গাজা পরিদর্শনে নেতানিয়াহু, হামাস নির্মূলের হুঁশিয়ারি

ছবি: সংগৃহীত
বিশ্বজুড়ে সমালোচনার মধ্যেই গাজা উপত্যকা পরিদর্শন করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার (১৫ এপ্রিল) এই সফর করেন তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
সফরকালে গাজার উত্তরাঞ্চলে অবস্থানরত সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন নেতানিয়াহু। তার সঙ্গে ছিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ও শীর্ষ সামরিক কর্মকর্তারা।
টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, গাজা সফরে গিয়ে নেতানিয়াহু স্পষ্ট ভাষায় বলেন, হামাস আরও আঘাতের শিকার হবে এবং তাদের সম্পূর্ণভাবে নির্মূল করা হবে।
এসময় তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি সোশ্যাল মিডিয়া পোস্টের কথা উল্লেখ করে বলেন, “খামেনি আমাদের ধ্বংস করতে চান। কিন্তু আমরা নিজেদের ভবিষ্যৎ রক্ষার জন্যই এই যুদ্ধে আছি।”
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ভয়াবহ আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এরপর ১৯ জানুয়ারি একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু ১৮ মার্চ আবারও যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলি বাহিনী নতুন করে হামলা শুরু করে এবং গাজার বড় একটি অংশ দখল করে নেয়।
এই পরিস্থিতিতে হাজার হাজার ফিলিস্তিনি আবারও ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন। মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে উপত্যকাটি, যা নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া ও উদ্বেগ দেখা দিয়েছে।
