক্তার (২০), টপা খানম (১৬), আজমিরা আক্তার খাতুন (০৯), টুম্পা মন্ডল (১১), সুমাইয়া আক্তার (১৫), দিঘি বিশ্বাস (১০), সোনিয়া আক্তার (১৭) এবং সুমাইয়া আক্তার (১৭) রয়েছেন। এরা বিভিন্ন জেলার বাসিন্দা।

জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার আব্দুল মুহিত জানান, এই নারী-পুরুষ এবং শিশুরা ভালো কাজের প্রলোভনে দালালের মাধ্যমে ভারত গিয়েছিলেন এবং পরে ভারতে অনুপ্রবেশের কারণে আটক হন। এরপর আইনি সহায়তার মাধ্যমে তারা মুক্তি পেয়ে দেশে ফিরেছেন।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইব্রাহিম আহম্মেদ জানান, এই ২১ বাংলাদেশিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার ও রাইটস যশোর তাদের গ্রহণ করে পরিবারগুলোর কাছে হস্তান্তর করবে।

Header Ad
Header Ad

আসছে ‘অ্যালেন স্বপন ২’, নতুন ‘বৈয়াম পাখি’ হবেন জেফার!

নাসির উদ্দিন খান ও জেফার। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলিউড সিনেমা ঘরানার চরিত্র অ্যালেন স্বপন প্রথমবার দর্শকদের সামনে আসে ২০২২ সালে ‘সিন্ডিকেট’ ওয়েব সিরিজে, যেখানে নাসির উদ্দিন খানের দারুণ অভিনয় এবং তার চমৎকার সংলাপের জন্য সাড়া ফেলেছিল। এরপর, ২০২৩ সালে মুক্তি পায় সিরিজটির প্রথম সিজন ‘মাইশেলফ অ্যালেন স্বপন’, যেখানে রাফিয়াত রশিদ মিথিলা, আইমন শিমলা, ফরহাদ লিমন, অর্ণব ত্রিপুরা অভিনয় করেছেন।

এবার, দর্শকদের জন্য আবারো ফিরছে জনপ্রিয় এই চরিত্র অ্যালেন স্বপন। নির্মাতা শিহাব শাহীন নিয়ে আসছেন ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’, এবং আবারও অ্যালেন স্বপন চরিত্রে দেখা যাবে নাসির উদ্দিন খানকে। এই সিরিজের গানে আসছে নতুন চমক!

‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’–এর পোস্টার। ছবি: সংগৃহীত

নতুন গান ‘বৈয়াম পাখি ২.০’ প্রকাশ পেতেই একটি বড় আলোচনা উঠে এসেছে। জানা গেছে, এই গানে কণ্ঠ দিয়েছেন আলোচিত গায়িকা জেফার রহমান। তবে, জেফার নিজেই জানিয়েছেন, তিনি নতুন বৈয়াম পাখি চরিত্রে অভিনয় করছেন না। সিরিজে তার চরিত্র কী হবে, তা জানতে দর্শকদের অপেক্ষা করতে হবে আসন্ন ঈদুল ফিতরের পর, যখন সিরিজটি দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে।

গানটির ২.০ ভার্সনে প্রথমবারের মতো একসঙ্গে কণ্ঠ দিয়েছেন নাসির উদ্দিন খান এবং জেফার রহমান। ২০২৩ সালের ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজের ‘বৈয়াম পাখি’ গানের নতুন ভার্সন এটি, যেখানে প্রথম গানে কণ্ঠ দিয়েছিলেন নাসির উদ্দিন খান। গানটি লিখেছেন খৈয়াম শানু সন্ধি, ম্যাক্স রহমান এবং শেখ কোরাশানী, এবং সুরও করেছেন খৈয়াম শানু সন্ধি।

জেফার। ছবি: সংগৃহীত

জেফার গানটি সম্পর্কে বলেন, “এটি একটি গ্যাংস্টারের কণ্ঠের গান, যেখানে বেপরোয়া ভাব ফুটে উঠেছিল। এবার একজন নারী চরিত্র এসে তাকে চ্যালেঞ্জ করছে, এবং এটি আমার কাছে বেশ আকর্ষণীয় ছিল।” ভিডিওটি স্টপ মোশন অ্যানিমেশন এবং টু-ডি, থ্রি-ডি অ্যানিমেশনের মাধ্যমে তৈরি করা হয়েছে, যা গানের সঙ্গে দর্শকদের আরও বেশি আনন্দ দেবে বলে মনে করেন তিনি।

