পাকিস্তানের বেলুচিস্তানে পুলিশের গাড়িতে হামলায় নিহত ৩, আহত ১৮

ছবি: সংগৃহীত
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ভয়াবহ বোমা হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) মাসতুং জেলার একটি ব্যস্ত এলাকায় পুলিশের গাড়িকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম ডন।
পুলিশ সূত্রে জানা গেছে, তাদের একটি গাড়ির ওপর রিমোট কন্ট্রোলের মাধ্যমে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে ঘটনাস্থলেই তিন পুলিশ সদস্য প্রাণ হারান এবং অন্তত ১৮ জন আহত হন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদের তাৎক্ষণিকভাবে বোলান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ হামলার দায় এখনো কেউ স্বীকার না করলেও এর নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি হামলায় নিহতদের পরিবারদের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত, সম্প্রতি বেলুচিস্তান অঞ্চলে সহিংসতার মাত্রা বেড়েছে। কিছুদিন আগেই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি ৪ শতাধিক যাত্রীসহ একটি ট্রেন জিম্মি করে দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এ ধরনের হামলা অঞ্চলটির অস্থিতিশীল পরিস্থিতিরই বহিঃপ্রকাশ।
