শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ | ২৯ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি

মাননীয় প্রধানমন্ত্রী
সবিনয় নিবেদন ‘আমাদের ঐতিহ্য আমরা বাঁচাতে চাই’

কুষ্টিয়ার তাঁতশিল্প প্রাচীনকাল থেকেই সমৃদ্ধ। এই উপমহাদেশে অবিভক্ত ভারতবর্ষের বস্ত্র শিল্পের ইতিহাসে এক বিস্তীর্ণ জায়গা জুড়ে রয়েছে তৎকালীন পূর্ব বাংলার নদীয়া জেলার কুষ্টিয়াতে স্থাপিত ‘দি মোহিনী মিলস্ লিমিটেড’ এর নামটি। প্রায় শতবিঘা জায়গায় ঐতিহ্যবাহী এই মিলটি স্থাপন করেন শ্রীমোহিনী মোহন চক্রবর্ত্তী।

একসময় এই মিলটি ছিল এতদঞ্চলের অর্থনৈতিক চালিকাশক্তি। ব্রিটিশ শাসনামলে উপমহাদেশের ইতিহাসে যে ক’টি বস্ত্রশিল্পের নাম পাওয়া যায় মোহিনী মিল তারমধ্যে অন্যতম।

অন্যদিকে অবিভক্ত বাংলায় মোহিনী মিলের স্থান ছিল অনন্য উচ্চতায়, কারণ এ বঙ্গের পুরো ভূ-ভাগ জুড়ে এই একটি মাত্র বড় শিল্পপ্রতিষ্ঠানই সে সময় ব্যক্তিগত পর্যায়ে গড়ে উঠছিল। ইতিহাসে এ রকম পাতাজোড়া সম্মান ওই সময়ে আর কিছুতেই এতো অনায়াসে আসেনি। বর্তমানে মিলটি যুগ যুগ ধরে বন্ধ আছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘টেগর লজ, কুষ্টিয়া’ এই মোহিনী মিলের সন্নিকটে হওয়াতে শ্রীমোহিনী মোহন চক্রবর্ত্তী পরিবারের সঙ্গে তার ছিল গভীর সর্ম্পক। আমি একজন ইতিহাস গবেষক, কুষ্টিয়ার তাঁতশিল্প নিয়ে গবেষণা করতে গিয়ে জানতে পাই— কুষ্টিয়াতে মোহিনী মিল বন্ধের পরে সেই ধরনের সরকারি কোনো প্রতিষ্ঠান বা টেক্সটাইল মিল আজও গড়ে ওঠেনি। গবেষণা কাজে যেটুকু বুঝেছি মানুষের শেখার আগ্রহ প্রচুর। তবে টেক্সটাইল নিয়ে জানার বা বোঝার প্রতিষ্ঠান দেশে অপ্রতুল। আমার জোর দাবি কুষ্টিয়াতে একটি টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এই মোহিনী মিলের জায়গাতেই প্রতিষ্ঠা করা সম্ভব। যার নাম হতে পারে ‘মোহিনী মোহন টেক্সটাইল বিশ্ববিদ্যালয়।

১৯২১ সালে ‘ব্রিটিশ স্কুল অব উইভিং’ নামে ঢাকার নারিন্দায় প্রতিষ্ঠানটি চালু হয়। ১৯৩৫ সালে নাম হয়- ‘পূর্ব বাংলা টেক্সটাইল ইনস্টিটিউট’। ১৯৬০ সালে এটি তেজগাঁওয়ে স্থানান্তরিত হয়। ১৯৭৮ সালে কলেজে রূপান্তর করে নতুন নামকরণ হয় ‘বস্ত্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয়’। বিশ্বমানের বস্ত্রপ্রকৌশলী গড়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালে এটি টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করেন। বর্তমানে এটিই বাংলাদেশের একমাত্র টেক্সটাইল বিশ্ববিদ্যালয়।

১৯২১ সালে ‘ব্রিটিশ স্কুল অব উইভিং’ যদি ২০১০ সালে টেক্সটাইল বিশ্ববিদ্যালয় হতে পারে তাহলে ১৯০৮ সালে প্রতিষ্ঠিত মোহিনী মিল ‘মোহিনী মোহন টেক্সটাইল বিশ্ববিদ্যালয়’ কেন নয়? এখন আমাদের সময় এসেছে তাঁতশিল্পের মধ্যে যে মেধা-মনন এর সম্মিলন, সেটা এখানে কাজে লাগানোর জায়গা তৈরি করতে হবে। তাঁতশিল্পের উন্নয়নকে আরো সম্প্রসারিত করতে হলে গুণগতমান ও বাংলার ঐতিহ্য নিশ্চিত করে বর্তমান যুগোপযোগী শিক্ষার কোনো বিকল্প নেই। দেশের টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সংখ্যা আরও বাড়ানো প্রয়োজন বলে মনে করেছি। আমাদের কুষ্টিয়া মোহিনী মিলের জায়গায় একটি টেক্সটাইল বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য সরকারের প্রতি আকুল আবেদন।

