রাবিতে মোবাইল ছিনতাইয়ের সময় আটক ২
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মোটরসাইকেলে করে মোবাইল ছিনতাইকালে ২ যুবককে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে তাদের মারধর ও মোটরসাইকেল পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
রবিবার (২২ জানুয়ারি) রাত ৮টার দিকে আমীর আলী হলের প্রভোস্টের বাসভবনে সামনে মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে রাত ১০টার দিকে আটক দুই যুবককে পুলিশে সোপর্দ করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক।
আটক দুই যুবক হলেন- তেরোখাদিয়া গ্রামের সাকিল উদ্দিনের ছেলে শাহীন আহমেদ ধ্রুব (২০) ও কাশিয়াডাঙার কোর্ট স্টেশনের রবিউল ইসলাম কালুর ছেলে মো. ফয়সাল (২০)।
খোঁজ নিয়ে জানা যায়, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলোজি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রায়হানুল ফিরদাউসের মোবাইল ছিনতাই হয়। তিনি বলেন, আমীর আলী হলের প্রভোস্টের বাসভবনের সামনে দিয়ে মোবাইলে কথা বলতে বলতে সোহরাওয়ার্দী হলে ফেরার পথে পেছন দিক থেকে মোটরসাইকেলে করে দুইজন দ্রুতবেগে আমার ফোন নিয়ে যায়। আমি পেছন থেকে ধর ধর বললে সামনে যারা ছিল তারাও ধরার চেষ্টা করে। পরে শহীদ জিয়াউর রহমান হলের সামনে বেঞ্চে বসা থাকা কয়েকজন তাদের মোটরসাইকেলের দিকে বেঞ্চ ছুড়ে মারায় তারা পড়ে যায়। পরে সবাই একটু উত্তেজিত হয়ে তাদের মোটরসাইকেল পুড়িয়ে দেয় এবং তাদের মারধর করে প্রশাসনের হাতে তুলে দেয়।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, দুই মোবাইল ছিনতাইকারীকে জিয়া হলের সামনে আটক করা হয়েছে জানতে পেরে আমি সহকারী প্রক্টর ও পুলিশ প্রশাসনকে জানিয়ে ঘটনাস্থলে যাই। শিক্ষার্থীরা তাদের হবিবুর রহমান হল ও জিয়া হলের গেস্ট রুমে নিয়ে যায়। পরে আমরা তাদের প্রক্টর অফিসে নিয়ে আসি ও পুলিশের কাছে সোপর্দ করি।
ক্যাম্পাসে নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে সচেতন আছি। এক্ষেত্রে শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য, গত ২১ জানুয়ারি একজন সাইকেল চোরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ছাড়া এর আগে ক্যাম্পাসে একইভাবে তিনটি মোবাইল ছিনতাই হয়।
এসজি