বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ | ৩ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

গাজা পরিদর্শনে নেতানিয়াহু, হামাস নির্মূলের হুঁশিয়ারি

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে সমালোচনার মধ্যেই গাজা উপত্যকা পরিদর্শন করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার (১৫ এপ্রিল) এই সফর করেন তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

সফরকালে গাজার উত্তরাঞ্চলে অবস্থানরত সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন নেতানিয়াহু। তার সঙ্গে ছিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ও শীর্ষ সামরিক কর্মকর্তারা।

টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, গাজা সফরে গিয়ে নেতানিয়াহু স্পষ্ট ভাষায় বলেন, হামাস আরও আঘাতের শিকার হবে এবং তাদের সম্পূর্ণভাবে নির্মূল করা হবে।

এসময় তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি সোশ্যাল মিডিয়া পোস্টের কথা উল্লেখ করে বলেন, “খামেনি আমাদের ধ্বংস করতে চান। কিন্তু আমরা নিজেদের ভবিষ্যৎ রক্ষার জন্যই এই যুদ্ধে আছি।”

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ভয়াবহ আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এরপর ১৯ জানুয়ারি একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু ১৮ মার্চ আবারও যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলি বাহিনী নতুন করে হামলা শুরু করে এবং গাজার বড় একটি অংশ দখল করে নেয়।

এই পরিস্থিতিতে হাজার হাজার ফিলিস্তিনি আবারও ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন। মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে উপত্যকাটি, যা নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া ও উদ্বেগ দেখা দিয়েছে।

Header Ad
Header Ad

ধানমন্ডিতে গাড়ি থেকে চাঁদা আদায়, ভাইরাল ভিডিওর সেই যুবক আটক

ভাইরাল হওয়া ভিডিওতে থাকা যুবক মো. আশরাফুল (২৩) কে আটক করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডির জিগাতলা এলাকায় প্রাইভেটকার পার্কিং করাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগে ভাইরাল হওয়া ভিডিওতে থাকা যুবক মো. আশরাফুল (২৩) কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত মধ্যরাতে তাকে আটক করে ধানমন্ডি থানা পুলিশ।

এ তথ্য নিশ্চিত করেছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম। তিনি বলেন, “চাঁদা নেওয়ার ঘটনায় অভিযুক্ত যুবক মো. আশরাফুলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

আটককৃত আশরাফুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জে হলেও সে রাজধানীর হাজারীবাগ এলাকায় বসবাস করে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ধানমন্ডির জিগাতলা এলাকায় সাদা শার্ট পরিহিত এক যুবক প্রাইভেটকার চালকের কাছ থেকে রশিদের মাধ্যমে চাঁদা আদায় করছেন। এ সময় গাড়ির মালিকের সঙ্গে তার তর্কাতর্কি হয়।

ভিডিওতে প্রাইভেটকারে বসা একজন ব্যক্তি চাঁদা আদায়কারী যুবককে প্রশ্ন করেন, “মাস্তানি করতেছো কেন?” উত্তরে ওই যুবক বলেন, “হ করতাছি, কোনো সমস্যা?” পাশে থাকা প্রাইভেটকারের এক নারী যাত্রী তার নাম জানতে চাইলে সে পাল্টা জবাবে বলে, “নাম দিয়ে কি হবে?”

ভিডিওতে আরও দেখা যায়, গাড়ির ভেতর থেকে ভিডিও ধারণ করা হচ্ছে দেখে যুবকটি রাগত ভঙ্গিতে নিজের চুল নাড়িয়ে বলে, “চেহারাটা সুন্দর করে আইছে? যদি একটা চুল বাঁকা করতে পারো কইরো।”

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। এর পরিপ্রেক্ষিতেই পুলিশ অভিযুক্ত যুবককে শনাক্ত করে অভিযান চালিয়ে আটক করে।

পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Header Ad
Header Ad

নির্বাচন কোনোভাবেই জুনের পরে যাবে না: আসিফ নজরুল

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

নির্বাচন আয়োজন নিয়ে পরিষ্কার বার্তা দিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, নির্বাচন জুনের পরে যাবে না—এ বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অবস্থান অত্যন্ত স্পষ্ট এবং দৃঢ়।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে যমুনায় বিএনপির সঙ্গে অনুষ্ঠিত প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। বৈঠকে প্রধান উপদেষ্টা এবং বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

আসিফ নজরুল বলেন, “আমরা বিএনপিকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি—নির্বাচন জুনের পরে নয়। যেই কথা বলুক না কেন, এটা পুরো জাতির প্রতি প্রধান উপদেষ্টার অঙ্গীকার, যা তিনি বারবার প্রকাশ করেছেন।”

তিনি জানান, বৈঠকে বিএনপি ‘ঐকমত্য কমিশন’-এর প্রস্তাবনার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে এবং শিগগিরই তারা এই কমিশনের সঙ্গে বসার প্রতিশ্রুতি দিয়েছে। বিএনপির বেশিরভাগ নেতাই প্রস্তাবিত সংস্কারগুলোর সঙ্গে একমত বলে জানান তিনি।

বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, তবে এ নিয়ে মতপার্থক্য থাকলেও আলোচনা ফলপ্রসূ হয়েছে বলেও জানান আসিফ নজরুল। তিনি বলেন, “ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন মানে দেরি নয়; বরং যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করাই উদ্দেশ্য। যদি ডিসেম্বরেই সম্ভব হয়, তাহলে আমরা ডিসেম্বরেই নির্বাচন করব।”

আইন উপদেষ্টা আরও বলেন, “বিএনপি প্রশ্ন তুলেছিল, সংস্কার হয়ে গেলে দেরির প্রয়োজন কী? আমরা বলেছি, আইনগত ও নীতিগত অনেক বিষয়ের জন্য কিছুটা সময় প্রয়োজন। ডিজিটাল সুরক্ষা আইনের মতো অনেক আইন আমরা বহুবার খসড়া তৈরি করে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেছি।”

তিনি আরও বলেন, “জনগণের একটা আকাঙ্ক্ষা আছে—বিচার হোক। হাজারো মানুষ শহীদ হয়েছে, বহু মানুষ চিরতরে পঙ্গু হয়েছে। শুধু নির্বাচন নয়, বিচার ও সংস্কারও জরুরি। এসব দিক বিবেচনায় নিয়েই জুন সময়সীমার কথা বলা হয়েছে।”

Header Ad
Header Ad

বাইরের থেকে ভিতরেই ভালো আছি: শাহজাহান খান

সাবেক নৌপরিবহনমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান। ছবি: সংগৃহীত

সাবেক নৌপরিবহনমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান কারাগারে নববর্ষ উদযাপন প্রসঙ্গে বলেন, “বাইরের চেয়ে ভিতরেই ভালো আছি।”

বুধবার (১৬ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে হাজির করা হলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আদালতে হাজিরের সময় শাজাহান খানকে হাতে হাতকড়া, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট পরানো অবস্থায় দেখা যায়। তিনি ছিলেন হাসিখুশি এবং আত্মবিশ্বাসী। সাংবাদিকরা যখন জানতে চান কারাগারে তার নববর্ষ কেমন কেটেছে, তখন তিনি হেসে বলেন, “আমাদের কথা আর কত শুনবে, তোমরা কিছু বলো। নববর্ষ যে হইছে, এটাই তো…”

শুনানির সময় তিনি কাঠগড়ার সামনে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে আদালতের বক্তব্য শুনেন এবং মাঝে মাঝে সহআসামিদের সঙ্গে কথাবার্তাও বলেন। আদালতের অনুমতি নিয়ে একপর্যায়ে পানি পান করেন তিনি। শুনানি শেষে যাত্রাবাড়ী থানার তিনটি মামলায় তাকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়।

প্রসঙ্গত, গত বছরের ৫ সেপ্টেম্বর রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি মাদারীপুর-২ আসন থেকে টানা অষ্টমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। পাশাপাশি বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতির দায়িত্বও পালন করছেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ধানমন্ডিতে গাড়ি থেকে চাঁদা আদায়, ভাইরাল ভিডিওর সেই যুবক আটক
নির্বাচন কোনোভাবেই জুনের পরে যাবে না: আসিফ নজরুল
বাইরের থেকে ভিতরেই ভালো আছি: শাহজাহান খান
একযোগে দেশের ৩৫ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান
ঘুষ ও দুর্নীতির অভিযোগে দুদক কর্মকর্তা সুদীপ বরখাস্ত
গাইবান্ধার পলাশবাড়ীতে ত্রিমুখী সংঘর্ষে অটোরিকশা যাত্রী নিহত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ এপ্রিল, মানতে হবে যেসব নির্দেশনা
সারাদেশে বৃষ্টির প্রবণতা, কোথাও শিলাবৃষ্টির আভাস
সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না পাওয়ায় অসন্তুষ্ট বিএনপি : মির্জা ফখরুল
উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে উত্তাল কুয়েট
মৃত্যুশয্যায় ‘বাবা’র পাশে না থাকায় স্ত্রীকে বয়কট করলেন হিরো আলম
জনগণই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে: যুক্তরাষ্ট্র
নওগাঁয় ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ
যুক্তরাজ্যে ভাঙচুরের শিকার মুসলিমদের কবরস্থান
তরুণীকে অটোরিকশায় অশোভন অঙ্গভঙ্গি, বৃদ্ধ গ্রেফতার (ভিডিও)
পাকিস্তানের বেলুচিস্তানে পুলিশের গাড়িতে হামলায় নিহত ৩, আহত ১৮
গাজা পরিদর্শনে নেতানিয়াহু, হামাস নির্মূলের হুঁশিয়ারি
পিএসএলে ফের রিশাদের ভেলকি, ৩ উইকেট নিয়ে জেতালেন দলকে
ভারত থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ
ভূট্টা ক্ষেতে পড়েছিল শিশুর লাশ, পরিবারের দাবি হত্যা