নিবেদক

ড. মুহম্মদ এমদাদ হাসনায়েন
ইতিহাস গবেষক, প্রাবন্ধিক ও প্রকাশক
ই-মেইল: dr.hasnayen@gmail.com

(তাঁতশিল্পের বয়স মানুষের সভ্যতার প্রায় সমসাময়িক। কাপড় ও পোশাক ছাড়া সভ্যতা হয় না। বাংলা তথা ভারতবর্ষে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পূর্ব থেকেই কুষ্টিয়া অঞ্চলের হস্তচালিত তাঁতশিল্প শুধু উপমহাদেশেই নয় বরং বহির্বিশ্বেও বিশেষ স্থান অর্জন করতে সক্ষম হয়েছিল। ইতিহাস খুঁজতে গেলে অবাক বিস্ময়ের পলক আটকে যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উপর। ১৯০২ সালে স্বদেশী চেতনায় উদ্বুদ্ধ হয়ে তিনি শিলাইদহ কাছারি বাড়ির পাশে তিনটি তাঁত নিয়ে একটি কারখানা প্রতিষ্ঠা করেন। একসময় কুষ্টিয়ার কুমারখালীকে ‘তাঁতঘর’ বলা হতো। ব্রিটিশ ভারতে স্বদেশী আন্দোলনের গৃহীত নীতি অর্থাৎ বিলেতি দ্রব্য ও পণ্য বর্জন নীতিতে উৎসাহিত হয়ে ১৯০৮ সালে মোহিনী মোহন চক্রবর্ত্তী কুষ্টিয়া শহরে ‘মোহিনী মিল’ প্রতিষ্ঠা করেন- যা ছিল কুষ্টিয়ার অর্থনীতির চালিকাশক্তি। আবার এটিই ছিল বাংলার অন্যতম প্রাচীন বস্ত্রকল।

‘খোলা চিঠি’তে সবিনয় নিবেদন জানিয়েছি আমি ড. মুহম্মদ এমদাদ হাসনায়েন এবং ড. সারিয়া সুলতানা (বেগম রোকেয়া পদকপ্রাপ্ত-২০২১)। গবেষণার কুড়ি বছরে ‘কুষ্টিয়ার ইতিহাস’ গবেষণামূলক গ্রন্থ লিখতে গিয়ে বারংবার ঐতিহ্যের তাঁতশিল্প চলে আসায় ২০২২ সালে একুশে গ্রন্থ মেলায় ‘কুষ্টিয়ার তাঁতশিল্প’ প্রকাশ পেয়েছে। ৪৪৮ পৃষ্ঠার গ্রন্থের ৪২৬ পৃষ্ঠায় এই আবেদন ছাপা হয়েছে। সবিনয় নিবেদন— যা এখন কুষ্টিয়াবাসীর সময়ের দাবি।)

আরএ/

Header Ad
Header Ad

দুই বছরের কন্যাকে হারালেন আফগান ক্রিকেটার হজরতউল্লাহ জাজাই

হজরতউল্লাহ জাজাই। ছবি: সংগৃহীত

আফগানিস্তানের প্রখ্যাত বাঁহাতি ব্যাটসম্যান হজরতউল্লাহ জাজাই তার প্রিয় কন্যাকে হারিয়েছেন। ছোট্ট মেয়েটি খুব অল্প বয়সে চলে গেছে, তার মৃত্যুতে হতবাক এবং শোকে মুহ্যমান হয়েছেন জাজাই।

এই মর্মান্তিক খবরটি নিশ্চিত করেছেন জাজাইয়ের ঘনিষ্ঠ বন্ধু এবং আফগান জাতীয় দলের সতীর্থ করিম জানাত। তিনি ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে শোকের বার্তা প্রকাশ করেছেন এবং জাজাই ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

জানাত তার পোস্টে লিখেছেন, "বাহিরের দুঃখের সঙ্গে আমি জানাচ্ছি, আমার প্রিয় বন্ধু হজরতউল্লাহ জাজাই তার কন্যাকে হারিয়েছেন। এই কঠিন সময়ে তাদের প্রতি আমার হৃদয় থেকে গভীর সমবেদনা। দয়া করে তাদের জন্য প্রার্থনা করুন, যাতে তারা এই শোক কাটিয়ে উঠতে পারেন।"

হজরতউল্লাহ জাজাই সর্বশেষ আফগানিস্তান দলের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেননি। ২০১৬ সালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ওডিআই ম্যাচের মাধ্যমে তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে। এরপর থেকে তিনি ১৬টি ওয়ানডে এবং ৪৫টি টি-টোয়েন্টি ম্যাচে অংশগ্রহণ করেছেন।

