শিক্ষার্থীরা জানবে শিখবে ও ধারণ করবে
দেশের শিক্ষা ব্যবস্থা খুব একটা সুখের বলা যাবে না। তার কারণ, আমরা পরীক্ষা নির্ভর জাতি অর্থাৎ আমাদের সব কিছুই পরীক্ষা নির্ভর। পরীক্ষায় ভালো ফল লাভ করলে ভালো ছাত্র। পরীক্ষায় ভালো না করতে পারলে ভালো ছাত্র নয়।
আমার কথা হচ্ছে, পরীক্ষায় ভালো হওয়ার সঙ্গে মানুষ হওয়ার কোনো সম্পর্ক নেই। সুনাগরিক হওয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই। সুশিক্ষিত হওয়া মানেই জিপিএ নয়। শিক্ষার্থীরা মুখস্থ করে জিপিএ-৫ পায়, তারা শুধু নির্দিষ্ট ওই পরীক্ষাটিতে ভালো করে। এর বাইরেও অনেক বিষয় থাকে। শিক্ষার্থীরা সমস্যা সমাধান করতে শিখবে। এটির উদ্দেশ্য হচ্ছে, যে বিষয়টি বইয়ে নেই, কখনো পড়া হয়নি কিংবা শেখা হয়নি— এমন সমস্যার সমাধান তাদের করতে ও জানতে হবে। এটি করতে পারলে শিক্ষার প্রকৃত মজা পাওয়া যাবে।
আমরা ছাত্রছাত্রীদের সৃজনশীল করে গড়ে তোলার পরিবর্তে গতানুগতিক সিলেবাসের বোঝা চাপিয়ে দিই। তাদের বহুলাংশের গাইড বই নির্ভর করে ফেলি। শ্রেণিকক্ষে পাঠদানের বিপরীতে তাদের কোচিং নির্ভর করে তুলছি। আমরা কি শিশুদের সুকুমার বৃত্তি বিকাশের দিকগুলো চিন্তাভাবনা করে সিলেবাস প্রণয়ন করে থাকি? আমরাতো সেটি করি না। সেদিক থেকে বলব, আমরা এখনো অনেক পিছিয়ে অনেকটাই গতানুগতিক আছি। এটি সুখকর নয়। এই অবস্থার পরিবর্তন আবশ্যক মনে হয়। কিছু পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। যথাযথভাবে বাস্তবায়িত হলে পরিবর্তন আসবে সে বিষয়ে আমি আশাবাদী।
আমাদের দেশে প্রায় পাঁচ কোটি শিক্ষার্থী পড়াশোনা করে। পৃথিবীর বিভিন্নদেশে জনসংখ্যা এক কোটিরও নিচে। আমরা সব শিক্ষার্থীদের সৃজনশীল করে গড়ে তুলতে চাই। আমাদের ইচ্ছাটি ভালো। সেক্ষেত্রে নানারকম পরিকল্পনা নিয়ে থাকি। কিন্তু আমাদের পরিকল্পনা সেভাবে ফলপ্রসূ হয় না। আমি বলতে পারি, আমাদের শিশুদের ধারণক্ষমতা প্রচুর। কিন্তু আমাদের শিক্ষকদের বড় অংশেরই যথেষ্ট ঘাটতি আছে। শিক্ষকদের আমরা পর্যাপ্ত বেতন ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা দিতে পারি না। যে কারণে তাদের ভিন্নরকম পন্থা অবলম্বন করতে হয়। বর্তমান প্রেক্ষাপট আসলেই তাই। কিন্তু এটি কখনো সুফল বয়ে আনতে পারে না। আমাদের দরকার সুদক্ষ শিক্ষকশ্রেণি যাদের হাত ধরে শিক্ষার্থীরা শিখবে, জানবে ও ধারণ করবে।
শিক্ষকদের বিভিন্নরকম ট্রেনিং ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীল জ্ঞান বিকাশের লক্ষ্যে উপযুক্ত করে তোলা আমাদের দায়িত্ব। শিক্ষার্থীদের মানোন্নয়নের পাশাপাশি শিক্ষকদের দিকেও আমাদের নজর দিতে হবে। সৃজনশীল শিক্ষা ব্যবস্থার কথা আমরা বলছি। সেক্ষেত্রে শিক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণ প্রয়োজন। তা নাহলে শিক্ষার্থীদের গতানুগতিক পাঠদান তাদের কোনো কাজে আসবে না।
আমি আগেও বলেছি, এখনো বলছি— একটি শিক্ষাবান্ধব জাতি গঠনের লক্ষ্যে আমাদের অবশ্যই ভাবতে হবে। আমাদের কিছু করণীয় আছে। সরকারকে শিক্ষায় বাজেট বরাদ্দ থেকে শুরু করে নীতি নির্ধারক যারা আছেন,তাদের আরও সুগভীর চিন্তাভাবনা করা দরকার বলে আমার মনে হয়।
মুহম্মদ জাফর ইকবাল: শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক
আরএ/