রাবিতে রুমার পরিচ্ছন্নতা কর্মসূচি
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মার্কেটিং অ্যালামনাই এসোসিয়েশন (রুমা) ক্যাম্পাসে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহিদ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে রুমার সভাপতি কাজী মোহাম্মদ হোসাইন নিপু রাবি উপাচার্য গোলাম সাব্বির সাত্তারের নিকট ৩৫টি ডাস্টবিন হস্তান্তর করেন।
এসময় অন্যদের মধ্যে উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবীর, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক মো. নুরুজ্জামান, এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ আনোয়ারসহ বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপ উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব। ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে রুমা যে উদ্যোগ গ্রহণ তা প্রশংসার যোগ্য। আগামীতেও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজে তারা সহযোগিতা অব্যাহত রাখবে সেই প্রত্যাশা করছি।
এএজেড