স্পন্সর বসুন্ধরাই খেলবে না ফেডারশেন কাপ!
ফেডারশেন কাপ ফুটবলের স্পন্সর বসুন্ধরা কিংস। সেই বসুন্ধরা কিংস আসর শুরু হওয়ার ২৪ ঘন্টা আগে খেলবে না বলে বাফুফেকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে আজ শুক্রবার (২৪ ডিসেম্বর)। ফেডারেশন কাপ শুরু হবে আগামীকাল শনিবার (২৫ ডিসেম্বর)।
বসুন্ধরা কিংস চিঠিতে দুটি কারণ উল্লেখ করেছে। চিঠিতে স্বাক্ষর করেছেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। তিনি আবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতিও।
বাফুফের কাছে প্রেরিত চিঠিতে বসুন্ধরা কিংস যে দুটি কারণ উল্লেখ করেছে তার একটি হলো সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে খেলার সূচি প্রকাশের পর তা পরিবর্তন করা।
উল্লেখ্য, ফেডারেশন কাপের ড্র হয়েছিল বৃহস্পতিবার দুপুরে। আর বিকেলে বাফুফে সেই সূচিতে পরিবর্তন আনে। সূচিতে প্রথমে ছিল কোয়ার্টার ফাইনালে ‘এ’ ও ‘সি’ গ্রুপ এবং ‘বি’ ও ‘ডি’ গ্রুপ। বাফুফের পরিবর্তিত সূচিতে ‘এ’ ও ‘বি’ এবং ‘সি’ ও ‘ডি’ খেলবে কোয়ার্টার ফাইনালে। বসুন্ধরা কিংসে এ রকম পরির্তনকে গুরুতর সমস্যা বলে মনে করছে।
দ্বিতীয় কারণ উল্লেখ করেছে কমলাপুর টার্ফে না খেলা। এই টার্ফে স্বাধীনতা কাপের আসর খেলতে গিয়ে তাদের অনেক ফুটবলার ইনজুরিতে পড়েছে বলে উল্লেখ করা হয়েছে। আসর শুরু হওয়ার আগেও তারা না খেলার বিষয়টি জানিয়েছিল। বসুন্ধরার সঙ্গে উত্তরা বারিধারা ও মুক্তিযোদ্ধা সংসদও না খেলার জন্য অনুরোধ করেছিল। কিন্তু বাফুফে কমলাপুর টার্ফে ফেডারশেন কাপ আয়োজনের সিদ্ধান্তে অটল থাকে। তাছাড়া বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠে চলছে সংস্কার কাজ।
এমপি/এসআইএইচ