যুবসমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে খেলাধুলায় আকৃষ্ট করতে হবে: ডিএনসিসি মেয়র
যুবসমাজকে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ সকল প্রকার অন্যায় থেকে দূরে রাখতে খেলাধুলায় আকৃষ্ট করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকালে রাজধানীর রাজধানীর আর্মি স্টেডিয়ামে ডিএনসিসি মেয়র'স কাপ-২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় তিনি একথা বলেন।
ডিএনসিসি মেয়র বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপ্রেরণায় প্রথমবারের মতো এই টুর্নামেন্টের আয়োজন করতে পারায় ডিএনসিসি পরিবার অত্যন্ত আনন্দিত। ফুটবল, ক্রিকেট ও ভলিবল এই তিনটি ইভেন্ট নিয়ে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ড জুড়ে আয়োজিত টুর্নামেন্টটির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয় "খেলাধুলায় ব্যাস্ত থাকি, মাদককে দূরে রাখি" যা সময়োপযোগী ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
উদ্বোধনী দিনের একমাত্র খেলায় ৩৩ নম্বর ওয়ার্ডের ফুটবল একাদশ ৩-০ গোলে ৩৭ নম্বর ওয়ার্ডের ফুটবল একাদশকে পরাজিত করে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি এবং বিশেষ অতিথি হিসেবে মোহাম্মদ হাবিব হাসান , এ কে এম রহমত উল্লাহ ও শবনম জাহান শীলা উপস্থিত ছিলেন।
আরইউ/