বুধবার, ২ এপ্রিল ২০২৫ | ১৯ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

স্বাধীনতার ঘোষণাপত্র: বাংলাদেশের মুক্তিসংগ্রামের অনন্য দলিল

১০ এপ্রিল, ১৯৭১ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের একটি অনন্য ঐতিহাসিক দিন। ওই দিন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় এবং যার উপর ভিত্তি করে ওই দিনই মুক্তিযুদ্ধকালীন গঠিত বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের এক বেতার ভাষণের মধ্য দিয়ে স্বাধীনতাকামী বাংলাদেশ রাষ্ট্রের একটি স্বাধীন সরকারের আত্মপ্রকাশ ঘটে; যার রাষ্ট্রপতি হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

এ বেতার ভাষণটি প্রথম রাত সাড়ে ৯টায় আকাশবাণীর একটি কেন্দ্র থেকে প্রচার হয় এবং পরে আকাশবাণীর বিভিন্ন কেন্দ্র এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ১১ এপ্রিল পুনঃপ্রচার করা হয়। এ সরকারই আনুষ্ঠানিকভাবে ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলায় শপথ নেয়। এ শপথ গ্রহণ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করে শোনান অধ্যাপক ইউসুফ আলী। মুক্তিযুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ রাখতে এবং শেখ মুজিবের আকাশচুম্বি জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করতে শপথগ্রহণ শেষে তাজউদ্দিন আহমেদ বৈদ্যনাথতলার নামকরণ করেন মুজিবনগর। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঘোষণাপত্রটিই সাংবিধানিক ভিত্তি কাঠামো হিসেবে কাজ করে। মুক্তিযুদ্ধের এই অনন্য দলিল পরবর্তীতে সংবিধানের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়।

১৯৭১ সালের ১০ এপ্রিল বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধিরা সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ইতোপূর্বে ঘোষিত স্বাধীনতা দৃঢ়ভাবে সমর্থন ও অনুমোদন করেন। আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করার মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করে একটি বৈধ সরকারের অধীনে মুক্তিযুদ্ধ পরিচালনা করার প্রক্রিয়া শুরু করে এবং ১৭ এপ্রিল ১৯৭১ মুজিবনগরে সমবেত হয়ে শপথ গ্রহণ করেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম মন্ত্রীসভার শপথ পাঠ করানোর পর স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়। অষ্টম সংশোধনী মামলায় আনোয়ার হোসেন চৌধুরী বনাম বাংলাদেশ ৪১ ডিএলআর ১৯৮৯ (এডি) ১৬৫, মুজিবনগর সরকার কর্তৃক গৃহীত স্বাধীনতার ঘোষণাপত্রকে বাংলাদেশ সুগ্রিম কোর্ট সংবিধানের মূল সূচনা (Genesis of the constitution) হিসেবে আখ্যায়িত করেছে।


মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের মুজিবনগরে বাংলাদেশ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অভিবাদন গ্রহণ করছেন।

সংবিধান প্রণিত হওয়ার শুরু থেকেই সংবিধানের অন্য যেকোনো বিধান সত্ত্বেও চতুর্থ তফসিলে বর্ণিত বিধানাবলী ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানবলী হিসেবে বিবেচিত হবে। চতুর্থ তফসিলে বর্ণিত ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানবলী সংক্রান্ত ১৫০ অনুচ্ছেদের উপ-অনুচ্ছেদ ৩(১) অনুযায়ী বলা হয় যে, ‘১৯৭১ সালের ২৬ মার্চ হতে এই সংবিধান প্রবর্তনের তারিখের মধ্যে প্রণীত বা প্রণীত বলে বিবেচিত সকল আইন, স্বাধীনতার ঘোষণাপত্র বা যেকোনো আইন হতে আহরিত বা আহরিত বলে বিবেচিত কর্তৃত্বের অধীন অনুরূপ মেয়াদের মধ্যে প্রযুক্ত সকল ক্ষমতা বা কৃত সকল কার্য এতদ্বারা অনুমোদিত ও সমর্থিত হলো এবং তা আইনানুযায়ী যথার্থভাবে প্রণীত, প্রযুক্ত ও কৃত হয়েছে বলে ঘোষিত হলো।’