এদিকে, জেফার তার অভিনয়ের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, “‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ সিরিজে অভিনয়ের প্রস্তাব পেয়ে আমি একদম ভাবিনি। ইন্টারেস্টিং চরিত্র পেলে আমি অভিনয়ে আগ্রহী।” এর আগেও তিনি চরকির ‘মনোগামী’ ফিল্মে অভিনয় করেছেন, তবে এটি তার প্রথম চরকির অরিজিনাল সিরিজে অভিনয়।

দর্শকরা এখন অপেক্ষা করছেন, জেফার আসলে কী চরিত্রে হাজির হবেন এবং নতুন ‘বৈয়াম পাখি ২.০’ গানটি সিরিজের পরিপূরক হিসেবে কেমন প্রভাব ফেলবে।

Header Ad
Header Ad

হাসিনা পালিয়ে যাওয়ার পর রাসেলস ভাইপারও চলে গেছে: বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ছবি: সংগৃহীত

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বুধবার (১৯ মার্চ) রাজধানীর মতিঝিলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে ‘বাংলাদেশের রপ্তানি পণ্যের বৈচিত্র্যকরণ: এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ ও সুযোগ’ শীর্ষক আলোচনা সভায় মন্তব্য করেন।

তিনি বলেন, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার বিক্ষোভের মুখে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে যাওয়ার পর রাসেলস ভাইপার সাপটিও চলে গেছে। বশিরউদ্দীন বলেন, "এটা আমাদের দেশে অনেকবার আলোচিত বিষয়, সেটা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দুর্নীতি। শেখ হাসিনা যাওয়ার পর রাসেলস ভাইপার সাপটাও চলে গেছে, আমি জানি না কেন এভাবে ঘটেছে।"

তিনি আরও বলেন, "উপদেষ্টা পরিষদ পয়সা বা টাকার জন্য আসেনি, তারা কাজের স্বচ্ছ সম্পর্ক নিয়ে একে অপরের কাছ থেকে শিখছে। আমরা একসঙ্গে কাজ করছি, এটা দুর্নীতি কমার লক্ষণ।"

এছাড়া, বশিরউদ্দীন জানান, ইন্ডাস্ট্রিয়াল স্কেলে দেশ থেকে ২৮ লাখ কোটি টাকা চুরি হয়ে চলে গেছে, তবে বর্তমানে এই পরিমাণ টাকা চুরি হচ্ছে না। তিনি বললেন, "এখনও দুর্নীতি পুরোপুরি শেষ হয়নি, তবে আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি যার মাধ্যমে দুর্নীতি কমেছে এবং সামনে আরও কমবে।"

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ভারতে সাজাভোগ শেষে ২১ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশু দেশে ফিরলেন বেনাপোল দিয়ে
আসছে ‘অ্যালেন স্বপন ২’, নতুন ‘বৈয়াম পাখি’ হবেন জেফার!
হাসিনা পালিয়ে যাওয়ার পর রাসেলস ভাইপারও চলে গেছে: বাণিজ্য উপদেষ্টা
রাজশাহীতে বিএনপির কেন্দ্রীয় তিন নেতাকে সতর্কবার্তা
যা রিমান্ড দেয় দিক, কিছু বলবি না: আইনজীবীকে দীপু মনি (ভিডিও)
আন্দোলনে শহীদ জসিমের মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
সিপিজিসিবিএলে চাকরির সুযোগ, বেতন এক লাখ ৭৫ হাজার
আগামী বাজেটে সিগারেটে কর বাড়বে না: এনবিআর চেয়ারম্যান
ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হাইকোর্টে স্থগিত
সমুদ্রে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা ঘোষণা
জিন আতঙ্কে ৫০ পোশাক শ্রমিক অসুস্থ, কারখানা ছুটি ঘোষণা
ঘুষ ছাড়া ফাইল ধরেন না নওগাঁ গণপূর্ত অধিদপ্তরের অফিস সহকারী!
যুক্তরাষ্ট্রে আবদুস সোবহান গোলাপের ৯ বাড়ি ও ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুদক
৩৭ লাখ টাকাসহ আটক গাইবান্ধার সেই প্রকৌশলীকে বরখাস্ত
মহাকাশে আটকে পড়া ৯ মাসে কী খেতেন সুনিতারা!
‘চন্দ্রিমা উদ্যান’ নাম পরিবর্তন করে পুনরায় ‘জিয়া উদ্যান’ ঘোষণা
মাদরাসায় বিজ্ঞানভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: শিক্ষা উপদেষ্টা
স্থানীয় সরকার থেকে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত হয়নি : আসিফ মাহমুদ
হামজাকে ভালোবেসে ইসলাম ধর্ম গ্রহণ করেন স্ত্রী অলিভিয়া (ভিডিও)
এসএসসির নতুন রুটিন প্রকাশ, পেছাল গণিত পরীক্ষা