মূল্যস্ফীতি ও প্রবৃদ্ধি অর্থনীতিতে বড় চ্যালেঞ্জ
বৈশ্বিক অর্থনৈতিক ধাক্কা চলছে সারাবিশ্ব জুড়েই। সেই ধাক্কা বাংলাদেশেও লেগেছে। বড় বড় অর্থনীতি সংকটের মধ্যে পড়েছে। তুলনামূলক ছোট অর্থনীতির দেশ হিসেবে আমরা বৈশ্বিক বিরূপ পরিস্থিতি মোকাবিলা করে টিকে থাকার চেষ্টা করে যাচ্ছি। আশা করছি আমরা বড় ধরনের ক্ষতি ছাড়াই পরিস্থিতি সামাল দিতে পারব।
বর্তমান বিশ্বে বড় চ্যালেঞ্জ হচ্ছে প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি। প্রবৃদ্ধি বাড়াতে টাকার সরবরাহ বাড়াতে হবে। আবার টাকার সরবরাহ বাড়ালে মূল্যস্ফীতি বাড়বে। অন্যদিকে টাকার সরবরাহ কমালে ছোট ব্যবসা বিপদে পড়বে। এই সমস্যা সমাধানে উদ্যোগ নিতে হবে। তবে এই সমস্যার সমাধান করতে হলে আমাদের প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে হবে। আর তা করতে হলে স্বচ্ছতা বাড়াতে হবে।
অন্যদিকে বাংলাদেশে যাদের আর্থিক দুর্বলতা আছে তাদের দুর্দশা বেড়েছে। আমি মনে করি যে আগামীতে একটি বিশেষণ ব্যবহার করা উচিত। খুব সহজ বিশেষণ রিয়েল ইকোনমি। রিয়েল শব্দটা সংযোজন করা খুব দরকার।
‘অর্থনীতি নিয়ে একেক জন একেক রকম ব্যাখ্যা দিচ্ছেন। আমি ব্যাংকিং খাতের কথা বলি, দারিদ্র্যের কথা বলি। এই রিয়েল কথাটা বলা এখন খুব জরুরি হয়ে পড়েছে। এই রিয়েল ইকোনমির আলোচনাটা বাংলাদেশে খুব জোরালোভাবে হওয়া উচিত। আমি মনে করি, এটি একটি বাড়তি দায়িত্ব।’
আরেকটি সমস্যা আমরা দেখতে পাচ্ছি, আংশিক ব্যাখ্যা বা বিবরণ। কোনো বিষয়ে আংশিক দৃষ্টিপাত করে সেখান থেকে আমরা পুরো ছবি পাব না। ফুটপাতে শুয়ে থাকা মানুষের সংখ্যা অনেক বেড়ে গেছে।
‘ফুটপাতে আশ্রয় নেওয়া মানুষের সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় বোঝা যাচ্ছে যে আয়ের দিক থেকে দুর্বল মানুষগুলোর দুর্দশা বেড়েছে। এর একটি কারণ অবশ্যই অর্থনৈতিক চাপ।
মূল্যস্ফীতি অর্থাৎ জীবনযাত্রার খরচ বেড়েছে। করোনার ধাক্কাও আছে। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো তথ্য হচ্ছে এটা। ‘বাংলাদেশে তথ্য দ্বিধা ও তথ্য বিভ্রাট দুটোই বাস্তবতা। সার্বিকভাবে বাংলাদেশে আমরা একটি বিভ্রাটের সমস্যার মধ্যে আছি। বৈশ্বিক অর্থনৈতিক ধাক্কা বাংলাদেশেও লেগেছে এবং তার সমাধানে মনযোগ দিতে হবে।
আমাদের এখানে বিশেষ ক্ষমতাবলে অনেক কিছু হয়। কিন্তু সব হওয়া দরকার আইনের মধ্যে। এ ছাড়া আমাদের সুশাসন বাড়াতে হবে। আমাদের সংকট যেমন আছে সংকট মোকাবিলার পথও আছে। আমাদের সে পথ ধরেই এগুতে হবে। সেজন্য সুশাসন প্রতিষ্ঠা ও সমন্বয়ের দিকে আমাদের উদ্যোগী হতে হবে।
ড. হোসেন জিল্লুর রহমান: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা
আরএ/