অর্থাৎ সংবিধানের শুরু থেকেই স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের অবিচ্ছেদ্য মৌলিক অংশ। সংবিধানের পরিশিষ্ট-১ এর মাধ্যমে স্বাধীনতার ঘোষণাপত্রটি (অনূদিত) সংবিধানে অন্তর্ভুক্ত আছে সংবিধানের শুরু থেকেই। ১৯৭১ সালের ১০ এপ্রিল ইংরেজিতে প্রণিত ‘proclamation of independence’ যা মুজিবনগরে ঘোষিত ও জারিকৃত তা ২৩ মে ১৯৭২ তারিখে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়। শুধু তাই নয়, বিএনপি সরকারের সময় যে সংবিধান অনুসরণ করা হয়েছে সেখানেও স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের অবিচ্ছেদ্য মৌলিক অংশ হিসেবেই বলবৎ ছিল।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন-২০১১ এর ৫০ ধারা বলে ১৫০ অনুচ্ছেদটিকে নতুনভাবে প্রতিস্থাপিত করে এবং যেটি এখন পরিবর্তিতরূপে বর্তমান সংবিধানে বহাল রয়েছে। বর্তমান সংবিধানের অনুচ্ছেদ ১৫০(১) এ বলা হয়েছে যে, এই সংবিধানের অন্য কোনো বিধান সত্ত্বেও ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর তারিখে এই সংবিধান প্রবর্তনকালে সংবিধানের চতুর্থ তফসিলে বর্ণিত বিধানাবলী ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী হিসেবে কার্যকর থাকবে।

সংবিধানের ১৫০(২) অনুচ্ছেদ অনুযায়ী ১৯৭১ সালের ৭ মার্চ হতে ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর এই সংবিধান প্রবর্তিত হওয়ার অব্যবহিত পূর্ব পর্যন্ত সময়কালের মধ্যে সংবিধানের পঞ্চম তফসিলে বর্ণিত ১৯৭১ সালের ৭ মার্চ তারিখে ঢাকার রেসকোর্স ময়দানে দেওয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ, ষষ্ঠ তফসিলে বর্ণিত ১৯৭১ সালের ২৬ মার্চ তারিখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার টেলিগ্রাম এবং সপ্তম তফসিলে বর্ণিত ১৯৭১ সালের ১০ এপ্রিল তারিখে মুজিবনগর সরকারের জারি করা স্বাধীনতার ঘোষণাপত্র হলো বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিসংগ্রামের ঐতিহাসিক ভাষণ ও দলিল, যা উক্ত সময়ের জন্য ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী হিসেবে কার্যকর হবে। সংবিধানের এই সংশোধন অনুযায়ী বর্তমান সংবিধানে চতুর্থ তফসিলে ১৫০(১) অনুচ্ছদ অনুযায়ী ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী এবং সপ্তম তফসিলে ১৫০(২) অনুচ্ছেদ অনুযায়ী ১৯৭১ সালের ১০ এপ্রিল তারিখে মুজিবনগর সরকারের জারি করা স্বাধীনতার ঘোষণাপত্রের (অনূদিত) সন্নিবেশিত আছে। সংবিধানের সপ্তম তফসিলে স্বাধীনতার ঘোষণাপত্র অন্তর্ভুক্ত করে বাংলাদেশের সাংবিধানিক ইতিহাসের ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে।

তাজউদ্দিন আহমদের মৌলিক কিছু নির্দেশনার ভিত্তিতে ব্যারিস্টার আমীর-উল-ইসলাম স্বাধীনতার ঘোষণাপত্রটি রচনা করেন। স্বাধীনতার ঘোষণাপত্র জারির মাধ্যমে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের আত্মপ্রকাশ এবং একটি সরকার গঠনের বিষয়টি আন্তর্জাতিক আইনের সঙ্গে সম্পর্কিত বিবেচনা করে তাজউদ্দিন আহমদ তা কোনো একজন খ্যাতিসম্পন্ন আইনবিদকে দিয়ে দেখিয়ে নিতে বলেন। ব্যারিস্টার আমীর-উল-ইসলাম স্বাধীনতার ঘোষণাপত্রটি কলকাতার প্রখ্যাত ব্যারিস্টার সুব্রত রায় চৌধুরীকে দেখালে তিনি এটিকে যথার্থ ও অপরিবর্তনীয় বলে উল্লেখ করেন। আধুনিক বিশ্বের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে, ১৭৭৪ সালে আমেরিকায় উপনিবেশবাদের বিরুদ্ধে এক ধরনের বৈপ্লবিক আন্দোলনের পরিবেশ সৃষ্টি হলে ১৭৭৬ সালের ৪ জুলাই ‘Declaration of Independence’ নামে সনদ ঘোষণার মাধ্যমে তা পূর্ণতা পায়।

আমেরিকার স্বাধীনতার সনদ ঘোষণার পর বাংলাদেশ ব্যতিত আর কোথাও অনুরূপ ঘোষণা প্রদানের মাধ্যমে একটি বৈধ সরকার গঠন করে স্বাধীনতা যুদ্ধে লিপ্ত হওয়ার ঘটনা দেখা যায় না। স্বাধীনতার ঘোষণাপত্রেই বলা হয় কোনো ক্ষমতাবলে এবং পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সনের ২৬ মে মার্চ তারিখে ঢাকায় বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা প্রদান করেন, কোনো ক্ষমতাবলে একটি গণপরিষদ গঠন করে বাংলাদেশ নামে রাষ্ট্র প্রতিষ্ঠা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ইতোপূর্বে ঘোষিত স্বাধীনতা দৃঢ়ভাবে সমর্থন ও অনুমোদন করা হলো তাও স্বাধীনতার ঘোষণাপত্রেই উল্লিখিত আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি তারও উল্লেখ রয়েছে এ অনন্য সাংবিধানিক দলিলে। স্বাধীনতার ঘোষণাপত্রের আলোকেই আমরা এই বিষয়গুলো আলোচনা করে দেখতে পারি।

১৯৭১ সালের ১০ এপ্রিল তারিখে মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র (অনূদিত) স্পষ্টভাবে বলা আছে। “যেহেতু একটি সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে প্রতিনিধি নির্বাচনের জন্য ১৯৭০ সনের ৭ ডিসেম্বর হইতে ১৯৭১ সনের ১৭ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং যেহেতু এই নির্বাচনে বাংলাদেশের জনগণ ১৬৯ জন প্রতিনিধির মধ্যে আওয়ামী লীগ দলীয় ১৬৭ জনকে নির্বাচিত করেন এবং যেহেতু সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে জেনারেল ইয়াহিয়া খান জনগণের নির্বাচিত প্রতিনিধিগণকে ১৯৭১ সনের ৩ মার্চ তারিখে মিলিত হওয়ার জন্য আহ্বান করেন। যেহেতু এই আহুত পরিষদ-সভা স্বেচ্ছাচারী ও বেআইনিভাবে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয় এবং যেহেতু পাকিস্তানি কর্তৃপক্ষ তাহাদের প্রতিশ্রুতি রক্ষার পরিবর্তে এবং বাংলাদেশের প্রতিনিধিগণের সহিত আলোচনা অব্যাহত থাকা অবস্থায় একটি অন্যায় ও বিশ্বাসঘাতকতামূলক যুদ্ধ ঘোষণা করে এবং যেহেতু এইরূপ বিশ্বাসঘাতকতামূলক আচরণের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জনগণের আত্মনিয়ন্ত্রণের আইনানুগ অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭১ সনের ২৬ মার্চ তারিখে ঢাকায় যথাযথভাবে স্বাধীনতার ঘোষণা প্রদান করে এবং বাংলাদেশ মর্যাদা ও অখণ্ডতা রক্ষার জন্য বাংলাদেশের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান এবং যেহেতু একটি বর্বর ও নৃশংস যুদ্ধ পরিচালনায় পাকিস্তানি কর্তৃপক্ষ, অন্যদের মধ্যে বাংলাদেশের বেসামরিক ও নিরস্ত্র জনগণের উপর নজীরবিহীন নির্যাতন ও গণহত্যার অসংখ্য অপরাধ সংঘটন করিয়াছে এবং এখনো অনবরত করিয়া চলিতেছে। যেহেতু পাকিস্তান সরকার একটি অন্যায় যুদ্ধ চাপাইয়া দিয়া, গণহত্যা করিয়া এবং অন্যান্য দমনমূলক কার্যকলাপের মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিগণের পক্ষে একত্রিত হইয়া একটি সংবিধান প্রণয়ন এবং নিজেদের মধ্যে একটি সরকার প্রতিষ্ঠা করা অসম্ভব করিয়া তুলিয়াছে, যেহেতু বাংলাদেশের জনগণ তাহাদের বীরত্ব, সাহসিকতা ও বিপ্লবী উদ্দীপনার মাধ্যমে বাংলাদেশের উপর তাহাদের কার্যকর কর্তৃত্ব প্রতিষ্ঠা করিয়াছে, সেহেতু আমরা বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধিরা, বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী জনগণ কর্তৃক আমাদিগকে প্রদত্ত কর্তৃত্বের মর্যাদা রক্ষার্থে, নিজেদের সমন্বয়ে যথাযথভাবে একটি গণপরিষদ গঠন করিলাম এবং পারস্পরিক আলোচনা করিয়া এবং বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করণার্থে, সার্বভৌম গণপ্রজাতন্ত্ররূপে বাংলাদেশ প্রতিষ্ঠা ঘোষণা করিলাম এবং তদ্বারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ইতোপূর্বে ঘোষিত স্বাধীনতা দৃঢ়ভাবে সমর্থন ও অনুমোদন করিলাম।”

স্বাধীনতার ঘোষণাপত্রে আরও স্পষ্টভাবে বলা আছে, “এতদ্বারা দৃঢ়ভাবে ঘোষণা ও সিদ্ধান্ত গ্রহণ করিতেছি যে, সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি থাকিবেন এবং সৈয়দ নজরুল ইসলাম প্রজাতন্ত্রের উপ-রাষ্ট্রপতি থাকিবেন, এবং রাষ্ট্রপতি প্রজাতন্ত্রের সকল সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হইবেন, ক্ষমা প্রদর্শনের ক্ষমতাসহ প্রজাতন্ত্রের সকল নির্বাহী ও আইন প্রণয়ন ক্ষমতা প্রয়োগ করিবেন, একজন প্রধানমন্ত্রী নিয়োগ এবং তাঁহার বিবেচনায় প্রয়োজনীয় অন্যান্য মন্ত্রী নিয়োগ ক্ষমতার অধিকারী হইবেন।”

স্বাধীনতার ঘোষণাপত্রে আরও বলা হয়, “আমরা বাংলাদেশের জনগণের নির্বাচিত প্রতিনিধিগণ আরও সিদ্ধান্ত গ্রহণ করিতেছি যে, কোনো কারণে রাষ্ট্রপতি না থাকা বা রাষ্ট্রপতি তাহার কার্যভার গ্রহণ করিতে অসমর্থ হওয়া বা তাঁহার ক্ষমতা প্রয়োগ করিতে অসমর্থ হওয়ার ক্ষেত্রে, রাষ্ট্রপতির উপর এতদ্বারা অর্পিত সমুদয় ক্ষমতা, কর্তব্য ও দায়িত্ব উপ-রাষ্ট্রপতির থাকিবে এবং তিনি উহা প্রয়োগ ও পালন করিবেন।” স্বাধীনতার ঘোষণাপত্রে আরও বলা হয়, “আমরা আরও সিদ্ধান্ত গ্রহণ করিতেছি যে, স্বাধীনতার এই ঘোষণাপত্র ১৯৭১ সনের ২৬ শে মার্চ তারিখে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে।”

