মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ | ২০ কার্তিক ১৪৩১
Dhaka Prokash
Header Ad

বীর শহীদদের সমরকীর্তি অম্লান থাকবে বাঙালির মানসপটে

আজ থেকে ৫১ বছর আগে শুধু দুই বাংলার বাঙালিরাই নয়, ভারতের ৮৫ কোটি মানুষ এবং বাংলাদেশের সাড়ে ৭ কোটি মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কখন ঘড়িতে সাড়ে ৪টা বাজবে। আর অপেক্ষা নয়। ৯ মাস অপেক্ষা করা হয়েছে। যদিও প্রতাপশালী ইয়াহিয়া খান ও ভুট্টোর সেনাবাহিনী এক এক করে পাকিস্তানের সেনা উর্দির ব্যাজগুলো খুলে টেবিলে রেখে দিলেন। পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দিলেন লে. জেনারেল নিয়াজি। ভারতের আত্মসমর্পণের দলিল গ্রহণ করলেন জেনারেল গোজি সিং আরোরা।

রেডিওতে এই খবর শোনার সঙ্গে সঙ্গে বেজে উঠল, ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি...’। ঠিক একই সময় দিল্লির সংসদে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশ স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের কথা উল্লেখ করতেই বাঙালি সদস্যরা দাঁড়িয়ে উঠে স্লোগান দিলেন, ‘জয় বাংলা’। ভারতের প্রধানমন্ত্রী সদস্যদের আশ্বস্ত করে জানালেন, ‘আপনারা গত নয় মাস ধরে আমাকে যেভাবে সাহায্য করেছেন, আপনারা জানেন বাংলাদেশের জনক বঙ্গবন্ধু এখন পাকিস্তানের জেলে। পাকিস্তানের উপর চাপ দেওয়ার জন্য আমি বিশ্ব নেতাদের কাছে আবেদন করছি। আপনারা এও জানেন যে, গত সেপ্টেম্বরে আমি ওয়াশিংটন গিয়ে প্রেসিডেন্ট নিক্সনকে বলেছি, ‘আপনি পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করে বঙ্গবন্ধুকে মুক্তির ব্যবস্থা করুন এবং বাংলাদেশের গণহত্যা বন্ধের ব্যবস্থা নিন। ওরা আমার কথা শোনেনি।’ কিন্তু ভারতীয় সেনারা মুক্তিবাহিনীর সঙ্গে হাতে হাত মিলিয়ে বাংলাদেশ শত্রুমুক্ত করেছে। আজ আমরা গর্বিত।’

ঠিক এই সময় তৎকালীন বিরোধী দলের নেতা প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী শ্রীমতি গান্ধীকে বলেছিলেন, ‘আপনি মা দুর্গা’। তার কিছুক্ষণের মধ্যে বিবিসিসহ সব আন্তর্জাতিক মিডিয়ায় ফুটে উঠল, বিশ্বে নতুন একটি রাষ্ট্র বাংলাদেশের জন্মের খবর।

৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণের পর বাংলাদেশের প্রায় এক কোটি মানুষ ভারতের বিভিন্ন রাজ্যে আশ্রয় নিয়েছিল। এটিও একটি ইতিহাস। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে তাজউদ্দীনের প্রথম ভাষণটি বারবার প্রচার করা হয়েছে ভারতের বেতার কেন্দ্র আকাশবাণী থেকে। তাজউদ্দীন সেদিন তার ভাষণে যা বলেছিলেন তা হলো, ‘সাড়ে ৭ কোটি মুক্তিপাগল মানুষের নেতা শেখ মুজিব ও তার মন্ত্রী সভার পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাচ্ছি। আমরা স্মরণ করছি তাদের, যারা বাংলাদেশের মুক্তি সংগ্রামে জীবন উৎসর্গ করেছেন। আকাশে যতদিন গ্রহ, তারা, নক্ষত্র থাকবে, মাটিতে মানুষ থাকবে, ততদিন বীর শহীদদের সমরকীর্তি অম্লান থাকবে বাঙালির মানসপটে। স্বাধীনতার পতাকাতলে আমরা আজ একাত্ম। যে প্রতিরোধ আপনারা গড়ে তুলেছেন, তা ইতিহাস সৃষ্টি করেছে।

