শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ | ২৯ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

ব্যবস্থাপনার ত্রুটি অগ্নিকাণ্ডের মূল কারণ, দায় সবার

ঢাকা শহরে অগ্নিকাণ্ড প্রায়ই হচ্ছে এবং আমরা দেখেছি এর আগেও হয়েছে। এই অগ্নি দুর্ঘটনা পুরান ঢাকায় বেশি হচ্ছে, বস্তিতে হচ্ছে, এমনকি গুলশানেও হচ্ছে। সামগ্রিকভাবে বললে এটি ব্যবস্থাপনার ত্রুটি। সেই ত্রুটি যাদের বাড়িতে অথবা এলাকায় অথবা মার্কেটে হয় সেটি তাদেরই ত্রুটি।

এ ছাড়া বড় পরিসরে অর্থাৎ যারা দায়িত্বে আছেন সার্বিকভাবে এটি তাদের ত্রুটি। বঙ্গবাজারে আগুন এটিতো আজ প্রথম নয়। এসব জায়গা এত বেশি ঘনবসতি পূর্ণ যে, সামান্য কিছু অসাবধানতা হলেই অর্থাৎ সেটি রান্না করতে হোক, সর্ট সার্কিটে হোক, দুর্ঘটনাগুলো খুব ঘন ঘন হচ্ছে। আমি বলব, এক্ষেত্রে মার্কেট কমিটি আরও বেশি সচেতন থাকতে পারত।

পুরোনো ঢাকা এলাকাটি এত বেশি ঘনবসতি পূর্ণ, রাস্তাগুলোও বেশ সরু, সেখানে প্রবেশ করাও বেশ কঠিন। এখন মার্কেটের আশে পাশে যে ভবনগুলো আছে, সেগুলোতেও আগুন ছড়িয়ে পড়েছে। দুর্ঘটনাটি ঘটেছে ফায়ার সার্ভিসের হেড কোয়ার্টারের কাছেই। সেজন্য হয়তো তাদের পক্ষে তাড়াতাড়ি পৌঁছানো সম্ভব হয়েছে। এর পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনীসহ সবাই আগুন নিয়ন্ত্রণে অংশগ্রহণ করেছে। আমি বলব, ঘন ঘন অগ্নি দুর্ঘটনা খুবই দুঃখজনক এবং আশঙ্কার বিষয়।

কিছুদিন আগে হলো করাইল বস্তি, তারপর সাত তলা বস্তিতে ভয়াবহ দুর্ঘটনা হয়ে গেল। তবে আমাদের বড় বড় শহরগুলোতে বিশেষ করে ঢাকা অথবা চট্টগ্রামে এই দুর্ঘটনার বিষয়গুলে বেশি বেশি ঘটছে এবং ক্ষয় ক্ষতিও বাড়ছে।
অসাবধানতাবশত, বেখেয়ালিপনা অথবা তত্ত্বাবধানের অভাবে এমনটি হতে পারে। বিশেষ করে ভবনমালিক অথবা কর্তৃপক্ষ যারা আছেন তাদের বিষয়টি খেয়াল করতে হবে। এর আগেও যতটুকু মনে পড়ে কমপক্ষে আরও দুইবার আগুন লেগেছিল বঙ্গবাজারে। তবে এবারের অগ্নি দুর্ঘটনাটি ভয়াবহ ও মারাত্মক আকার ধারণ করেছে। এমনকি রমজানের সময় এটি খুবই দুঃখজনক। আরও একটি ভয় আছে নীলক্ষেত বইয়ের দোকান নিয়ে। এরকম আরও অনেক এলাকা আছে যেগুলো খুবই বিপজ্জনক অবস্থায় আছে।

সার্বিকভাবে যারা নগর কর্তৃপক্ষ, যারা মালিক, মার্কেট সমিতি যারা আছে, এজন্য তারা সবাই কিছুটা দায়ীতো বটেই। আরও একটি বিষয় হলো নাশকতা। এটি দুর্ঘটনা নাকি নাশকতা সেটি জানা যাবে হয়তো পরে। ঘন বসতিপূর্ণ এলাকায় এ ধরনের অগ্নি দুর্ঘটনা জনসাধারণের জন্যও ভয়ের বিষয়। রাজউক যখন নবায়ন করে তখন এ ধরনের দুর্ঘটনাগুলো থেকে সচেতনতা বাড়াতে নবায়নের সুযোগ দেয়।

আমি দেখেছি, প্রতিবার আগুন লাগার পরে আগের চেয়ে নবায়ন ভাল হয়। এক্ষেত্রে দুর্ঘটনার দুর্বলতাগুলো চিহ্নিত করে আগের চেয়ে সুরক্ষিত করে তৈরি করা হয়, এটি দুর্ঘটনার সুফলও বলা যেতে পারে, যদিও তা কারও কাম্য নয়।