আমাদের পবিত্র সংবিধানের অবিচ্ছেদ্য মৌলিক অংশ স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাধীনতার ঘোষক এবং প্রথম রাষ্ট্রপতি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ এবং বঙ্গবন্ধু কর্তৃক ঘোষিত স্বাধীনতার ঘোষণাকে অনুমোদন করার পরও বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমানসহ কিছু জ্ঞানপাপী জিয়াউর রহমানকে কখনো স্বাধীনতার ঘোষক আবার কখনো প্রথম রাষ্ট্রপতি দাবি করে সংবিধানের প্রতি চরম অবমাননা ও অবজ্ঞা প্রদর্শন করে আসছেন। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস বিকৃত করে নতুন প্রজন্মের মধ্যে বিভ্রান্তির বীজ বপনের গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।

বিএনপির এ ষড়যন্ত্র নতুন কিছু নয়। মুক্তিযুদ্ধের ভিত্তিমূলে আঘাত হানতে এবং মুক্তিযুদ্ধের শাশ্বত সত্য ইতিহাসকে বিকৃত করতে ২০০৪ সালে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন জোট সরকার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস: দলিলপত্র গ্রন্থের তৃতীয় খণ্ডে স্বাধীনতার ঘোষক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবর্তে জিয়াউর রহমানের নাম উল্লেখ করেছিল। তখন জোট সরকারের এই ইতিহাস বিকৃতির বিরুদ্ধে উচ্চতর আদালতে জনস্বার্থে মামলা হলে ২১ জুন ‘০৯ তারিখে বিচারপতি এ.বি.এম. খায়রুল হক ও বিচারপতি মমতাজ উদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ স্বাধীনতার ঘোষণাপত্রের সাংবিধানিক মৌলিকত্ব তুলে ধরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে রায় দিয়ে ইতিহাসের প্রকৃত সত্যকে সুপ্রতিষ্ঠিত করেছেন।

এই রায়ের মাধ্যমে ২০০৪ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস: দলিলপত্র গ্রন্থের তৃতীয় খণ্ড আইন ও সংবিধান পরিপন্থী ঘোষণা করে বাতিল করা হয়। রায়ে স্পষ্টভাবে বলা হয় যে, ২৬ মার্চ প্রত্যুষে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন যা স্বাধীণতার ঘোষণাপত্রে বলা আছে। সংবিধানের ১৫০ অনুচ্ছেদে এই ঘোষণাকে সাংবিধানিক মৌলিকত্ব দেওয়া হয়েছে। এ অবস্থায় কোনো বক্তব্য বা এমনকি কোনো আইন যদি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হয় তা বাতিল বলে গণ্য হবে।

এ লেখার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে অনুরোধ জ্ঞানপাপী ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের কথায় কান দেবেন না। স্বাধীনতার ঘোষণাপত্র পড়ুন এবং ইতিহাস জানুন, বুঝতে পারবেন কেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির পিতা এবং আমাদের মুক্তি সংগ্রামের অবিসংবাদিত নেতা। এ লেখার মাধ্যমে সরকারের কাছে একটি অনুরোধ জানাব তা হলো, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস বিভ্রান্তির হাত থেকে রক্ষা করতে স্বাধীনতার ঘোষণাপত্রের মতো মুক্তিযুদ্ধের একটি অনন্য সাংবিধানিক দলিলকে আমাদের স্কুল কলেজের পাঠ্য পুস্তকে অন্তর্ভুক্ত করার উদ্যোগটি যেন এ সরকার দ্রুত গ্রহণ করে।

ড. মো. হাসিবুল আলম প্রধান: সভাপতি ও অধ্যাপক, আইন বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

এসএন

 

Header Ad
Header Ad

ঢাকায় ফিরছে ঈদযাত্রীরা, অনেকে ছুটছেন শহরের বাইরে

ছবি: সংগৃহীত

প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। একইসঙ্গে, ঈদের তৃতীয় দিনেও অনেকে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে কিংবা ভ্রমণের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন। বুধবার (২ এপ্রিল) ভোর থেকে সদরঘাট লঞ্চ টার্মিনাল, কমলাপুর রেলস্টেশন এবং বিভিন্ন বাস টার্মিনালে এমন দৃশ্য দেখা গেছে।

লম্বা ছুটির সুযোগ নিয়ে এখনও অনেকেই গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। কেউ যাচ্ছেন আত্মীয়-স্বজনের সঙ্গে সময় কাটাতে, আবার কেউ প্রকৃতির সান্নিধ্যে অবকাশ যাপনের জন্য শহরের কোলাহল ছেড়ে বাইরে যাচ্ছেন। অন্যদিকে, যেসব মানুষ কর্মব্যস্ত জীবনে ফিরতে চান, তারা আগেভাগেই ঢাকায় ফিরছেন ভোগান্তি এড়াতে।

লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘ ছুটির ফলে এবার যাত্রীরা ধীরে ধীরে ঢাকা ছাড়ছেন, ফলে ঘাটে অতিরিক্ত ভিড় দেখা যাচ্ছে না। একই চিত্র দেখা গেছে কমলাপুর রেলস্টেশনেও। কেউ ফিরছেন কর্মস্থলে, আবার কেউ পরিবার নিয়ে রাজধানীর বাইরে ঘুরতে যাচ্ছেন।

পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, এবার ঈদযাত্রা তুলনামূলকভাবে স্বস্তিদায়ক হয়েছে। যাত্রীর চাপ ধাপে ধাপে কমার কারণে বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে তীব্র ভিড় কিংবা দীর্ঘ যানজটের সমস্যা কম দেখা যাচ্ছে।

যাত্রীরা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে কর্মস্থলে ফিরতে এবং যানজট এড়াতে আগেভাগেই তারা ঢাকা ফিরছেন। অন্যদিকে, যারা এখনো ঢাকার বাইরে যাচ্ছেন, তাদের অনেকে পরিবার নিয়ে স্বস্তিতে যাত্রা করতে পারছেন।

সাধারণ মানুষের যাতায়াতের এ ধারাবাহিকতা আরও কয়েকদিন চলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Header Ad
Header Ad

চট্টগ্রামের লোহাগাড়ায় আবারও সড়ক দুর্ঘটনা, নিহত ৭

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় আবারও ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে, যেখানে প্রাণ হারিয়েছেন ৭ জন।

আজ (বুধবার) সকাল ৭টার দিকে চুনতি ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ৩ জন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

লোহাগাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, চট্টগ্রামগামী একটি বাসের সঙ্গে কক্সবাজারমুখী দুটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। প্রথমে বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এর পরপরই পেছনে থাকা আরেকটি মাইক্রোবাস এসে ধাক্কা দেয়। এতে প্রথম মাইক্রোবাসে থাকা বেশিরভাগ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন, যার মধ্যে গাড়িচালকও ছিলেন।

প্রসঙ্গত, মাত্র দুই দিন আগেই, ঈদের দিন (৩১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে একই এলাকায় বাস ও মিনিবাসের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছিলেন। একের পর এক দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

Header Ad
Header Ad

বিটিভিতে আজ প্রচারিত হবে ঈদের বিশেষ ‘ইত্যাদি’

উপস্থাপক হানিফ সংকেত। ছবি: সংগৃহীত

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র ঈদের বিশেষ পর্ব আজ (১ এপ্রিল) বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে। হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় নির্মিত এই বিশেষ পর্বে থাকছে বর্ণাঢ্য আয়োজন। বরাবরের মতোই অনুষ্ঠানের শুরু হবে কাজী নজরুল ইসলামের কালজয়ী গান ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’ পরিবেশনের মধ্য দিয়ে।

এবারের ‘ইত্যাদি’তে থাকছে দেশাত্মবোধক গান, যেখানে কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমিনের গাওয়া গানের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন আরও ১০ জন তরুণ শিল্পী। সংগীত পরিবেশনায় থাকছেন হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসান। এ ছাড়া সিয়াম আহমেদ ও জান্নাতুল সুমাইয়া হিমিও গানে অংশ নিয়েছেন। বিশেষ নৃত্য পরিবেশন করবেন জনপ্রিয় চার অভিনেত্রী সাফা কবির, সাদিয়া আয়মান, সামিরা খান মাহি ও পারসা ইভানা।

এবারের ‘ইত্যাদি’তে তিন জনপ্রিয় তারকা দম্পতি—শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী, এফ এস নাঈম ও নাদিয়া আহমেদ, ইন্তেখাব দিনার ও বিজরী বরকতউল্লাহ গানে গানে অনলাইন কেনাকাটার মজার অভিজ্ঞতা তুলে ধরবেন। মধ্যবিত্তের অর্থনৈতিক টানাপোড়েন নিয়ে নির্মিত মিউজিকাল ড্রামাতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মোমেনা চৌধুরী, আনোয়ার শাহী ও র‍্যাপ শিল্পী মাহমুদুল হাসান।

বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে তৌসিফ মাহবুব ও শবনম বুবলির নৃত্য পরিবেশনা। পাশাপাশি, ‘গুজব’ নামের ছোট নাটিকায় বিদেশি অভিনয়শিল্পীদের অংশগ্রহণ দর্শকদের জন্য বাড়তি চমক হয়ে আসবে। এছাড়াও নিয়মিত চরিত্র নাতি ও কাশেম টিভির রিপোর্টার, সামাজিক অসঙ্গতি ও সমসাময়িক ঘটনাও উঠে আসবে ‘ইত্যাদি’র বিশেষ পর্বে।

অনুষ্ঠানটি প্রযোজনা করেছে ফাগুন অডিও ভিশন এবং রচনা, পরিচালনা ও উপস্থাপনায় রয়েছেন হানিফ সংকেত। ঈদের আমেজে ভরা ‘ইত্যাদি’র এই বিশেষ পর্ব দর্শকদের জন্য চমক ও বিনোদনে ভরপুর হতে যাচ্ছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ঢাকায় ফিরছে ঈদযাত্রীরা, অনেকে ছুটছেন শহরের বাইরে
চট্টগ্রামের লোহাগাড়ায় আবারও সড়ক দুর্ঘটনা, নিহত ৭
বিটিভিতে আজ প্রচারিত হবে ঈদের বিশেষ ‘ইত্যাদি’
ঈদের ছুটিতে ফাঁকা ঢাকা, নেই যানজটের চিরচেনা দৃশ্য
মাদারীপুরে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৪, আহত ২
থানায় জিডি করলেন ভোক্তা অধিকারের জব্বার মন্ডল
রাশিয়া আমাদের চিরকালের বন্ধু, কখনো শত্রু নয়: চীনা পররাষ্ট্রমন্ত্রী
গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান খালেদা জিয়ার
দ্বিতীয় দফায় মিয়ানমারে ত্রাণ সহায়তা পাঠালো বাংলাদেশ
ভারতে প্রশিক্ষণ প্লেন বিধ্বস্ত, পাইলট আহত
এপ্রিলে ঢাকায় আসছে আইএমএফ প্রতিনিধি দল
জাপানে মেগা ভূমিকম্পের শঙ্কা, প্রাণহানি হতে পারে ৩ লাখ
জুলাই কন্যাদের সম্মানজনক পুরস্কার নিয়ে যা জানাল যুক্তরাষ্ট্র
দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
শান্তিপূর্ণ ঈদ উদযাপনে সেনাবাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা
গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়াল
রাজধানীতে মেট্রোরেল ও সারা দেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু
যমুনা সেতু দিয়ে একসপ্তাহে ২ লাখ ৪৭ হাজার যানবাহন পারাপার, ১৭ কোটি টাকার টোল আদায়
ঈদের দিনে সড়কে মৃত্যুর মিছিল: ১০ জেলায় নিহত ২১
টঙ্গিবাড়ীতে ঈদের দিনে ১০ টাকায় গরুর মাংস বিক্রি, উপকৃত ৪২০ পরিবার