বিশ্ব ক্রিকেটে নিজের একাধিক দুর্দান্ত ইনিংসের জন্য পরিচিত জাজাই, বিশেষ করে ২০১৯ সালে ভারতের দেরাদুনে আয়রল্যান্ডের বিপক্ষে ৬২ বলে ১৬২ রানের অসাধারণ ইনিংসটি। ২৬ বছর বয়সী এই ক্রিকেটারের মোট সংগ্রহ ৩৬১ রান ওয়ানডেতে এবং ১১৬০ রান টি-টোয়েন্টিতে, যেখানে রয়েছে ১টি শতক ও ৫টি অর্ধশতক।

Header Ad
Header Ad

রোহিঙ্গা শিক্ষার্থীদের সাথে কথা বললেন জাতিসংঘ মহাসচিব

ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশ সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। শুক্রবার (১৪ মার্চ) দুপুরে তিনি বাংলাদেশ বিমান এয়ারলাইন্স যোগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কক্সবাজারে পৌঁছান।

বিমানবন্দর থেকে সরাসরি উখিয়ার ফেন্সি লার্নিং সেন্টারে যান গুতেরেস। সেখানে তিনি ইউনিসেফ পরিচালিত শিক্ষা কেন্দ্রে অধ্যয়নরত রোহিঙ্গা শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং তাদের শিক্ষা ও ভবিষ্যৎ সম্পর্কে খোঁজখবর নেন। এছাড়াও তিনি রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করার পরিকল্পনা করেছেন।

এরপর উখিয়ায় প্রায় এক লাখ রোহিঙ্গার অংশগ্রহণে আয়োজিত ইফতারে যোগ দেবেন জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ইফতার শেষে তারা একসঙ্গে ঢাকায় ফিরবেন।

এর আগে কক্সবাজার বিমানবন্দরে তাদের স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফারুক-ই-আজম, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন ও পুলিশ সুপার। এছাড়া ড. মুহাম্মদ ইউনূস কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকূল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্রও পরিদর্শন করবেন।

Header Ad
Header Ad

কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় আতশবাজি জব্দ

ছবি: সংগৃহীত

কুমিল্লায় প্রায় ৩ কোটি ৮ লাখ ৮ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ আতশবাজি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৪ মার্চ) বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএম জাহিদ পারভেজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা বাজার এলাকা থেকে এসব আতশবাজি জব্দ করা হয়। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।

লেফটেন্যান্ট কর্নেল এএম জাহিদ পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার দত্তের নেতৃত্বে বিজিবি ও র‍্যাব সদস্যদের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স দল অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১৪ লাখ ১৫ হাজার ৪০০ পিস বিভিন্ন ধরনের ভারতীয় আতশবাজি জব্দ করা হয়।

বিজিবির এই কর্মকর্তা আরও জানান, জব্দকৃত আতশবাজিগুলো বিধি মোতাবেক কাস্টমসে জমা করা হবে। এ ঘটনায় তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

দুই বছরের কন্যাকে হারালেন আফগান ক্রিকেটার হজরতউল্লাহ জাজাই
রোহিঙ্গা শিক্ষার্থীদের সাথে কথা বললেন জাতিসংঘ মহাসচিব
কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় আতশবাজি জব্দ
সুন্দরবনের গহীন থেকে বৃদ্ধা নারী উদ্ধার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আছিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
গাজার ধ্বংসস্তূপ থেকে আরো সাত লাশ উদ্ধার
জাতিসংঘ মহাসচিবকে নিয়ে কক্সবাজারে পৌঁছেছেন ড. ইউনূস
গালি দেয়া সেই উপস্থাপিকার চাকরি ফিরিয়ে দেয়ার আহ্বান হাসনাতের
প্রশাসনের ঢিলেঢালা আচরণে দুষ্কৃতকারীরা আশকারা পাচ্ছে: রিজভী
৬০তম জন্মদিনে নতুন প্রেমিকাকে প্রকাশ্যে আনলেন আমির খান
গুরুত্বপূর্ণ সংস্কারে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ: গুতেরেস
আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইটে ভয়াবহ আগুন, ডানা দিয়ে নামলেন যাত্রীরা
চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্তে ৯ লাখ টাকার মাদক ও চোরাচালানি মালামাল জব্দ
প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের সাক্ষাৎ
৩ ম্যাচ পর মাঠে ফিরেই মেসির দুর্দান্ত গোল, কোয়ার্টারে ইন্টার মিয়ামি (ভিডিও)
মাগুরার সেই শিশুর মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না: তারেক রহমান
ইসলামী শাসনে চলবে সিরিয়া, অস্থায়ী সংবিধানে সই করলেন প্রেসিডেন্ট
বিরামপুরে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষে পরিকল্পনা সভা অনুষ্ঠিত
ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, আজ পাওয়া যাচ্ছে ২৪ মার্চের টিকিট
ড. ইউনূস ও গুতেরেসের কক্সবাজার সফর আজ, ইফতার করবেন লাখো রোহিঙ্গার সঙ্গে