সেক্ষেত্রে সরকারও মালিকদের জন্য সমন্বয় করে দিতে পারে। রাজউক অথবা সিটি করপোরেশনও সমন্বয় করে দিতে পারে। এরকম দুর্ঘটনা থেকে প্রাপ্ত অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভাল কিছু করা যায় কি না চিন্তা করা উচিত। যা কিছু হয়ে গেছে সেটিতো খুবই দুঃখজনক। এটি অনেক বড় সমস্যা। বিশেষ করে রমজান মাসে ঈদের আগে ব্যবসায়ীদের অনেক বড় ক্ষতি হয়ে গেল।

এ ধরনের অগ্নি দুর্ঘটনা জানমালের ক্ষয়-ক্ষতি দুর্ঘটনা এড়াতে আমাদের এখনই সচেতন হতে হবে এবং জরুরি ভিত্তিতে প্রয়োজনয়ীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

নজরুল ইসলাম: নগরবিদ

Header Ad
Header Ad

ইসলামী শাসনে চলবে সিরিয়া, অস্থায়ী সংবিধানে সই করলেন প্রেসিডেন্ট

সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। ছবি: সংগৃহীত

সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বৃহস্পতিবার (১৩ মার্চ) একটি অস্থায়ী সংবিধানের খসড়া প্রস্তাবে সই করেছেন, যার মাধ্যমে দেশটি আগামী পাঁচ বছর ইসলামী শাসনের অধীনে চলবে। আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, গত ডিসেম্বরে ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) দ্রুত বিদ্রোহ শুরু করার পর সিরিয়ার অন্তর্বর্তীকালীন নেতারা নতুন শাসন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছেন।

শারার এবং বিদ্রোহে অংশগ্রহণকারী নেতাদের মধ্যে এক বৈঠকের পর অস্থায়ী সংবিধান ঘোষণা করা হয়। একে কেন্দ্র করে পুরনো সংবিধান বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং নতুন সংবিধান প্রণয়নের প্রক্রিয়া শুরু হয়।

অস্থায়ী সংবিধানের খসড়ার প্রক্রিয়া নিয়ে দায়িত্বপ্রাপ্ত কমিটির সদস্য আব্দুলহামিদ আল-আওয়াক এক সংবাদ সম্মেলনে জানান, পূর্ববর্তী সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ ধারা রক্ষা করা হবে, যার মধ্যে রয়েছে রাষ্ট্রপ্রধানের জন্য মুসলিম হওয়ার শর্ত এবং আইনশাস্ত্রের প্রধান উৎস হিসেবে ইসলামী আইন নির্ধারণ।

এই অস্থায়ী সংবিধানটির প্রধান লক্ষ্য হলো দেশের রাজনৈতিক উত্তরণে একটি সময়সীমা নির্ধারণ করা। ডিসেম্বরে শারা জানিয়েছিলেন যে, সিরিয়ার সংবিধান পুনর্লিখনে তিন বছর এবং নির্বাচনের আয়োজন করতে পাঁচ বছর পর্যন্ত সময় লাগতে পারে।

এদিকে, গত মাসে সিরিয়ায় একটি জাতীয় সংলাপ সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে নতুন সংবিধান প্রণয়ন এবং অন্তর্বর্তীকালীন সংসদ নির্বাচন আয়োজনের আহ্বান জানানো হয়েছিল। তবে সমালোচকরা বলছেন, এই সম্মেলনটি তাড়াহুড়ো করে আয়োজিত হয়েছিল এবং সিরিয়ার বিভিন্ন জাতিগত ও সাম্প্রদায়িক গোষ্ঠী বা নাগরিক সমাজের পর্যাপ্ত অংশগ্রহণ ছিল না।

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় আসাদ পরিবারের ৫০ বছরের স্বৈরাচারী শাসনের পর নতুন শাসন প্রতিষ্ঠিত হলেও ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুরা এখনও নতুন সরকারের প্রতি সন্দিহান। তবে, তুরস্কের মারদিন আর্তুকলু বিশ্ববিদ্যালয়ের সাংবিধানিক আইন বিশেষজ্ঞ আল-আওয়াক জানান, অস্থায়ী সংবিধানে মত প্রকাশের স্বাধীনতা এবং সংবাদমাধ্যমের স্বাধীনতার নিশ্চয়তা দেওয়ার বিধান রাখা হয়েছে, যা দেশের নড়বড়েও রাজনৈতিক পরিস্থিতিতে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করবে।

