যুক্তরাজ্যে ভাঙচুরের শিকার মুসলিমদের কবরস্থান

ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যে ইসলাম ধর্মাবলম্বীদের কবরস্থানে হামলার ঘটনা ঘটেছে। দেশটির কারপেন্ডার্স পার্ক এলাকায় অবস্থিত একটি কবরস্থানে এই হামলা চালানো হয়। মঙ্গলবার (১৫ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করছে, ইসলামবিদ্বেষ থেকেই এ ধরনের ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন সামাজিক সংগঠন ও ধর্মীয় নেতৃবৃন্দ।
স্থানীয় পুলিশ জানিয়েছে, ভাঙচুরে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৮৫টি কবর। ধারণা করা হচ্ছে, যেসব কবর ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে অধিকাংশই শিশু ও কিশোরদের।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দোষীদের খুঁজে বের করতে নজরদারি জোরদার করেছে। তবে ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়।
এদিকে, গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভ ও সমাবেশ বেড়েই চলেছে। এরই ধারাবাহিকতায় ইউরোপজুড়ে ইসলামবিদ্বেষও আশঙ্কাজনক হারে বাড়ছে বলে জানিয়েছে অধিকারকর্মীরা।
