ভর্তি পরীক্ষায় জিপিএ'র ওপর নম্বর কমালো কুবি প্রশাসন
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় জিপিএ-র ওপর ৩০ নম্বর কমানো হয়েছে। বর্তমানে জিপিএ-র ওপর ৩০ নম্বর কমে ১০০ নম্বরের পরীক্ষা ও জিপিএ-র ওপর ২০ নম্বরসহ মোট ১২০ নম্বর নির্ধারণ করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলীর সভাপতিত্বে বিকাল ৪ টায় অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় উপস্থিত সকল সদস্যের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়।
সংবাদ বিজ্ঞপ্তি থেকে মানবণ্টন সম্পর্কে জানা যায়, 'ভর্তিচ্ছুদের এসএসসি বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত (৪র্থ বিষয়সহ) জিপিএ-কে ২ দিয়ে গুণ এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-কে ২ দিয়ে গুন করে মোট ২০ নম্বর নির্ধারিত হবে। ভর্তি পরীক্ষা ১০০ নম্বরের হবে। দুটি যোগ করে ১২০ নম্বরের ওপর মেধা স্কোর নির্ণয় করে তার ক্রমানুসারে মেধা তালিকা তৈরি করা হবে।'
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, 'আমরা প্রথমে জিপিএ-র মার্কটা বেশি রেখেছিলাম। কিন্তু পরবর্তীতে দেখা গেলো যে ৫০ মার্ক কোনো শিক্ষার্থী শুধু জিপিএতে পেয়ে গেলে ভর্তি পরীক্ষার নম্বরের তেমন একটা প্রভাব থাকছে না। যার ভিত্তিতে আমরা আজকে আলোচনা করি এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় সমূহের সাথে মিল করে আমাদের জিপিএ'র নম্বরটি কমিয়েছি।'
এর আগে, প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে ১৫০ নম্বরের ওপর মেধা স্কোর নির্ণয় করে তার ক্রমানুসারে মেধা তালিকা তৈরি করা হবে উল্লেখ করা হয়েছিল। পরবর্তীতে গত ৫ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষার আবেদনে জিপিএ'র ওপর নম্বর কমানো এবং পোষ্য কোটা সংস্কারের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)