সিরিয়ার চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে, শারা সম্প্রতি উত্তর-পূর্ব সিরিয়ায় মার্কিন-সমর্থিত কুর্দি নেতৃত্বাধীন যোদ্ধাদের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি সই করেছেন, যার মধ্যে কুর্দি যোদ্ধাদের সরকারি বাহিনীর সঙ্গে একীভূত করার বিষয়ও রয়েছে।

Header Ad
Header Ad

বিরামপুরে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষে পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষে পরিকল্পনা সভা। ছবি: ঢাকাপ্রকাশ

দিনাজপুরের বিরামপুরে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার (১৩ মার্চ) অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে সকাল ১১টায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লুৎফর রহমান।

সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহেরীল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ তাহাজুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, আনসার ভিডিপি কর্মকর্তা তাহেরা সুলতানা, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার আরিফুল ইসলাম, বিরামপুর প্রেসক্লাবের আহ্বায়ক শাহ্ আলম মণ্ডল এবং এমটি ইপিআই মাসুদ রানা।

সভায় বক্তারা শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ভিটামিন 'এ' ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, অপুষ্টিজনিত সমস্যা প্রতিরোধে এই ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, আগামী ১৫ মার্চ দেশব্যাপী জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে, যেখানে ৬-১১ মাস বয়সী শিশুদের নীল রঙের ক্যাপসুল (১ লাখ আইইউ) এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল (২ লাখ আইইউ) খাওয়ানো হবে।

Header Ad
Header Ad

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, আজ পাওয়া যাচ্ছে ২৪ মার্চের টিকিট

ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ শুক্রবার (১৪ মার্চ) সকাল থেকে শুরু হয়েছে। এদিন সকাল ৮টা থেকে অনলাইনে কেনা যাচ্ছে আগামী ২৪ মার্চের টিকিট।

রেলওয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, অগ্রিম টিকিটের সবগুলোই অনলাইনে বিক্রি হবে এবং এটি সাতদিনব্যাপী চলবে।

আজ সকাল ৮টা থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট ক্রয় করা যাচ্ছে। আজ দুপুর ২টায় পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে।

টিকিট বিক্রির সময়সূচি-

১৪ মার্চ : ২৪ মার্চের টিকিট
১৫ মার্চ : ২৫ মার্চের টিকিট
১৬ মার্চ : ২৬ মার্চের টিকিট
১৭ মার্চ : ২৭ মার্চের টিকিট
১৮ মার্চ : ২৮ মার্চের টিকিট
১৯ মার্চ : ২৯ মার্চের টিকিট
২০ মার্চ : ৩০ মার্চের টিকিট

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, চাঁদ দেখার ওপর ভিত্তি করে ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হতে পারে।

এ ছাড়া যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। ঈদ যাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন এবং এক্ষেত্রে চারটি আসন সংগ্রহ করতে পারবেন। কোনো টিকিট রিফান্ড করা যাবে না।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ইসলামী শাসনে চলবে সিরিয়া, অস্থায়ী সংবিধানে সই করলেন প্রেসিডেন্ট
বিরামপুরে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষে পরিকল্পনা সভা অনুষ্ঠিত
ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, আজ পাওয়া যাচ্ছে ২৪ মার্চের টিকিট
ড. ইউনূস ও গুতেরেসের কক্সবাজার সফর আজ, ইফতার করবেন লাখো রোহিঙ্গার সঙ্গে
ঢাকা বশ্বিবিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আরেফিন সিদ্দিক মারা গেছেন
আমি জানি না, ওরা কেন মাঠ থেকে অবসর নিতে চায় না : খালেদ মাহমুদ সুজন
উপদেষ্টা মাহফুজ শাহরিয়ার কবিরদের ভাষাতেই কথা বলেছেন : জামায়াত
নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা
শিশু আছিয়ার দাফন সম্পন্ন, অভিযুক্তের বাড়িতে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসছেন ড. ইউনূস
‘২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে’
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি শোভনের বাবা গ্রেপ্তার
শুক্রবার থেকে বন্ধ হচ্ছে দেশের সব পর্ন ওয়েবসাইট
ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা থেকে সরে আসা নিয়ে যা বলল হামাস
গাম্বিয়ার সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীরতর করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্ত্রীসহ সাবেক বিজিবি প্রধান সাফিনুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মাগুরার শিশু ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা
আছিয়ার মরদেহ সেনাবাহিনীর হেলিকপ্টারে মাগুরায় নেওয়া হবে
ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস
সোয়া ২ কোটি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল