রাবিতে শীতার্তদের মাঝে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের পক্ষ থেকে দুস্থ-অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের দলীয় টেন্টে এ কম্বল বিতরণ করা হয়।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ছাত্রলীগ সর্বদা অসহায় মানুষের পাশে থাকে। তাই এই শীতের কষ্টও ভাগাভাগি করতে দরিদ্র মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়েছে। এমনকি কোনো দরিদ্র শিক্ষার্থী চাইলে নিজ আইডি কার্ড দেখিয়ে এই কম্বল নিতে পারবে। তা ছাড়া ছাত্রলীগ ক্যাম্পাসের অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যায় সর্বদা এগিয়ে আসতে বদ্ধপরিকর।
জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাস ও আশপাশের দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ২৫০ কম্বল বিতরণ করেছে শাখা ছাত্রলীগ। অনুষ্ঠানে শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুসহ বিভিন্ন হলের নেতারা উপস্থিত ছিলেন।
এসজি