বিশ্বে আমাদের পরিচয় শান্তিপ্রিয়, মানবতাবাদী, নৃত্যগীত, শিল্প সংস্কৃতির পূজারীরূপে। হিংসা আমাদের চরিত্রবিরোধী। আজ প্রবল মরণাস্ত্র নিয়ে আমাদের উপর শত্রু ঝাঁপিয়ে পড়ছে। আমরা তখন সেই মহান অবিচল থেকেও প্রমাণ করে দিয়েছি। বাঙালি দরকার হলে শক্ত হাতে অস্ত্র ধারণ করতে পারে।’

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর কলকাতা শহরে বিজয় মিছিল হচ্ছিল, বিভিন্ন স্থানে পটকা বাজানো হচ্ছিল। ভারতীয় সময় বিকাল সাড়ে ৫টা নাগাদ দিল্লিতে লোকসভায় ইন্দিরা গান্ধী দ্রুতগতিতে প্রবেশ করতেই ৫৪৫ জন সদস্য উঠে দাঁড়িয়ে ইন্দিরা গান্ধীকে হর্ষধ্বনি দিয়ে বরণ করে নেন। কলকাতা আনন্দবাজার পত্রিকার সামনে হাজার হাজার মুক্তিবাহিনী ও এ দেশের জনগণ জমায়েত হয়েছিল। তাদের মাইকের সামনে বলা হলো, স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছে। সঙ্গে সঙ্গে জনগণ বিপুল উৎসাহে বলতে থাকে, ‘জয় বাংলা, জয় মুজিব, জয় ইন্দিরা গান্ধী, জয় যৌথ বাহিনী’। সংসদে বিরোধীদলের নেতা অটল বিহারি বাজপেয়ী মন্তব্য করলেন, ‘আপনি মা দুর্গা’।

আর এস পি নেতা ত্রিদিব চৌধুরী এতই আপ্লুত হয়ে পড়েছিলেন যে, তার মন্তব্যটি ছিল এরূপ- ‘সংসদে ৫৪৪ জন সদস্যই নারী। আপনি পুরুষ। আপনি যা পারলেন তা বিশ্ববাসী চিরদিন মনে রাখবে।’

লেখক: ভারতের প্রবীণ সাংবাদিক

/এসজি

Header Ad

এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ

ছবি: সংগৃহীত

নভেম্বর মাসের জন্য ভোক্তাপর্যায়ে বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম মঙ্গলবার (৫ নভেম্বর) নির্ধারণ করা হবে। আজ জানা যাবে এলপিজির মূল্য বাড়ছে নাকি কমছে।

সোমবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত নভেম্বর (২০২৪) মাসের সৌদি সিপি অনুযায়ী এই মাসের জন্য ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় ঘোষণা করা হবে।

এর আগে সেপ্টেম্বর মাসের তুলনায় অক্টোবর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৬ টাকা নির্ধারণ করা হয়।

Header Ad

জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরি বোর্ডের সদস্য হলেন সুচরিতা-নাঈম

সুচরিতা ও নাঈম। ছবি: সংগৃহীত

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ এর জুরি বোর্ডে যুক্ত হয়েছেন নতুন চারজন সদস্য। তাদের মধ্যে দুজন ঢাকাই চলচ্চিত্রের সোনালী দিনের দুই তারকা সুচরিতা ও নাঈম।

সোমবার (৪ নভেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

জুরি বোর্ডের নতুন সদস্যরা হলেন চলচ্চিত্র পরিচালক সাঈদুর রহমান সাঈদ, সংগীত পরিচালক মাকসুদ জামিল মিন্টু, অভিনেতা খাজা নাঈম মুরাদ ও অভিনেত্রী সুচরিতা।

