ল্যাপটপ হতে পারে পুরুষের বন্ধ্যত্বের কারণ
ছবি সংগৃহিত
ল্যাপটপ নামের শুরুতেই রয়েছে ল্যাপ, অর্থাৎ কোল। কোলের উপরে রেখে ব্যবহার হয় বলেই তার নাম ল্যাপটপ। আর ল্যাপটপ চললে তা গরম হবেই। আজকাল নতুন ল্যাপটপগুলি আগের মতো গরম না হলেও, দীর্ঘ সময় কোলে রেখে ব্যবহারে ঝুঁকির কথা বলছেন বিশেষজ্ঞরা। গরম ল্যাপটপ দীর্ঘক্ষণ কোলের উপরে রেখে কাজ করলে বন্ধ্যাত্ব নেমে আসতে পারে, এমনটাই দাবি করছেন একদল বিশেষজ্ঞ।
বন্ধ্যাত্ব এক বিরাট সমস্যা। আমাদের দেশে এখন পুরুষের মধ্যে বাড়ছে বন্ধ্যাত্ব। এই অবস্থায় দাঁড়িয়ে দীর্ঘক্ষণ ল্যাপটপ,কম্পিউটার ব্যবহারে কারণেও সমস্যা তৈরি হতে পারে। এক্ষেত্রে যন্ত্রের রেডিয়েশন স্পার্ম কাউন্ট (Sperm Count) কমিয়ে দেয়।
তথ্য-প্রযুক্তির ব্যাপক প্রসারের ফলে দিনদিন ল্যাপটপ ব্যবহারের হার বেড়েছে। বিভিন্ন অফিসের কাজগুলো এখন অনেকেই ঘরে বসে করছেন। এছাড়াও ল্যাপটপের দাম মানুষের নাগালে থাকায় দিনদিন ল্যাপটপ ব্যবহার বৃদ্ধি পাচ্ছে।
টানা ল্যাপটপ ব্যবহারে আমাদের শরীরে মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ে। ল্যাপটপের এই অতিরিক্ত ব্যবহার আমাদের প্রজনন স্বাস্থ্যকে ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে। বিশেষ করে ইন্টারনেট কানেকশনের কারণে ল্যাপটপের সাথে সংযুক্ত ওয়াইফাই আমাদের বেশি ক্ষতি করে। ল্যাপটপ থেকে যে তাপ বের হয় তা আমাদের ত্বক এবং অভ্যন্তরীণ টিস্যুর ক্ষতি করতে পারে।
পুরুষদের বন্ধ্যাত্বের ঝুঁকি ল্যাপটপ কীভাবে বাড়াচ্ছে?
পুরুষদের বন্ধ্যাত্বের সমস্যা বৃদ্ধির কারণ হিসাবে ল্যাপটপকে দায়ি করেছে একাধিক গবেষণার রিপোর্ট। একাধিক গবেষণার তথ্য অনুযায়ী, যে সব পুরুষরা ল্যাপটপ কোলে বা উরুর উপর রেখে ঘণ্টার পর ঘণ্টা কাজ করেন, ল্যাপটপ থেকে নির্গত তাপের ফলে তাদের অণ্ডকোষের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বেড়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হয় তাদের প্রজনন ক্ষমতা।
অণ্ডকোষে শুক্রাণু উৎপন্ন হয়। ল্যাপটপের তাপের কারণে যখন অণ্ডকোষের তাপমাত্রা ১ ডিগ্রি থেকে ২ ডিগ্রি পর্যন্ত বেড়ে যায়, তখন শুক্রাণুর সংখ্যা প্রায় ৪০ শতাংশ কমে যায়। এর ফলে পুরুষদের বন্ধ্যাত্বের সমস্যা তৈরি হয়। তাপমাত্রা মাত্র ১ থেকে ২ ডিগ্রি বাড়লেই, তখন অণ্ডকোষে শুক্রাণুর সংখ্যা কমতে শুরু করে।
ল্যাপটপ কোলে নিয়ে কাজ করলে আরও যেসব সমস্যা দেখা দেয়-
পুরুষদের বন্ধ্যাত্বের ঝুঁকি:
ল্যাপটপের তাপ নারীদের তুলনায় পুরুষদের বেশি ক্ষতি করতে পারে। এর কারণ শরীরের গঠন। ল্যাপটপ ব্যবহারে পুরুষদের বিশেষ যত্ন নেওয়া উচিত। কারণ উচ্চ তাপমাত্রার কারণে শুক্রাণুর মান কমে যায়, ফলে প্রজননে সমস্যা হতে পারে।
ওয়াইফাই এর মাধ্যমে রেডিয়েশন ছড়ায়:
ল্যাপটপে দীর্ঘ সময় ধরে কাজ করার চেয়েও খারাপ বিষয় হল যখন আপনি এটি নিজের উপর রেখে ব্যবহার করেন। হার্ড ড্রাইভ কম ফ্রিকোয়েন্সি বিকিরণ নির্গত করে, যেখানে ব্লুটুথ কানেকশনগুলি হাই রেডিয়েশন নির্গত করে। রেডিয়েশনের প্রভাবের কারণে, অনিদ্রা এবং গুরুতর মাথাব্যথার মতো সমস্যার সম্মুখীন হতে পারেন।
পেশিতে ব্যথা হতে পারে :
ল্যাপটপটি পায়ে বা কোলে রাখার পরিবর্তে টেবিলে রেখে ব্যবহার করুন। কেউ কেউ ল্যাপটপ ব্যবহার করার সময় পা ফাঁক করে বসে থাকেন, যার কারণে ল্যাপটপের রেডিয়েশন সরাসরি শরীরে পড়ে। ডিভাইস থেকে নির্গত তাপ আপনাকে অসুস্থ করে তুলতে পারে। ক্রমাগত ল্যাপটপ ব্যবহার এড়িয়ে চলতে হবে। এতে পেশিতে ব্যথা হতে পারে।