২০২৩ পঞ্জিকা বছরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মূল্যায়ন ও পুরস্কারের জন্য নাম সুপারিশ করতে এই জুরি বোর্ড গঠন করা হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর গঠিত জুরি বোর্ডে গতকাল এই চার নতুন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়।

এ ছাড়া বোর্ডে রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিএফডিসির পরিচালক, ফিল্ম আর্কাইভের মহাপরিচালক, চলচ্চিত্র অধিশাখার প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের চেয়ারম্যান এস এম ইমরান হোসেন, চিত্রগ্রাহক বরকত হোসেন পলাশ, সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি, সাংবাদিক ওয়াহিদ সুজন ও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের চেয়ারম্যান।

Header Ad

টাঙ্গাইলে নিজ ঘরে স্কুল শিক্ষকের আত্মহত্যা

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুরে নিজ ঘরে ফাঁসি দিয়ে নুরুল ইসলাম নামে এক স্কুল শিক্ষক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে সখীপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষক নূরুল ইসলাম উপজেলার দারিপাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, জেনেছি তার বিরুদ্ধে একটি অভিযোগের বিষয়ে তদন্ত চলছিল। হয়ত সেই ঘটনায় আত্মসম্মান হারানোর ভয়ে গত সোমবার রাতের কোন এক সময়ে নিজে ঘরে আত্মহত্যা করতে পারে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর আসল ঘটনা জানা যাবে।

উল্লেখ্য, শিক্ষক নুরুল ইসলামের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানি অভিযোগ রয়েছে। তার কথা ও নানা ধরনের কু-প্রস্তাবে রাজি না হলে পরীক্ষায় নম্বর কম দেওয়ার ভয়-ভীতি দিতো বলে অভিযোগ তোলা হয়। এ নিয়ে প্রতিকারের জন্য গত ২৭ আগস্ট মঙ্গলবার তার পদত্যাগ ও বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এসব বিষয়ে দীর্ঘদিন ধরে তদন্ত চলছিল।

Header Ad

সর্বশেষ সংবাদ

এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ
জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরি বোর্ডের সদস্য হলেন সুচরিতা-নাঈম
টাঙ্গাইলে নিজ ঘরে স্কুল শিক্ষকের আত্মহত্যা
ইসলামি মহাসম্মেলন: সোহরাওয়ার্দী উদ্যানে আলেম-ওলামা ও জনতার ঢল
সাংবাদিক নেতা মোল্লা জালাল গ্রেপ্তার
গাজায় থামছেই না ইসরায়েলি আগ্রাসন, নিহত আরও ৩৩
মোহাম্মদপুরে ডাস্টবিনে মিলল মানুষের খণ্ডিত পা
আজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন
বদলগাছিতে মাইক্রোবাস থেকে ককটেল নিক্ষেপ, ৬টি উদ্ধার
বিএনপির সঙ্গে ঐক্যে আগ্রহী আওয়ামী লীগ: ড. হাছান মাহমুদ
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ বন্ধ, বাণিজ্যিক ব্যাংক থেকে সরকারের ৪০ হাজার কোটি ঋণ পরিশোধ
টাঙ্গাইলে ৩৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
গণপিটুনিতে সাবেক প্রতিমন্ত্রীর ভাগ্নে নিহত
মেগা চুরির জন্য আওয়ামী লীগকে আরেকবার দরকার: নির্মাতা ফারুকী
বিরামপুরে ট্রাকের ধাক্কায় দুই যুবক নিহত
পদে পুনর্বহালের দাবিতে ১০ সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের একক কণ্ঠে আন্দোলন
ইসরায়েলি সামরিক স্থাপনায় হামলার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল, সদস্য সচিব মোস্তফা জামান
এস আলমের সম্পত্তি নিলামে তুললো জনতা ব্যাংক, ১৮৫০ কোটি টাকার খেলাপি ঋণ আদায়ে কঠোর পদক্ষেপ
১০ জেলা ও মহানগরে বিএনপির নতুন কমিটি ঘোষণা